আজকাল অনেকেই উপারজন এর কথা লিখে থাকে ফ্রিল্যান্সীং দিেয়। কিন্তু ফ্রিল্যান্সীং কি এবং কি ভাবে করে সেটাই বলেনা যার কারনে অনেকেই এখনো অজ্ঞ। তাদের জন্য আমার আই প্রথম লিখা।
ফ্রিল্যান্সীং কি?
একটি ফ্রীলান্সার, ফ্রিল্যান্স কর্মী, অথবা ফ্রিল্যান্স হল যিনি কারো স্বনিযুক্ত এবং একটি নির্দিষ্ট নিয়োগকর্তাদীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ হয় না এই কর্মীদের একটি কোম্পানী বা সংস্থা তার গ্রাহকদের সঙ্গে বা প্রকল্পব্যবস্থাপনা কাজ দিয়ে থাকেন. এরা সম্পূর্ণরূপে স্বাধীন (স্বাধীন ঠিকাদার)। সঙ্গীত, সাংবাদিকতা, প্রকাশনা, সম্পাদনা, ঘটনার পরিকল্পনা, ইভেন্ট ম্যানেজমেন্ট, অনুলিপি সম্পাদনা, প্রূফ্সংশোধন, ইন্ডেক্স, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন , ওয়েবসাইট উন্নয়ন, পরামর্শ, ট্যুর ম্যানেজার, ভিডিও সম্পাদনা, ভিডিও উৎপাদন এবং অনুবাদ ফ্রিল্যান্সীং এর সাধারণ অন্তর্ভুক্ত।
ফ্রিল্যান্স অনুশীলন ব্যাপকভাবে ওঠানামা করে. কিছু ক্লায়েন্ট লিখিত চুক্তির সাইন সময় অন্যদের উপর মৌখিক চুক্তি, কাজের খুব প্রকৃতির মাধ্যমে সম্ভবত শক্য ভিত্তিক কাজ সম্পাদন করা প্রয়োজন হতে পারে. কিছু ফ্রীলান্সারদের ক্লায়েন্ট এর থেকে কাজ এবং অনুরোধ আমানত লিখিত অনুমান প্রদান করতে পারে. ফ্রিল্যান্স কাজের জন্য অর্থপ্রদান ও আরো ব্যাপকভাবে ওঠানামা করে। ফ্রীলান্সারদের দিন, ঘন্টা, এক টুকরা হার, অথবা প্রতি-প্রকল্পের ভিত্তিতেই বেতন/েপেনণ্ট হতে পারে। বদলে একটি একদর বা পারিশ্রমিক, কিছু ফ্রীলান্সারদের একটি মান ভিত্তিক মূল্য পদ্ধতি ক্লায়েন্ট ফলাফল অনুভূত মান ভিত্তিতে গৃহীত হয়েছ। নিজস্ব দ্বারা, পেমেন্ট ব্যবস্থার আপফ্রন্ট, শতকরা আপফ্রন্ট, অথবা উপর সমাপ্তির হতে পারে. আরো জটিল প্রকল্পের জন্য চুক্তি প্রদান সময়সূচি মাইলস্টোনস বা ফলাফলের উপর ভিত্তি করে সেট করতে পারেন।
লেখা এবং অন্যান্য শিল্পসম্মত ক্ষেত্র, "ফ্রিল্যান্স" এবং এর ডেরিভেটিভ পদ প্রায়ই শ্রমিকরা তাদের নিজস্ব উদ্যোগে কাজ নির্মাণের জন্য সংরক্ষিত, তাহলে কাউকে তাদের প্রকাশনার চেহারা. তারা সাধারণত তাদের কাজ কপিরাইট রেখে সময় সীমিত চুক্তিতে প্রকাশকদের স্বত্ব বিক্রি করে. বিপরীতভাবে, বুদ্ধিগত সম্পত্তি একটি কাজ অধীনে নির্মিত ভাড়া পরিস্থিতির জন্য প্রকাশকদের 'অথবা অন্য গ্রাহকদের উল্লেখ থেকে "স্বাধীন ঠিকাদার" এবং অনুরূপ পদ হিসাবে উল্লেখ করা হয় অনুযায়ী।
সামনে আমি আপনাদের বলব কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সীং। সেই পর্যন্ত ভাল থাকবেন।
সুমন রাহমান
আমি sumonbackpiper। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi I'm Sumon Rahman I'm Freelancer, Wordpress and Faebook Developer and Social Media Consultant.
আমি একদম এ নতুন বাংলা ব্লজ্ঞিং এ। যেহেতু বাংলা লিখাই খানিক্টা দুরবল সেহেতু আমার ভুল গুলো মাফ করবেন। আমি সামনে আরো ভাল লিখার চেশটা করব।