কিভাবে ফ্রীল্যান্স BID জিতবেন? 28 টিপস

  • এমন প্রোজেক্ট নিরবাচন করুন যেটি আপনি সহজেই করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে ডেলিবার করতে পারবেন।
  • প্রোজেক্ট এ দেয়া নাম অনুযায়ী এমপ্লয়ারকে সম্বধন  করুন।
  • শুধু মাত্র “ I can do It” এটুকু লিখবেন না, যতটুকু সম্ভব বিস্তারিত লেখার চেষ্টা করুন।
  • Bid দেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন, কারন কিছু কাজ আছে পার্সোনাল বিজনেস সম্পর্কিত নয়।ঐ সব কাজে এমপ্লয়ার এর তেমন খেয়াল রাখে না এবং পেমেন্ট দিতে অবহেলা করে। সুতরাং কাজের ধরণ সম্পর্কে সচেতন থাকুন।
  • সকল ধরনের প্রোজেক্ট এর জন্য একই রকমের মেজেস লেখা থেকে বিরত থাকুন।
  • গভীর একাগ্রতা দিয়ে কাজের বিবরণ পড়ুন।
  • কাজের বর্ণনা পড়ে আপনি কি বুজলেন, সেটা  লিখুন।
  •  আপনার চিঠিতে প্রয়োজনীয় প্রতিটি লাইন আলোচনা করতে চেষ্টা করুন।
  • অতি বেশি বা খুব কম দামে BID না করে, আপনার মান অনুযায়ী করুন ।
  • আপনার মেসেজ এ আপনার আত্মবিশ্বাস ফুতিয়ে তুলুন ।
  • আপনার পোর্টফোলিও রেফারেন্স দিন।
  • আপনার বার্তায়  নমুনা  কাজ দেখান
  • পরিক্ষা মূলক কাজের জন্য প্রস্তুত থাকুন।
  • সব পদক্ষেপ এ আপনার পেশাদারি  ভাব ফুটিয়ে তুলুন।
  •  যোগাযোগ এর ভাল টাইমিং রাখার চেষ্টা করুন।
  • দৈনিক ফ্রীলান্সার সাইট লগ ইন করুন এবং দেখুন  নিয়োগকর্তারা থেকে নতুন প্রশ্ন আসছে কিনা?।
  •  আপনার যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস থাকুন।
  • বেশি Bid না করে একটি bid এর উপর জোর দিন।
  • সব  সময় সৎ  থকার চেষ্টা করুন।
  • এমন ভাবে bid করুন যেমন আপনি এমপ্লয়ার হলে আশা করতেন।
  • অতি লম্বা মেসেজ লিখবেন না, কারন আপনার এমপ্লয়ার বিরক্ত হতে পারে।
  •  পূর্ণ উদ্দমে প্রত্যেক bid করবেন।
  • আপনার মেসেজ এ ভদ্রতা বজায় রাখুন।
  • নতুন কাজের জন্য আপনার প্রোফাইল নিয়মিত সংশোধন এবং হালনাগাদ করে রাখুন।
  • ক্লায়েন্ট থেকে কাজ পেতে কোন সহানুভূতি চাইবেন না।
  •  ক্রেতা থেকে কোন বার্তা পেয়ে বিরক্ত হবেন না।
  • সব শেষে মনে রাখবেন “slow but steady still wins the race

Website For This Airticle…… http://www.Quickincometips.com

Level 0

আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

@ adnan , Welcome

Level 0

hi

@KAD ………HI

Level 0

Good

বেশ ভালো লাগলো আপনার লেখা…

টাইটেল টা তে মনে হয় বানান ভুল আর বাকী সব কিছু ই ঠিক আছে… 😛

Thank you all।

@ তাহের……… বানান ভুল কিনা বলতে পারবো না , কারন অভ্র দিয়ে লিখেছি ………

    @Jamal Hossain shuvo: ফ্রীলাঞ্চ না আমার ত মনে হয় ফ্রিল্যান্স হবে। হ্যাঁ মনে পরছে ফ্রিল্যান্স আর নয়তো ফ্রীল্যান্স ই হবে। ঠিক করে দিন।

ধন্যবাদ

ভালো খবর। ভাইয়া আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক ID হ্যাক করছে তার এক বন্ধু।আসলে হ্যাক হওয়া বন্ধুর Password তার ঐ বন্ধুটি জানতো।এমনকি যে ইমেল থেকে Facebook id-টা খুলা হয়েছিল সেটিও একই Password দেয়া ছিল। তাই তার সেই বন্ধুটি ইমেলের পাসওর্য়াডটিও বদলায়ে ফেলেছে। এমনকি সেই ইমেলের কোন রিকোভারী ইমেলও ব্যবহার করেনি। এখন আমি সেই বন্ধুটির কিভাবে তার IDটা পুনরায় সক্রিয় করতে পারবো। দয়াকরে যারা টিটির পারদর্শীরা তারা Solution দিবেন।

আপনি তো দেখি সব সম্ভাব্য সমাদান গুলো বন্ধ করে দিলেন, ইমেইল সার্ভিস providor এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

vaiya ,
payment method ta niye kisu likun na !!
ki bave taka tolte hobe,
bhai amake help koren….

@ 4242………. ভবিষ্যতে লেখার চেষ্টা করবো ।

Level 0

Thanks for your advice (Bhai bangla type pari na…………Pls dont mind)

যেহেতু আমি নিজেও একজন ফ্রীলান্সার তাই আমি জানি আপনি অনেক ব্যস্ত । তারপরও আপনাকে আমাদের নতুন ওয়েবসাইট এ আমন্ত্রন জানাচ্ছি , ভিসিট করলে হয়ত বুঝতে পারবেন আমরা কি তৈরি করতে চাচ্ছি । http://bit.ly/ursWp1