অনলাইনে আয়ের সহজতম পথ সাইট টক!! পর্ব -২

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের অনুপ্রেরণায় দ্বিতীয় পর্বে আসার সাহস পেলাম।

প্রথমেই বলি Unaico Holding Ltd. একটি Multi Level Marketing কোম্পানী। পৃথিবীতে যত MLM কোম্পানী আছে তাদের চেয়ে Unaico Holding Ltd. এর বিজনেস প্লাটফর্ম সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে পৃথিবীতে ৩ টি ব্যবসায় পদ্ধতি চালু আছে। এগুলো হলঃ

1)      Direct Selling

2)      Online Community and

3)      Traditional Marketing.

এ ৩টি পদ্ধতির সমন্বয়ে Unaico একটি নতুন বিজনেস প্লাটফর্ম তৈরি করেছে। আর সাইট টক ইউনাইকোর Online community ঠিক ফেসবুকের মত। ফেসবুকের আয়ের পদ্ধতি আর সাইট টকের আয়ের পদ্ধতি একই রকম। ফেসবুক একবার লগইন করলে তাদের আয় হ্য় ৮৫ ইউ এস ডলার,  আর লগিনের বিনিময়ে আমরা পাই বিনোদন। সাইট টক সপ্তাহে ১ বার লগইন করলে প্রতি আই ডি মেচিং বোনাস ১০ সেন্ট দিবে।

কেন টাকা দিবেঃ

সাইট টক তাদের Online Community কে শক্তিশালী করার জন্য এর ইউজারদের একটি সুযোগ দিয়েছে। আর যেহেতু তারা একটি MLM কোম্পানী, সেহেতু ব্যবসা করতে হলে ইউজার দের টাকা দিতেই হবে। ফেসবুকের চেয়ে শক্তিশালী অনলাইন Community গড়তে হলে এর কোন বিকল্প নেই। আর আমাদের মাধ্যমে তারা আয় করবে বিলিয়ন বিলিয়ন ডলার।

ইউজার হিসেবে আপনার করনীয়ঃ

একজন ফ্রী ইউজার হিসেবে শুরু করতে পারেন। এ জন্য যে কারো রেফারেন্সে একটি আই ডি তৈরি করতে হবে। তারপর আপনার রেফারেন্সে ডান ও বাম পাশে যত আই ডি মেচিং করতে পারবেন ততই ইনকাম হবে। ধরুন আপনার বাম পাশে ৫০০ আই ডি আছে, আবার ডান পাশে আছে ৬০০ আই ডি। তাহলে আপনার মেচিং হবে ৫০০ আই ডি। কারন যে পাশ ছোট থাকবে, সে পাশকে হিসাবে ধরা হবে।  তাহলে কোম্পানী আপনাকে দিবে মেচিং এর ১০% অর্থাৎ ৫০০*১০%= ৫০ ইউরো প্রতি সপ্তাহে। তাহলে মাসে ৫০*৪=২০০ ইউরো যা বাংলাদেশি টাকায় ২০,০০০ টাকার বেশি। তবে বেসিক মেম্বার না হওয়া পর্যন্ত আপনি টাকা তূলতে পারবেন না।

ফেক না কি রিয়েল আই ডিঃ 

 

ফেক নাকি রিয়াল আই ডি এই নিয়ে আমাদের মহা সমস্যা। সত্যি বলতে ভুয়া জিনিস চিরকালই ভুয়া। তবে ফেক আই ডি থেকে আপনি যে সুবিধা পাবেন তা সাময়িক। তবে জন প্রতি ২০০/৩০০ ফেক আই ডি হলে সমস্যা নাই। তাই বলে হাজার হাজার বানালে ব্লক হওয়ার সম্ভাবনা আছে। যতটা সম্ভব রিয়েল আই ডি তৈরি করাই ভাল।  তবে আশার কথা, সাইট টক বাংলাদেশে ব্লক করা আই ডি গুলো খুলে দিতে শুরু করেছে। তবুও ফেক আই ডি তৈরির ব্যপারে সবাইকে নিরুৎসাহিত করছি।

