বিসমিল্লাহির রহমানির রহিম
কেমন আছেন সবাই ? দীর্ঘদিন পর আবারো একটি টিউনস নিয়ে হাজির হলাম । আমার আজকের টিউনসটি শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইনে আয় বা ইন্টারনেটে ইনকাম আছে বলে বিশ্বাস করেন না । আজ আমার অনলাইন আয়ে সফলতা প্রমান সহ আপনাদের সামনে তুলে ধরতে চাই .আসলে এটানিয়ে লেখার কোন ইচ্ছা আমার ছিলনা. কারন পরের ভালোর জন্য কিছু করতে যেয়ে যদি নিজের বিশাল ক্ষতি হয় তবে সেটা না করাই উচিত্,যা ইতিপূর্বে আমার হয়েছিল এবিষয়ে টিউনস করে । তবুও আমার গুরুর আদেশ ও ফেসবুক বন্ধুদের অনুরোধে টিউনসটি করছি .যাতে অনলাইনে আয় নিয়ে কোন ভুল ধারনা কারো না থাকে।
আমি এপর্যন্ত যত আয় করেছি চোখের ঘুম হারাম করে করেছি রাতারাতি কোটিপতি হওয়া যায় এমন সাইটে আমি কাজ করিনা ও অন্যকে কাজ করতে বারন করি ।আমার মূলতঃ
বিডভারটাইসার .গুগল এডসেন্স . সেডো ও এডব্রাইট থেকে টাকা উর্পাজনের অভিঞ্জতা রয়েছে যা আমি আপনাদের মাঝে ধারাবাহিক ভাবে শেয়ার করতে চাই ও পরামর্শ দিতে চাই ।এ ব্যাপারে এ্যাডমিন ও আপনাদের মতামত আশা করছি যদি সকলের অনুমোদন পাই তবে একদিনে নয় ধারাবাহিকভাবে বিস্তারিত লিখবো ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
Go on vai, Amra shathe achi.