Forex এ যারা কাজ করতে চান তাদের জন্য। না দেখলে মিস করবেন।

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। যারা আউটসোর্সিং এর কাজ  করেন তাদের জন্য জনপ্রিয় একটি আউটসোর্সিং হল Forex। তবে না জেনে শুনে এখানে টাকা Invest করা ঠিক হবে না। এঁটা অনেক Risky। ভালভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে। তার সাথে ব্যবহার করতে হবে সহজবোধ্য, জনপ্রিয় কিছু ইন্ডিকেটর।  ইন্ডিকেটর Meta Trader Platform এর সাথে দেওয়া থাকে। তা আপনি ব্যবহার করতে পারেন। আবার কিছু ভাল ভাল ইন্ডিকেটর আছে এগুলো কিনে নিতে হয়। নিচে কিছু ইন্ডিকেটর এর নাম ও দাম দেওয়া হল:

  1. Forex Automoney       - $4.95
  2. Forex Killer                    -$89.00
  3. Forex Ambush              -$195.00
  4. Forex Autopilot           -$99.50

আরো কয়েকটি ইন্ডিকেটর হল:

  1. Forex Trading Machine
  2. Russian
  3. Renko
  4. Nontagdot

এদের মধ্যে কিছু কিছু ইন্ডিকেটর আছে যা ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যায়। তাদের মধ্যে একটি হল Free Scalping  ইন্ডিকেটর। আজ এটি নিয়ে আলোচনা করব।

Free Scalping ইন্ডিকেটর টির ব্যবহার অনেক সহজ। ডাউনলোড করে  EX4 ইন্ডিকেটর টি কপি করে আপনি যে Meta Trader Platform ব্যবহার করেন তা C ড্রাইভ থেকে Open করুন, এবং নিম্মক্ত উপায়ে past করুন।

যদি আপনি FXDD ব্রোকার ব্যবহার করেন, তাহলে হবে

C:\Program Files\FXDD – MetaTrader 4\expert\Indicator\

যদি আপনি InstaTrader ব্রোকার ব্যবহার করেন, তাহলে হবে

C:\Program Files\InstaTrader\experts\indicators

এটিতে Past করে দিন। ব্যস হয়ে গেল।

এখন  Meta Trader Platform টি Open করুন

Insert এ ক্লিক করে Indicator এ ক্লিক করুন

তারপর Custom ক্লিক করুন সেখানে দেখেন Free Scalping টি চলে এসেছে। এটাতে ক্লিক করুন।

সব যেরকম আছে সেই রকম থাকবে। তারপর OK ক্লিক করলে দেখবেন আপনার Meta Trader Platform এ এটি চলে এসেছে।

কিভাবে ব্যবহার করবেন:

এটা 1M, 5M, 15M Time Frame এ ব্যবহার করা যায়।

যখন দেখবেন Free Scalping  ইন্ডিকেটর টি লাল থেকে হলুদে পরিবর্তন হচ্ছে তখন কিনবেন।  (ZERO Line Crosses)

আবার যখন দেখবেন হলুদ থেকে লাল এ পরিবর্তন হচ্ছে তখন বিক্রি করবেন।  (ZERO Line Crosses)

বি:দ্র : প্রত্যেক Trade এ Stop Loss অবশ্যই দিবেন |

ডাউনলোড লিংক  http://www.mediafire.com/?xkwi65c8xb5kiv4

 এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করে দিবেন।  Comment করতে ভুলবেন না। ভাল সারা পেলে এরকম আর লেখা উপহার দিতে চেষ্টা করব।

Level New

আমি এলোমেলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT সম্পর্কে জানতে চাই!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya im fully unknown about forex…can you tell me what is this?what tipe of business it is?and how can i start it?

    এটা অনেকটা শেয়ার বাজার এর মত। আপনি বিভিন্ন web site থেকে এটা সম্পর্কে জানতে পারেন এবং শিখতে পারেন যেমন http://www.etoro.com/ অথবা http://www.babypips.com/ এ রকম আরো আছে google তে search করে পেতে পারেন

    http://bdpips.com/school

    আপনি এখান থেকে ফরেক্সের বেসিক সবকিছুই শিখতে পারবেন।
    ধন্যবাদ।

Level 0

does the indicator work as a MACD indicator's histogram?

    হ্যাঁ। কিন্তু free scalping Indicator টা আরো ভালো ।

Level 0

বস, একটু খুলে বলুননা Please.

টেকটিউনস এ আপনাকে স্বাগতম।
আসলেই খুব ভালো ভাবে না জানলে আমি বলব এখানে যাওয়া উচিৎ নয়।
হ্যা এখান থেকে চরম আর্ন করা যায় কিন্তু ব্যাপার গুলো ত বুঝতে হবে।
ভালো হচ্ছে লিখে যান। ধন্যবাদ আপনাকে।
আর রইলো পরবর্তী টিউনের শুভকামনা।

    সহমত। আসলে এটা অনেক রিক্সি। লাভ যেমন আছে, না জেনে করলে তেমন লস আছে। ধন্যবাদ।

Level 0

I want to learn Forex trade Fully. So i learn it from beginning in practical. Any person give teach this call me. 01711959958.