বাংলাদেশে কি অনুমোদিতঃ

বাংলাদেশ সরকারের কাছ থেকে ইউনাইকোর অনুমোদন প্রায় চূড়ান্ত। আগামী মাসের যে কোন সপ্তাহে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ইউনাইকো।

আজ এতটুকুই, আগামী পর্বে আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব আশা করছি।  তবে আমার কিছু ভায়েদের উদ্দেশে বলছি, তথ্য জানার অধিকার সবার আছে। এই ব্লগে আমরা লিখি সবার সাথে শেয়ার করার জন্য। কারো ভাল লাগবে, কারো লাগবে না। আপনার কেউ আমাকে এমন কোন কিছু দেখাতে পারবেন যা পৃথিবীর সবার ভাল লেগেছে। আমার পোস্টের বেলাতেও তাই হবে। তাই বলে কেউ বাজে মন্তব্য করবেন না। মন্তব্য হওয়া উচিৎ গঠনমূলক। নিজের একটা ব্লগ আছে,  ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন (  http://projuktirtips.blogspot.com )।

সবার সু স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

keep it up!!!!

Level 2

বাঙ্গালী অলস জাতী হিসাবে বেশ নাম ডাক আছে । ফ্রী তে টাকা ইনকামের রাস্তা দেখলে পঙ্গপালের মতো ঝাপাইয়া পরে …………. আরো একটা নতুন উৎস দিলেন । বেশ ভাল ………৬৮হাজার নাখান্দা নালায়েক বান্দাদের জন্য সুখবর !!!

Level 0

{{ “!” সত্যি বলতে ভুয়া জিনিস চিরকালই ভুয়া “!” তবে জন প্রতি ২০০/৩০০ ফেক আই ডি হলে সমস্যা নাই।

সাইট টক বাংলাদেশে ব্লক করা আই ডি গুলো খুলে দিতে শুরু করেছে ?? }}

বুঝলাম না ?

    @samsulzdd: ইউনাইকো ব্লক আই ডি খুলে দিতে শুরু করেছে।
    তবে জন প্রতি ২০০/৩০০ ফেক আই ডি হলে সমস্যা নাই বলার অর্থ সহনীয় মাত্রায় রাখা। আমার জানা মতে এমন ও ব্যক্তি আছেন যার ১ লাখ ফেক আই ডি আছে। সব ব্লক করেছে। আমারি ১ হাজার আছে, কিন্তু কোন সমস্যা হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন।

    Level 2

    @samsulzdd: samsulzdd ভাই এটার মানে খুব সহজ । তিনি দুর্নীতি কে ওপেন সমর্থন করছেন।

ভাই সাইটটক কি ফেক আইডি ধরতে পারে না? ১ হোক ১০০ হোক বা ১০০০ হোক ফেক তো ফেকই ধরতে পারলে তো ব্লক করার কথা। সাইটটককে ফাকি দিয়ে কিভাবে ফেক আইডি খোলে ?

যদি কিছু মনে না করেন আরেকটা কথা। ইসলামে এমএলএম ব্যবসায় নিষিদ্ধ তাই মন চাইলেও ওদিকটাতে যাওয়া যায় না। তবে কৌতূহল থেকে আপনাকে উপরের প্রশ্ন গুলো করলাম। পারলে উত্তর দিবেন।

    @Faysal ahamed: Dan Anderson ফেক আই ডি গুলোকে তাদের সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। কারন ফেক আই ডি গুলো আপগ্রেড মেম্বারদের বাঁচিয়ে রেখেছে।

    আর MLM ইসলামে নিষিদ্ধ উপযুক্ত যুক্তি প্রমান দেখাতে পারলে এ নিয়ে আর টিউন করব না।

      @গাজী মোঃ ইয়াছিন: যেখানে ফেক কাজ করা হয় সেখানে কততা য ভাল জিনিস আসে এতা সবাই বুজতে পারে।

