রিয়েল অনলাইন-আয় অভিজ্ঞতা [পর্ব ৪] :: গুগল এডসেন্স সহ অনলাইন আয়ের চেক যে ব্যাংকে সহজে ভাঙ্গানো যায়

কেমন আছেন সবাই ?একটু ব্যস্ত থাকায় পরের টিউনস আসতে দেরী হয়ে গেল

আসলে আমি যে টিউনস লিখছি তা ইতিমধ্য হয়তো বা এই সাইটসহ বিভিন্ন ব্লগে জেনে থাকতে পারেন ।তবু ধারাবাহিক টিউনসে আবার লিখছি অনলাইনে আয়ের প্রথম চেক হাতে পেয়েছিলাম এডব্রাইটের .আজ যেহেতু গুগল এডসেন্স নিয়ে আলোচনা তাই চেক পাওয়া বা ভাঙ্গানো বিষয়ে বিস্তারিত বলছি । আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার হলেই কেবল গুগল চেক পাঠাবে এজন্য আপনার আরো ছোট একটি বিষয় খেয়াল রাখতে হবে তাহলো মাই একাউন্টে প্রবেশ করলে Holding payment নামের একটা অপশন আছে । আপনি যদি Payment hold এ মার্ক দিয়ে রাখেন তবে গুগল এডসেন্স আপনাকে চেক পাঠাবে না , মার্ক উঠিয়ে দিলে কেবল গুগল আপনাকে চেক পাঠাবে ।
অনেকে বেশী টাকা একসাথে পাওয়ার আশায় পেমেন্ট হোল্ড করে রাখে ।

কিন্তু আমার মতে Payment hold করে রাখবেন না কারন গুগল এডসেন্স যেকোন সময় সামান্য সমস্যায় বিনা নোটিসে আপনার একাউন্ট ব্যানড করতে পারে ।

undefined

যদি আপনি মার্ক উঠিয়ে দিয়ে থাকেন, তবে জুন মাসে যদি আপনার ১০০ ডলার পূর্ন হয়ে থাকে তবে জুলাই মাসে ২৫ তারিখে চেক ইস্যু করে পাঠিয়ে দিবে ও আপনাকে ইমেইলে জানিয়ে দিবে । আপনি যদি সিকিউরিটি ভাবে চেক আনেন তবে ৭দিনের মধ্য চেক পাবেন ।

Google AdSense Cheque delivered by DHL

আর যদি পোষ্ট অফিসের মাধ্যমে আনেন তবে ২৫/৩০ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ।

চেক হাতে পাওয়ার পর কি করবেন ?

চেকের মূল অংশ থেকে সাদা অংশ আলাদা করে নিন খুব সাবধানে ,কারন চেকের যেখানে মার্ক করা আছে ঐখানে কাটুন তবে ভুলে করে সবুজ অংশ কাটবেন না ,কারন ঐ সবুজ অংশটুকু আপনার চেকের নিরাপত্তা বহন করছে ।

চেক জমা দেওয়ার আগে

চেকের পিছনে ঘরে আপনার গুগল এডসেন্স একাউন্টে যে পে-নেম আছে হুবুহু সে নাম লিখুন যেমন MD RUBEL AHMED আছে সেখানে MD.Rubel ahmed লিখবেন না ।

  • বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেনা অনলাইনে আয় কি ,ব্যাংক গুলো তার ক্ষেত্রে ব্যতিক্রম নয় । আমি যখন প্রথম এডব্রাইট চেকনিয়ে ব্যাংকে গিয়েছিলাম, ডাচ্ বাংলা,ঢাকা ও যমুনা ব্যাংকের লোকাল শাখা থেকে একটাই বানী শুনেছিলাম এটা তাদের দ্বারা সম্ভব নয় ।
  • তবে কারো কারো মতে ডাচ্ বাংলা ব্যাংকে কোন কোন শাখায় চেক নেয় তবে অনেক ফি দিতে হয় ।
  • আর্ন্তজাতিক লেনদেন করার ক্ষেত্রে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশকে এগিয়ে রাখবো .কারন যখন চেকটি নিয়ে ইসলামী ব্যাংকে গেলাম তারা চেকটি দেখে
  • সকল অফিসার মিলে পরামর্শ করছিলো যদিও ডলারের পরিমান খুব কম ছিলো .সবাই মত দিলো এটা তাদের ব্যাংকে ভাঙ্গানো সম্ভব আমাকে একাউন্ট করার পরামর্শ দিলো .কিন্তু যে অফিসার
  • বৈদেশিক লেনদেন দায়িত্বে উনি ঝামেলা মনে করলেন .উর্ধ্বতন অফিসারের আদেশে চেকটি রেখে দিল ,বাকী গল্প বলে আপনার সময় নষ্ট করব না । ঠিক ৪০ দিন পর টাকা আসলে আমাকে
  • ফোন বলেছিলো যে আপনার টাকা এসে গেছে সেখান থেকে ৩০০টাকা চার্জ কেটেছিলো।
  • তারপর ব্যাংকে যাওয়া মাত্র অন্যরকম সম্মান করেছিল এবং এডব্রাইট গুগল এডসেন্স সহ যে কোন চেক তাদের ব্যাংকে ভাঙ্গানোর পরামর্শ দিয়েছিল ।
  • তবে বিডভারটাইসার চেক একটু ব্যতিক্রম আছে যা বিডভারটাইসার নিয়ে যখন আলোচনা করবো তখন জানতে পারবেন ।

চেক ব্যাংকে জমা দেওয়ার সময় আপনার ব্যাংকের বইতে কত ডলারের চেক জমা দিলেন অফিসারের সিল ও সাক্ষর সহ উঠিয়ে আনতে ভুলবেন না ।
যদি ইসলামী ব্যাংকের শাখা আপনার এলাকায় না থাকে তবে সোনালী ব্যাংকে যোগাযোগ করতে পারেন ।সরকারী ব্যাংকে চার্জ খুব কম কিন্তু সময় বেশী লাগবে ।

পূর্ব প্রকাশঃ  http://www.facebook.com/groups/Onlineearninghelpline

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good suggestion. thanks writer

nice tune.thx 4r nice post.
keet it up bro….

Level 0

Thanks rubel bhai.important information deoar janno.

Level 0

Thanks

Level 0

AMI SARA DIN E NET A THAKI. AMAR NET A AY KORAR ONEEEEK ICCHA. BUT KONO KUL KINARA PAI NA…..:-(

জনহিতকর পোস্ট। ধন্যবাদ রুবেল ভাই।

Level 2

ডোমেইন ছাড়া কি আয় করা সম্ভব না?থাকলে জানাবেন

Level 2

Trustbux24.com
::satisfaction is our proud::
Click here

জাতি এধরনের অভিজ্ঞতা আরো শুনতে চায়। যত বড় হয় হউক কুনু সমস্যা নাই।

সোনালি ব্যাংকে মাত্র ৭৮ টাকায় CASH করেছি, সময় লাগে শূক্র-শনিবার সহ ৫২ দিন

Hmmm…. shorkari bank (Ogroni bank) e google er check vangate onk shomoy lage. Ami ei porjonto 3 ta check vangaisi. Shob gulai kom besh 3 month lagse. Onek shomoy shapekkho process! Vaggo valo j ami freelancing kori, r wire transfer er taka 10-12 dinei DBBL e chole ashe. Noile na khaya mortam. :p

Any way, article tar jonno dhonnobad. Amr ekta check ashtese. Ota islami bank e vangate pari, thanks to your advice.

Keu jodi online e freelancing kore ay korte chan, eta ghure ashte paren: http://blog.smalltownkid.net/

Level 0

ইসলামী ব্যাংকে ১২ দিনে চেকের টাকা হাতে পেয়েছি। ৩০০ টাকা চার্জ নিয়েছে অবশ্য। সব শাখায় এই সুবিধা পাবেন না মনে হয়। শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জ আছে এমন শাখা গুলোতে পাবেন। লোকাল অফিস নেয় মাত্র ৪৮ টাকা তবে মাঝে মাঝে ২ মাস সময় নেয়। আমি বলব নারায়নগঞ্জ শাখার কথা। স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক এই চেক ভাঙ্গায়। ওরা এক সপ্তায় পারে তবে গুনতে হয় প্রায় হাজার টাকা প্রতি চেকে।

Level 0

ধর্য্যের দরকার হয় এরকম রোজগার করার জন্য।। ভাল লিখেছেন।

বাংলা পত্রিকা