সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। যারা আউটসোর্সিং এর কাজ করেন তাদের জন্য জনপ্রিয় একটি আউটসোর্সিং হল Forex। তবে না জেনে শুনে এখানে টাকা Invest করা ঠিক হবে না। এঁটা অনেক Risky। ভালভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে। তার সাথে ব্যবহার করতে হবে সহজবোধ্য, জনপ্রিয় কিছু ইন্ডিকেটর। ইন্ডিকেটর Meta Trader Platform এর সাথে দেওয়া থাকে। তা আপনি ব্যবহার করতে পারেন। আবার কিছু ভাল ভাল ইন্ডিকেটর আছে এগুলো কিনে নিতে হয়। নিচে কিছু ইন্ডিকেটর এর নাম ও দাম দেওয়া হল:
আরো কয়েকটি ইন্ডিকেটর হল:
এদের মধ্যে কিছু কিছু ইন্ডিকেটর আছে যা ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যায়। তাদের মধ্যে একটি হল Free Scalping ইন্ডিকেটর। আজ এটি নিয়ে আলোচনা করব।
Free Scalping ইন্ডিকেটর টির ব্যবহার অনেক সহজ। ডাউনলোড করে EX4 ইন্ডিকেটর টি কপি করে আপনি যে Meta Trader Platform ব্যবহার করেন তা C ড্রাইভ থেকে Open করুন, এবং নিম্মক্ত উপায়ে past করুন।
যদি আপনি FXDD ব্রোকার ব্যবহার করেন, তাহলে হবে
C:\Program Files\FXDD – MetaTrader 4\expert\Indicator\
যদি আপনি InstaTrader ব্রোকার ব্যবহার করেন, তাহলে হবে
C:\Program Files\InstaTrader\experts\indicators
এটিতে Past করে দিন। ব্যস হয়ে গেল।
এখন Meta Trader Platform টি Open করুন
Insert এ ক্লিক করে Indicator এ ক্লিক করুন
তারপর Custom ক্লিক করুন সেখানে দেখেন Free Scalping টি চলে এসেছে। এটাতে ক্লিক করুন।
সব যেরকম আছে সেই রকম থাকবে। তারপর OK ক্লিক করলে দেখবেন আপনার Meta Trader Platform এ এটি চলে এসেছে।
কিভাবে ব্যবহার করবেন:
এটা 1M, 5M, 15M Time Frame এ ব্যবহার করা যায়।
যখন দেখবেন Free Scalping ইন্ডিকেটর টি লাল থেকে হলুদে পরিবর্তন হচ্ছে তখন কিনবেন। (ZERO Line Crosses)
আবার যখন দেখবেন হলুদ থেকে লাল এ পরিবর্তন হচ্ছে তখন বিক্রি করবেন। (ZERO Line Crosses)
বি:দ্র : প্রত্যেক Trade এ Stop Loss অবশ্যই দিবেন |
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?xkwi65c8xb5kiv4
এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করে দিবেন। Comment করতে ভুলবেন না। ভাল সারা পেলে এরকম আর লেখা উপহার দিতে চেষ্টা করব।
আমি এলোমেলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
IT সম্পর্কে জানতে চাই!!!!
vaiya im fully unknown about forex…can you tell me what is this?what tipe of business it is?and how can i start it?