ইচ্ছেটা অনেক বড় কিন্তু প্রচেষ্টাটা খুবই ছোট। অনেকদিন থেকেই মাথায় ঘুরঘুর করছিলো ইন্টারনেট থেকে আয়ের জন্য দেশীয় কিছু করা যায় কিনা, যেখানে একেবারেই নবীনরা যেন সহজেই কাজ কাজ পায় এবং টাকা উত্তোলনের জন্য সহজ কোনো পদ্ধতি ব্যবহার করেই টাকা তুলতে পারে। একই সাথে যারা কাজ দিবেন তারাও যেন সম্ভাব্য সকল মাধ্যমে নিজ একাউন্টে টাকা জমা করে সহজেই ওয়ার্কারদের টাকা দিতে পারেন। সর্বপরি সাইটটি বাংলাভাষায় হলে প্রত্যেকের জন্যই সুবিধা হয়। এসকল বিষয় মাথায় রেখেই চালু করা হলো দেশীওয়ার্কারডটকম(http://www.deshiworker.com)।
বর্তমানে সাইটটি বেটা ভার্সনে রয়েছে। ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে সাইটটি আরো গ্রহনযোগ্য করে তোলার জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকলো। সাইটটির সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হলো।
নাম: দেশী ওয়ার্কার ডট কম
লিংক: http://www.deshiworker.com
ভার্সন: বেটা
ভাষা: বাংলা-ইংরেজী
নিবন্ধন ফী: ফ্রী
ব্যবহৃত মুদ্রা: টাকা
অর্থ জমাদানের মাধ্যম: পেপ্যাল, এলার্টপে, ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড। (আগামীতে আরো মাধ্যম সংযুক্ত করার ইচ্ছে রয়েছে)।
অর্থ উত্তোলনের মাধ্যম: ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড।
সর্ব নিম্ন অর্থ উত্তোলনের পরিমান: ১০০ টাকা।
আপনাদের মতামত চাচ্ছি.... আশা করি হতাশ করবেন না।
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sorry boss. couldn't even registered! give the details but no response in mail. think as spam..