কেমন আছেন সবাই ?একটু ব্যস্ত থাকায় পরের টিউনস আসতে দেরী হয়ে গেল
আসলে আমি যে টিউনস লিখছি তা ইতিমধ্য হয়তো বা এই সাইটসহ বিভিন্ন ব্লগে জেনে থাকতে পারেন ।তবু ধারাবাহিক টিউনসে আবার লিখছি অনলাইনে আয়ের প্রথম চেক হাতে পেয়েছিলাম এডব্রাইটের .আজ যেহেতু গুগল এডসেন্স নিয়ে আলোচনা তাই চেক পাওয়া বা ভাঙ্গানো বিষয়ে বিস্তারিত বলছি । আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার হলেই কেবল গুগল চেক পাঠাবে এজন্য আপনার আরো ছোট একটি বিষয় খেয়াল রাখতে হবে তাহলো মাই একাউন্টে প্রবেশ করলে Holding payment নামের একটা অপশন আছে । আপনি যদি Payment hold এ মার্ক দিয়ে রাখেন তবে গুগল এডসেন্স আপনাকে চেক পাঠাবে না , মার্ক উঠিয়ে দিলে কেবল গুগল আপনাকে চেক পাঠাবে ।
অনেকে বেশী টাকা একসাথে পাওয়ার আশায় পেমেন্ট হোল্ড করে রাখে ।
কিন্তু আমার মতে Payment hold করে রাখবেন না কারন গুগল এডসেন্স যেকোন সময় সামান্য সমস্যায় বিনা নোটিসে আপনার একাউন্ট ব্যানড করতে পারে ।
যদি আপনি মার্ক উঠিয়ে দিয়ে থাকেন, তবে জুন মাসে যদি আপনার ১০০ ডলার পূর্ন হয়ে থাকে তবে জুলাই মাসে ২৫ তারিখে চেক ইস্যু করে পাঠিয়ে দিবে ও আপনাকে ইমেইলে জানিয়ে দিবে । আপনি যদি সিকিউরিটি ভাবে চেক আনেন তবে ৭দিনের মধ্য চেক পাবেন ।
আর যদি পোষ্ট অফিসের মাধ্যমে আনেন তবে ২৫/৩০ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ।
চেকের মূল অংশ থেকে সাদা অংশ আলাদা করে নিন খুব সাবধানে ,কারন চেকের যেখানে মার্ক করা আছে ঐখানে কাটুন তবে ভুলে করে সবুজ অংশ কাটবেন না ,কারন ঐ সবুজ অংশটুকু আপনার চেকের নিরাপত্তা বহন করছে ।
চেকের পিছনে ঘরে আপনার গুগল এডসেন্স একাউন্টে যে পে-নেম আছে হুবুহু সে নাম লিখুন যেমন MD RUBEL AHMED আছে সেখানে MD.Rubel ahmed লিখবেন না ।
চেক ব্যাংকে জমা দেওয়ার সময় আপনার ব্যাংকের বইতে কত ডলারের চেক জমা দিলেন অফিসারের সিল ও সাক্ষর সহ উঠিয়ে আনতে ভুলবেন না ।
যদি ইসলামী ব্যাংকের শাখা আপনার এলাকায় না থাকে তবে সোনালী ব্যাংকে যোগাযোগ করতে পারেন ।সরকারী ব্যাংকে চার্জ খুব কম কিন্তু সময় বেশী লাগবে ।
পূর্ব প্রকাশঃ http://www.facebook.com/groups/Onlineearninghelpline
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
good suggestion. thanks writer