অনলাইনে আয় করা টাকা নিয়ে আসুন মোবাইলে

বেশ কিছু দিন হয়ে গেলো আবার পোস্ট করছি কিছু। আমাদের মধ্যে অনেকেই অনলাইনে টুকটাক কাজ করি তারপর ঝামেলায় পরি টাকা দেশে আনতে গিয়ে। যারা অনেক ডলার আয় করতে পারেন তাদের সমস্যা হয় না। তারা ব্যাংক বা ডেবিট কার্ডের মাধ্যমে তা করে থাকেন। কিন্তু যারা সামান্য আয় করেন যা দিয়ে হয়ত টাকার ট্রান্সফারের ফি-ই উঠবে না ! তারা সহজেই অল্প খরচে নিজস্ব ফোনে (মোবাইল) টাকা আনতে পারেন। আর এতে মোবাইলে নেট চালালে সেটার বিল সহজেই পরিশোধ করতে পারেন।

আমি আজকে এরকম ২ টা সাইট নিয়ে লিখব যারা এক্ষেত্রে এরকম সেবা দেয় ।এর আগে প্রথমে পেপাল-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আশ্চর্য হবার কিছু নাই বাংলাদেশে এখনো ইনার আগমন ঘটে নাই। অস্ট্রেলিয়ার কোন অ্যড্রেস গুগুলে সার্চ দিয়ে পোস্টাল কোড বা সেখানকার কোন নাম্বার ইউস করতে পারেন। ভেরীফাই করার কোন দরকার নাই। শুধু কোন রকমে একটা অ্যকাউন্ট খুলেন। আর অনেকেই বলেন পেপেল আই পি চেক করে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আমার ৭ মাসের মত হল কোন সমস্যা হয় নাই। তাও সাবধান থাকা ভাল।

১) flexiload.com

এখানে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। শুধুমাত্র বাংলালিঙ্কে সর্বচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে।
নীচে ছবি দিয়ে দিলাম কত ডলারে টাকা পাঠানো যাবে তা দেখার জন্য।
আর বলে রাখি এ সাইটের রেট তুলনামূলক বেশি হওয়ায় আমি এ সাইট থেকে টাকা পাঠাই না। আপনারা নিচের সাইটের সাথে তুলনা করলেই তা বুঝতে পারবেন আশা করি

ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন

2) remit2cell.com

তুলনামূলক কম খরচে টাকা পাঠানো যায় তাই এটা আমি পছন্দ করি। সর্বনিম্ন ১০০ (১.৯৮ ডলার) টাকা থেকে ২,০০০ (৩৩.৫০ ডলার) টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। প্রথমে Remit2Cell এ যান ।

তারপর টাকার পরিমাণ নির্বাচন করুন।

তারপরের পেজে মোবাইল নাম্বার দিয়ে Add to Cart ক্লিক করুন ।

এরপর Proceed to checkout নামের হলুদ বাটনে ক্লিক করুন

এখন আপনি রি-ডিরেক্টেড হয়ে পেপাল এর পেজে চলে আসছেন। তো লগ-ইন করুন পেপাল এ ব্যবহার করা ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে।

পরের পেজটিতে নীচের দিকে Pay Now বাটন টিতে ক্লিক করুন।

পরের পেজ-এ আপনাকে নিশ্চিত করা হবে ট্রাঞ্জাকশানের ব্যাপারে। কাজ শেষ এখন অপেক্ষা করতে হবে। আপনি রাতে পাঠালে সকালে টাকা মোবাইলে পেয়ে যাবেন। আর সকালে পাঠালা অল্প সময়ের মধ্যেই তা পাবেন। । আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম । সবাইকে ধন্যবাদ লেখা কষ্ট করে পড়ার জন্য। আর লেখাতে কোন ভুল থাকলে জানাবেন। ঠিক করে দিব।

বিঃ দ্রঃ লেখাটি আমার ব্লগ Mahmudul19 এ পূর্বে প্রকাশিত।এরপর পর্যায়ক্রমে তা অন্যান্য ব্লগ ও ফোরামে পোস্ট করা হল। আর আমার লেখার মূল লিঙ্ক এবং আমার নাম ছাড়া লেখা কপি পেস্ট করলে আমি রাগ করতে পারি।

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

va i paypal a to account kholte parte si na>>>>>Credit Card Numbere ki debo…………

    Australia এর কোন অ্যাড্রেস দিয়ে করেন।আর ফ্রী টা খুলবেন।

acha Vaiya,paypal theke to mobile a taka anlam,but then mobile theke ki sai taka uthaitay parbo??naki oi taka mobile a kotha bolay e sas kortay hobay?

