আজ আমার অনলাইনে আয় নিয়ে গুগল এডসেন্স পর্ব ২ লিখছি
আগের লেখায় বলেছিলাম কিভাবে সহজে গুগল এডসেন্স পাওয়া যায়। যদি আপনি ইতিমধ্য গুগল এডসেন্স এপ্রোভ হয়ে থাকেন বা আবেদন করে থাকেন তবে পরবর্তী ধাপ গুলো জেনে নিন ।
আপনার এডসেন্স একাউন্ট নিয়মিত চেক করুন . যখন আপনার গুগল এ্যাডসেনস ১০ ডলার জমা হবে তখনি গুগল আপনার ঠিকানা ভেরিফাই করতে একটি কার্ড পাঠাবে যাতে একটি পিন নাম্বার দেয়া থাকবে ।এখন অটোমেটিক ভাবে আপনার গুগল এডসেন্স ড্যাশবোর্ডে একাউন্ট হোল্ড করার বার্তা প্রর্দশন করবে ,আর যদি আপনি এডসেন্স চেক পেতে চান অবশ্যই হোল্ড রিমুভ করতে হবে ।
আগেই বলেছি যখন আপনার একাউন্টে হোল্ড বার্তা দেয়া হয়েছে তখনি আপনাকে পিন নাম্বার পাঠানো হয়েছে .যা আপনি ২০ থেকে ২৮ দিনের মধ্য হাতে পাবার কথা । এবার গুগল এডসেন্সে লগইন করে হোল্ড লেখা বা মাই একাউন্ট ক্লীক করুন ও আপনার কাছে আসা পিন নাম্বাটি প্রবেশ করুন .মনে রাখবেন তিনবার ভুন পিন প্রবেশ করলে একাউন্ট ব্যানড করে দিবে ।
আমার কাছে পাঠানো প্রথম পিনটি আমি পাইনি .এজন্য আবার পিন নাম্বারের জন্য আবেদন করেছি (পর পর ৩বার পিন নাম্বারের জন্য আবেদন করতে পারবেন)যদি তিন বার আবেদন করে পিন না পান তবে আমার গুরু শাকিল আরেফিন ভাইয়ের মতে ম্যানুয়ালি করতে হবে তাহলো এডসেন্স সাপোর্ট সেন্টারে মেইল করে বলুন স্থানীয় পোষ্ট সমস্যায় আমি পিনটি পাইনি .দেখবেন ওরা আপনাকে ম্যানুয়ালি করতে মেইল পাঠিয়েছে ব্যস আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে ঐ মেইলে এটাচ করে রিপ্লাই করুন এবার পিনের কাজ শেষ। হোল্ড রিমুভ করতে আরো ২টা অপশন সম্পন্ন করতে হবে ।
আজ এপর্যন্ত আশা করি অনলাইনে আয় নিয়ে ধারাবাহিক টিউনস প্রকাশে আপনাদের অনুপ্রেরনা পাবো । গুগল এডসেন্স শেষ হলে বিডভারটাইসার নিয়ে সফল কিভাবে সফল হয়েছি তা নিয়ে আলোচনা করবো ।
সমস্যায় http://www.facebook.com/rubel24 সমাধান দিতে চেষ্টা করবো ।
পূর্ব প্রকাশঃ http://www.facebook.com/groups/Onlineearninghelpline
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
আপনার লেখা গুলি সুন্দর হচ্ছে।
আমার account নিজ নামে Australia থেকে করা। বাংলাদেশে চেক ভাঙ্গাতে কি করতে হবে। জানলাম দেশ পরিবরতন করা যাবেনা। তাহলে কি আমি payee নাম পরিবরতন করে যার মাধ্যমে এবং যার ঠিকানায় করেছি তার নাম দিএ দিব।সে আমার আত্মীয় । তার নামে চেক হলে কোন সমস্যা নেই। জানাবেন প্লিজ।