আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের অনুপ্রেরণায় দ্বিতীয় পর্বে আসার সাহস পেলাম।
প্রথমেই বলি Unaico Holding Ltd. একটি Multi Level Marketing কোম্পানী। পৃথিবীতে যত MLM কোম্পানী আছে তাদের চেয়ে Unaico Holding Ltd. এর বিজনেস প্লাটফর্ম সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে পৃথিবীতে ৩ টি ব্যবসায় পদ্ধতি চালু আছে। এগুলো হলঃ
1) Direct Selling
2) Online Community and
3) Traditional Marketing.
এ ৩টি পদ্ধতির সমন্বয়ে Unaico একটি নতুন বিজনেস প্লাটফর্ম তৈরি করেছে। আর সাইট টক ইউনাইকোর Online community ঠিক ফেসবুকের মত। ফেসবুকের আয়ের পদ্ধতি আর সাইট টকের আয়ের পদ্ধতি একই রকম। ফেসবুক একবার লগইন করলে তাদের আয় হ্য় ৮৫ ইউ এস ডলার, আর লগিনের বিনিময়ে আমরা পাই বিনোদন। সাইট টক সপ্তাহে ১ বার লগইন করলে প্রতি আই ডি মেচিং বোনাস ১০ সেন্ট দিবে।
কেন টাকা দিবেঃ
সাইট টক তাদের Online Community কে শক্তিশালী করার জন্য এর ইউজারদের একটি সুযোগ দিয়েছে। আর যেহেতু তারা একটি MLM কোম্পানী, সেহেতু ব্যবসা করতে হলে ইউজার দের টাকা দিতেই হবে। ফেসবুকের চেয়ে শক্তিশালী অনলাইন Community গড়তে হলে এর কোন বিকল্প নেই। আর আমাদের মাধ্যমে তারা আয় করবে বিলিয়ন বিলিয়ন ডলার।
ইউজার হিসেবে আপনার করনীয়ঃ
একজন ফ্রী ইউজার হিসেবে শুরু করতে পারেন। এ জন্য যে কারো রেফারেন্সে একটি আই ডি তৈরি করতে হবে। তারপর আপনার রেফারেন্সে ডান ও বাম পাশে যত আই ডি মেচিং করতে পারবেন ততই ইনকাম হবে। ধরুন আপনার বাম পাশে ৫০০ আই ডি আছে, আবার ডান পাশে আছে ৬০০ আই ডি। তাহলে আপনার মেচিং হবে ৫০০ আই ডি। কারন যে পাশ ছোট থাকবে, সে পাশকে হিসাবে ধরা হবে। তাহলে কোম্পানী আপনাকে দিবে মেচিং এর ১০% অর্থাৎ ৫০০*১০%= ৫০ ইউরো প্রতি সপ্তাহে। তাহলে মাসে ৫০*৪=২০০ ইউরো যা বাংলাদেশি টাকায় ২০,০০০ টাকার বেশি। তবে বেসিক মেম্বার না হওয়া পর্যন্ত আপনি টাকা তূলতে পারবেন না।
ফেক না কি রিয়েল আই ডিঃ
ফেক নাকি রিয়াল আই ডি এই নিয়ে আমাদের মহা সমস্যা। সত্যি বলতে ভুয়া জিনিস চিরকালই ভুয়া। তবে ফেক আই ডি থেকে আপনি যে সুবিধা পাবেন তা সাময়িক। তবে জন প্রতি ২০০/৩০০ ফেক আই ডি হলে সমস্যা নাই। তাই বলে হাজার হাজার বানালে ব্লক হওয়ার সম্ভাবনা আছে। যতটা সম্ভব রিয়েল আই ডি তৈরি করাই ভাল। তবে আশার কথা, সাইট টক বাংলাদেশে ব্লক করা আই ডি গুলো খুলে দিতে শুরু করেছে। তবুও ফেক আই ডি তৈরির ব্যপারে সবাইকে নিরুৎসাহিত করছি।
বাংলাদেশে কি অনুমোদিতঃ
বাংলাদেশ সরকারের কাছ থেকে ইউনাইকোর অনুমোদন প্রায় চূড়ান্ত। আগামী মাসের যে কোন সপ্তাহে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ইউনাইকো।
আজ এতটুকুই, আগামী পর্বে আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব আশা করছি। তবে আমার কিছু ভায়েদের উদ্দেশে বলছি, তথ্য জানার অধিকার সবার আছে। এই ব্লগে আমরা লিখি সবার সাথে শেয়ার করার জন্য। কারো ভাল লাগবে, কারো লাগবে না। আপনার কেউ আমাকে এমন কোন কিছু দেখাতে পারবেন যা পৃথিবীর সবার ভাল লেগেছে। আমার পোস্টের বেলাতেও তাই হবে। তাই বলে কেউ বাজে মন্তব্য করবেন না। মন্তব্য হওয়া উচিৎ গঠনমূলক। নিজের একটা ব্লগ আছে, ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন ( http://projuktirtips.blogspot.com )।
সবার সু স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
keep it up!!!!