    কথা বলেই শেষ করতে হবে মোবাইলে নেট চালালে সেটার বিল দিতে পারবেন।

    উদ্ভট প্রশ্ন!!!

জানা ছিল, তার পরও শেয়ার করার জন্য ধন্যবাদ

    জানার পরেও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১০০ টাকার জন্য ১.৯৮ ডলার দিবেন? এর চেয়ে আমার একাউন্টে দিয়ে আমাকে একটা কল দিবেন, আমি রিচার্জ করে দিব। প্রতি ডলার ৬৭ টাকা দিব।

    ভাই তার আগে এখানে একটা mail কইরেন। এরা ভালো আমি এভাবেই টাকা আনি। রেট ওন্য কারও (৬৭) চেয়ে বেশি পাবেন।
    [email protected]

    সবার কাছে এই সাইটের সুনাম আছে টাকা পাঠানোর নিশ্চয়তা নিয়ে। আর পেপাল ডলার ৮০ করে কিনে এমন মানুষও পাওয়া যায়। কিন্তু তাতে ঠকার সম্ভাবনা আছে। এই টিটিতেই বেশ কয়েকটা ঠক এর ঘটনা ঘটেছে।

    vai, amar alart pay accunt a kisu $ ase. Grameen Phone/Robi te ki lode deta parben. 65 tk kore delai hobe.

    sazid vai, call koren amay. 01615242516
    or google talk: [email protected] (12am to 2am at gtalk)

জারা জাদের পেপল একাউন্ট আছে কিন্তু ডলার নেই তারা ডলার ইঙ্কাম করার জন্য এই সাইটে কাজ করতে পারেন>>>>>http://www.dellbux.com/?ref=tangil

জারা জাদের পেপল একাউন্ট আছে কিন্তু ডলার নেই তারা ডলার ইঙ্কাম করার জন্য এই সাইটে কাজ করতে পারেন>>>>> http://www.dellbux.com/?ref=tangil

    কাজ টা কি ঠিক করলেন?

    ভাই এই ভদ্রলোকের একতাই সমস্যা !! সব জায়গায় রেফারেল টা দেয়!! কি করা যায় বলেন তো??

    বললেই তো মনে হয় কাজ হয়।

Level 0

আমি ফ্লেক্সিলোড থেকে টাকা উঠাইসি।কারন আমার Paypal Account আছে।টাকা তো আর দেশে আনতে পারিনা।তাই মোবাইল এ রিচার্জ করি।

ধন্যবাদ।

Level 0

আমি ফ্লেক্সিলোড থেকে টাকা উঠাইসি।কারন আমার Paypal Account আছে।টাকা তো আর দেশে আনতে পারিনা।তাই মোবাইল এ রিচার্জ করি।

'ধন্যবাদ।'

    ফ্লেক্সিলোড.কম থেকে? ওদের রেট তুলনামূলক বেশী। তাই আমি ওইটা থেকে পাঠাই না।ধন্যবাদ।

    Level 0

    সরি।remit2cell এ।

    ঠিক আছে।

Mahmudul vai amar akta india er paypal account ase seta die ki hobe? Please . .

Level 0

ধন্যবাদ ভাই।আমার সমস্যা এলার্টপে নিয়ে……আমি ১টী বাক্স সাইট এ কাজ করছি।আমার পারসোনাল কোন ব্যাংক আকাউন্ট বা ক্রেডিট কার্ড নেই।তবে বাবার আছে।আমি আলার্টপে থেকে কীভাবে টাকা হাতে পাব????প্লিজ জানাবেন[email protected]

    বাক্স সাইট এ কাজ করেছেন? আগে পেমেন্ট পান কিনা দেখেন।পরে মেইলে যোগাযোগ হবে।
    [email protected]

Level 0

ami akta thaka aj paisi….2$ oyta alertpay ta asca….amr referral nai…via apnar elite site ar link gula dila opokrito hoitam….jodi site gular nam dan valo hoy….

Level 0

amake pay pal e account khulte help koren please.

Level 0

আমি বলছি যে আমাকে যদি real income source link গুলো দিতেন তাহোলে উপকার হত ।

ভাই অস্ট্রেলিয়ার পে-পাল একাউন্ট খুলতে পারছিনা।প্লিজ হেল্প করেন। ফোন নাম্বার , street address ,city address/post code দিতে পারছিনা। কি করব?

হাছান ভাইয়া, paypal থেকে bKash এ আনার কোন ব্যবস্থা নাই। থাকলে দয়া করে জানাবেন।