অনলাইনে আয়ের জন্য দীর্ঘ সময় দিয়ে সফলতা পেয়েছি । আজ আপনাদের সাথে শেয়ার করবো Fiverr.com থেকে সফলতা লাভের কথা। আমার ইচ্ছা ছিল অন্যান্য কাজের সাথে Article/Review লিখেও আয় করবো। একটা ব্লগ তৈরি করে ইউনিক আরটিকল দিয়ে সাজাই।আর প্রত্যেক সাইটে আমার প্রোফাইলে ব্লগের লিঙ্ক দিএ এমপ্লয়ার কে আমার কাজ দেখতে ইনভাইট করি। সফল হই ১৫ দিনের মাঝে Fiverr.com থেকে কাজের অফার পাই। একটি কাজ করে ভালো রিভিউ পাই পরবর্তী তিন দিনে আরও দুটি অর্ডার পাই এবং এমপ্লয়ারদের কাছ থেকে আরও কাজ পাবার আশ্বাস পাই। আমার ব্লগের মত ব্লগ সাজিয়ে নতুনরা চেষ্টা করতে পারেন, ব্লগ ভিসিত করতে এখানে ক্লিক করুন। Fiverr.com প্রতি কাজে এক ডলার চার্জ নেয়। ৩ টি কাজ থেকে ১২ ডলার পেয়ে পেপল এর মাধ্যমে ডলার তুলেছি । আমার ব্লগ দিএ অন্ন সাইট থেকেও কাজ পেয়েছি যা অন্যদিন শেয়ার করার ইচ্ছা রইল। Article/Review লিখে যারা আয় করতে চান তারা আমার মত চেষ্টা করে দেখতে পারেন।
আমি Bahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a blogger, Writer And Reviewer.
Oi mia link dan kan ?
jobor ekta site nia vab nan ?