      @গাজী মোঃ ইয়াছিন: হে হে হে !!! এমএলএম নিষিদ্ধ কিনা সেই কথায় পড়ে আসি, আগে বলেন আপনি যে ১০০০ ফেক একাউন্ট বানাইছেন সেটা ইউনাইকো হয়তোবা জানেনা বা ধরতে পারে না, কিন্তু আল্লাহ কি দেখেন না এসব প্রতারণা ?? সেক্ষেত্রে কি আপনি বলবেন আপনি ইসলাম মেনে এটা করছেন ???

    @Faysal ahamed: সরি ফয়সাল ভাই। ইসলামে এম এল এম ব্যবসা নিসিদ্ধ এটা মানতে পারলাম না মোটেও। আপনার জানায় ভুল থাকতে পারে।

    আগে আমিও মনে করতাম নিসিদ্ধ। কিন্তু পরে ধারনা পাল্টেছে। আপনি ভাল করে জানুন তারপর বলুন।

    আর সাইট টক এর ব্যাপারে আমি সকল্কেই নিরুতসাহিত করব। কারন, এখানে দুই নাম্বারি ই বেশি

Level 0

ভাই আপনার কথা সম্পুন্য মিথ্যা ২০০/৩০০ ফেক আই ডি!!!!!!
কমপখ্যে আন্তত ১০ টা ফেক আই ডি খুলতে পারবেন।
ভুলে ও এত ফেক আই ডি খুইলেন না।
আর নিজের কম্পিউটারে ১০ টার বেশি হইলে তো মহা বিপদ!!!!!

    @MD.Alamin: না ভাই, আমার নিজের ১ হাজারের বেশি আই ডি আমার পিসি থেকে খুলেছি। কোন সমস্যা হচ্ছে না।

      Level 0

      ভাই আমি এক কম্পিউটারে সাহট টক login log out করার কথা বলছি

Level 0

Ei shob time killer tune kora theke biroto thakun. Techtunes er tune quality bojay rakhun.

Level 0

এশিয়ায় লোকজন বেশি তাই যত কম্পানি আছে সবার আগে এশিয়ার বাজার দখল করতে চায়।

Level 0

@M H BULBUL: @ansar888: Apnar web siter life traffic updater Code ta ki amake dea jabe vaia?

শুধুই সময় নষ্ট। ১৫০০০ টাকা দিয়ে আপগ্রেড না করলে কোন পেমেন্ট পাওয়া যায় না। ২ দিন পর পর পেমেন্ট হোল্ড করে তারা। প্রথমে মানুষকে ফেক আইডি তৈরি করার সুযোগ দিয়েছিল তারা যাতে মানুষ আপগ্রেড করে। এখন ফেক আইডি করলে ব্যান করে দেয়। এরকম অনর্থক জিনিসে সময় নষ্ট না করাই ভাল।

Level 0

ভাল লাগল।আমি শুরু করব ভাবতাছি..
http://curebd.com/

sunhimel ভাই, বাঁশ খাবার আগে ১০০ বার ভাববেন।

Level 0

vai unico login korte par c na…ki korbo ?

    @zahir8255: আগে কি লগইন করেছেন? যদি করে থাকেন তাহলে সারভার সমসার জন্য খুলছে না। ২৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি সমাধান পাবেন।

