ফ্রিল্যান্সিং বর্তমানে একটি জনপ্রিয় পেশা। বাংলাদেশের অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং করে সফল হিসেবে নিজেদের গড়ে তুলেছে। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি যখন ইচ্ছা কাজ করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনার দরকার নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষতা। বিভিন্ন রকমের কাজ এখানে করা হয় যেমন - গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলেপমেন্ট, ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ।
ফ্রিল্যান্সিং এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর সুবিধা হলো আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন। চাকরি করা বা অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নিজে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ফিল্যান্সিং করে আপনি সাধারন চাকরির থেকে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার সেরকম দক্ষতা থাকে। অনেক বড় বড় ফ্রিল্যান্সার রয়েছেন যারা এখানে কাজ করে মাসে লক্ষ টাকা ইনকাম করেন। আপনি ঘরে বসেই দেশ বিদেশের বিভিন্ন বায়ারদের সাথে কাজ করতে পারবেন। বায়ার তাদের বলা হয় যারা এখানে ফ্রিল্যান্সারদের মাধ্যমে তাদের কাজ করিয়ে নেয়।
ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অনেকেই ভাবেন আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব, ফ্রিল্যান্সিং করে আমি কি সফল হবো। কি কি করতে হবে আমাকে ফ্রিল্যান্সিং করার জন্য। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার দক্ষতার পরে ইচ্ছশক্তি পরিশ্রম ও ধৈর্য থাকতে হবে। তবেই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হবেন। আপনি ১-২ দিনে ফ্রিল্যান্সিং সফল হতে পারবেন না। আপনাকে মাসের পর মাস পরিশ্রম করে যেতে হবে।
অনেকের প্রশ্ন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে যেকোনো একটি বিষয়ে দক্ষতা থাকতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। কারন সব ধরনের ডিজাইন সবার দ্বারা সম্ভব হয় না। গ্রাফিক্স ডিজাইনে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন- লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, কার্ড ডিজাইন, লিফলেট ইত্যাদি কাজ আপনাকে শিখতে হবে। এসব কাজ আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স অথবা অনলাইনে কোর্স করে শিখতে পারেন।
আপনি যদি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভলেপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে এইচটিএমএল, জাভা, প্রোগ্রামিং শিখতে হবে। বর্তমানে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভলেপমেন্টের অনেকে চাহিদা রয়েছে। ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভলেপমেন্ট শিখতে আপনার ৫-৬ মাস লাগবে।
কাজ শেখার পর আপনাকে মার্কেটপ্লেসে যেতে হবে, যেখানে আপনি কাজ করবেন। এরকম মার্কেটপ্লেস গুলো হলো, (ফাইভার, ফ্রিল্যান্সার ডট, আপওয়ার্ক। এসব মার্কেটপ্লেসে আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খুলে আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজাবেন, আপনার কাজগুলো পোর্টফলিও করবেন। যাতে একজন বায়ার বুঝতে পারে আপনি কোন কাজে দক্ষ এবং কতটুকু। এর পরে আপনাকে কাজের জন্য অপেক্ষা করতে হবে। নতুনদের জন্য কাজ পাওয়া খুবই কঠিন। আপনি যদি একবার কাজ পেতে থাকেন এর পর থেকে আপনার কাজের অভাব হবে না। প্রথম কাজ পেতে চাইলে আপনার পরিচিত বিভিন্ন বড় ফ্রিল্যান্সার দের সাহায্য নিতে পারেন।
আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।