ভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ

আজ একটু অন্য ধরনের পোস্ট করতে বসলাম। ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যানশিং এখন অনেক জনপ্রিও একটি কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে। অনেকে ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল ও হচ্ছে। আমারা সাধারনত, freelancing, বা odesk এ কাজ করে থাকি। আজ আমি একটি অন্য ধরনের কাজের রাস্তা দেখাতে এসেছি।

ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ পেতে হলে অনেক অভিজ্ঞ বা জানা বোঝার বেপার আছে। আমরা কতজন ই বা অত জান নে ওয়ালা। আমরা হয়ত অনেক কাজ এ পারি যা এসব ফ্রিল্যান্সিং সাইট এ কোন দাম দেয় না।

http://fiverr.com/ একটি ভিন্ন ধারার ফ্রিল্যান্সিং সাইট। এখানে আপনি আপনার পছন্দ মত কাজ অফার দেবেন। মানুষ সেটা কিনবে। আপনাকে কাজ খুজতে হবে না। আপনার কাজ বায়ার খুজে নেবে। সাইট টা একবার ভিজিট করলেই বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি ভালো গান লিখতে পারেন। আপনি সাইট টিতে পোস্ট দিলেন, "  I will write a professional lyrics for $5" আপনার এই কাজ টিও বিক্রি হয়ে যাবে সেখানে। ভিষন মজার। একবার ঘুরে দেখে আসুন। তবে সমস্যা এক্টাই সাইট টি থেকে টাকা তোলার এক মাত্র রাস্তা paypall.

এটাও কোন চিন্তার কারন না। বাংলাদেশের অনেকেই এখন paypall ইউজ করতেছে। আপনি paypallbd.com এর ও সাহায্য নিতে পারবেন টাকা তোলার বিষয়ে। বা নিজের এ একটা ভেরিফাইড paypall একাউন্ট করতে পারবেন ভি সি সি ( virtual credit card) দিয়ে। মোট কথা টাকা কামালে সে টাকা তোলার রাস্তার অভাব নাই। আপনি সাইট টা একবার ঘুরে দেখুন নিজেই সব বুঝে যাবেন। আর টাকা তোলা নিয়ে বা paypall  এর একাউন্ট নিয়ে কোন ঝামেলা হলে আমাকে জানাবেন আমি সাহায্য করব।

যাই হোক দেখেন কতদুর কি করতে পারলেন। কারও উপকার হলে আমারে মিষ্টি খাওয়ায়েন। আর যাদের কাজ এ লাগবে না তারা মনে মনে গালি দিয়েন সমস্যা নাই।

cheap shared web hosting with $75 adword coupon code

Level 0

আমি Sajib.Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো ধন্যবাদ।

আমার ও তাকা কামাইতে মুঞ্চায়………
কিন্তু আমি তো কিসসু পারি নাহ …………
আমার জন্য কুনো রাস্তা আসে নাকি ?? ………

Level 0

valo laglo.natun post er janno Thank you

শেয়ার করার জন্য ধন্যবাদ । মিনিমাম পেআউট কত ?

    আসিফ পাগলা সাব্বির ভাই মিনিমাম পে আউট 5 ডোলার

Level 0

Thank you for sharing.
Thanks.

thanks, i will best try my self, i want work.

ভাই এতো কষ্টের চেয়ে http://www.dolancer.com/ থেকে আয় করা অনেক সহজ।

Level 0

ভাই পেমেন্ট মেথড কি?

Hello bro. I need to know how to get a verified paypal account. I don’t have any verified credit card but have a payoneer card. Is it possible to use this card to verify the paypal account?

Sajib.Germany ভাই paypal থেকে টাকা তোলার পথ বলেন।আমি পারতেছি না।