বাংলাদেশ সরকারের কাছ থেকে ইউনাইকোর অনুমোদন প্রায় চূড়ান্ত। আগামী মাসের যে কোন সপ্তাহে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ইউনাইকো।……. এই কথা আমি ২০১১ সালের ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে শুনেছি। ২১/২২ তারিখে নাকি উদ্বোধন হবে আওনুমোদন সহ…… হাহাহাহা, সেই অনুমোদন এখনও হয় নাই?? আবারো সেই ২/৩সপ্তাহের কাহিনী? শোনেন, এখন যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন বা বলেন যে আমার এই কথার ভিত্তি নাই, সেজন্য আগেই বলে রাখি। যে আমাকে ফেব্রুয়ারীতে এই অফার সিয়েছিল সে আপনাদের ডেস্টিনির অনেক বড় দালাল।
আরেকটা কথা, দুনিয়াতে এই প্রথম একটা কোম্পানীর কথা শুনলাম যারা ফেক আইডি ২০০-৩০০ টা খুলতে দেয়, তবে এর বেশী না। জাস্ট এই একটা কথাতেই আশা করি বাকী টিউনাররা বুঝে ফেলেছেন কোম্পানী রিয়েল নাকি ফেক। একটাই অনুরোধ, এর আগের টিউনেও বলছি, আবারও বলছি। খুব গর্ব নিয়ে বলেছিলেন যে আপনার ব্যাবসা দাঁড়ায় গেছে, আপনার আর হাত বাড়ানোর দরকার নেই, তাইলে কি দরকার বাকীদের এসম মলম ব্যাবসায় ঢুকানোর?? আপনি করতেছেন, আয় করতেছেন, খুব ভালো কথা। কিন্তু আম পাবলিককে এসব খাওওয়ানোর চেস্টা আর কইরেন না।
আর ইসলামে পিরামিড স্কীমের সব কিছু হারাম। আর এটা যদি পিরামিড স্কীম নাও হয় তাইলে বলব, MLM ইসলামে জায়েজ কিনা নাজায়েজ সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আর ইসলামে এটা স্পষ্টভাবে বলা আছে, যেসব জিনিস সন্দেহের অবকাশ থাকে অর্থাৎ তা আসলে হালাল নাকি হারাম তা যদি ঠিকমত বুঝতে না পারা যায়, তাহলে তা থেকে বিরত থাকাই উত্তম। কথাটা বিশ্বাস না করলে তা আপনার ব্যাপার।

Level 0

yes agy kore c…akn r hoi na..tai bose asi… onno kono way ki asy on korar ?

Level 2

Vi amar Id Cilo 200 ta kinto (Unico.com) a Login hoi na Kan !

@গাজী মোঃ ইয়াছিন
সবই তো বুঝলাম কিন্তু আপনি কত টাকা উঠাইছেন , কিভাবে উঠাইছেন, আর কারাই বা আপনাকে টাকাটা দিল এগুলা তো কিছুই বললেন না । আমি যদি ভুল না বলি তাহলে এটা সত্য যে এখনো পর্যন্ত আপনাদের কোন অফিস নাই। আপনারা পান্থপথ এর Woodpecker Restaurant কে অফিস হিসেবে ব্যবহার করেন । আর অনুমোদন আর কথা তো বহুত পুরনো। এখানে তো নতুন করে বলার কিছু নাই ।
আর আপনাদের Income Plan কি আমার মনে হয় আপনি নিজেই তা ভালো করে জানেন না। অন্য কে দাওয়াত দেওয়ার আগে নিজে আগে চেখে দেখুন ।

    @Shourov Khan: ভাই, কাউকে দাওয়াত দেয়া আমার উদ্দেশ্য না, থাকলে আমার রেফারেন্স লিঙ্ক দিতাম। আর আমাদের অফিস উত্তরা আজমপুর। ইউনাইকোর মেইন অফিস হবে খিলখেত লোটাস কামাল ভবনে।

কিন্তু আপনি কত টাকা উঠাইছেন , কিভাবে উঠাইছেন, আর কারাই বা আপনাকে টাকাটা দিল এ বিষয়ে তো কিছুই বললেন না । আপনাদের অফিস এর ঠিকানা কি ? আপনাদের Income Plan কি? আশা করি জানাবেন।

Level 0

R koto akbar suni office gushan-01a , akhon sunlam uttara…………. moja paeci…………… R login na hoelae akta kotha paesan website ar ka choltasa…………. Akhon software dia login and logout ar kaj kora jae na tae kori na………………….