Level 0

এটা নিয়ে বিস্তারিত লিখুন।তাহলে আরো জানতে পারবো।

    সামনে আরো লিখব ইনসাল্লাহ। ধন্যবাদ।
    আপনার লেখাগুলো খুব ভাল হয়। আপনাদের লেখা পড়েই আমার লেখার আগ্রহ জন্মেছে।

    Level 0

    Same Opinion

Level 0

For Know Forex visit these page..http://www.babypips.com/, http://bdpips.com/school/

ভাই এ ব্যাপারে আরও বিস্তারিত লিখলে ভাল হতো, যেমন কিভাবে এবং কোথায় একাউন্ট খুলতে হবে। মিনিমাম কত টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। তারপর কিভাবে প্রথমে ভারচুয়ালি ট্রেড প্রাকটিস করে পর সত্যিকারের ট্রেড করা যায়। আমি নিজেও এ ব্যাপার গুলো জানতে চাই , জানালে উপকৃত হবো।

ভালো টিউন। পরবর্তীতে আরও এরকম টিউনের প্রত্যাশায় রইলাম ভাইয়া।

Level 2

আমার মতে free indicator এর মধ্যে heikhen achi সবচেয়ে ভাল ।indicator নিয়ে টিউন করার আগে forex এর বেসিক নিয়ে টিউন করা উচিত ছিল ।forex বিষয়ে নতুনরা জানতে call করুন এই number a 01675034675

    যারা ফরেক্স নিয়ে কাজ করে বা কিছু যানে টিউনটা মূলত তাদের জন্য।

এলোমেলো ভাই!! ভাল হয়েছে! তবে ইনভেস্ট করার টাকা নাই!! 🙁

    ভাই, আগে এটা ভাল করে বুঝেন তারপর ডেমোতে কাজ করেন। পরে যখন দেখবেন ভাল করতে পারতেছেন তখন কম ডলার দিয়ে শুরু করেন।

Level 0

দারুন হয়েছে। ইন্ডিকেটর অনেক সময় ফলস সিগন্যালও দেয় বেপারটি মাথায় রাখতে হবে। আর এজন্য যে কোন ইন্ডেকেটর কিছুদিন ডোমতো ব্যাবহার করেই রিয়েল একাইন্টে ব্যাবহার করতে হয়।
নিয়মিত লিখবেন আশা রাখি
ধন্যবাদ।

    ধন্যবাদ।

    বুলবুল ভাই কি ফরেক্স-এও নেমে পরছেন নাকি?? আপনি পিটিসি, মাইক্রোওয়ার্কিং, এস্টেরিয়া এইসব হাবিজাবি করেই যত টাকা কামাই করছেন, ফরেক্স ঠিকমত ধরতে পারলে তো মিয়া কয় দিনেই বিল গেটসরে ছাড়ায়া যাবেন। এত টাকা রাখবেন কই?

    @এলোমেলো ভাই, ফরেক্স নিয়ে একটা চেইন টিউন করার অনুরোধ রইলো। একদম বেসিক থেকে। কারো একজনের শুরু করা দরকার। মানুষ বিভ্রান্ত কম হবে। এখন প্রায়ই দেখি ফরেক্স শেখানোর নাম করে বিভিন্ন জায়গায় মানুষ ঠকানোর নতুন ফন্দি আটা শুরু হয়েছে। একটা চেইন টিউন থাকলে মানুষ কম ধোকাবাজির শিকার হত।

    আশা করি ফরেক্স এর উপর টিউন দেখেই মডারেটর ডিলেট করে দিবে না। ধন্যবাদ।

    Level 0

    হ্যা নিবিড় ভাই সব বাদ দিয়ে শেষ মুহুর্তে ফরেক্সেই নেমে পড়লাম দেখা যাক কি হয়। 🙂

Level 0

Assalamu Alaikum.Bhaijan software er direct link den pls.

Level 0

ফরেক্স সম্পর্কে বিস্তারিত লেখা আশা করছি। তবে এই পোষ্টটির জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।

    ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিডিপিপস.কম দেখতে পারেন। প্রতিদিনের আপডেটেড পোস্ট এবং মার্কেট ইনফো পাবেন।

    ————————————————————
    বাংলাদেশের সর্বপ্রথম ফরেক্স কমিউনিটিঃ http://bdpips.com

অতিশীগ্রই পাবেন।
ধন্যবাদ।

Level 0

apner moto ameo tuktak FOREX nea gata gate kore…….onk din takai asa korchilm TT te kono expert FOREX nea bistarito alochona koruk…apner uddog asolai darun….donnobad….kintu amr shb che pochonder indicator MACD…..

Apnake donnobad……

    ধন্যবাদ। যার যে ইন্ডিকেটর পছন্দ তা ব্যবহার করা ভাল। ইন্ডিকেটর না বুঝে কাজ করলে লস হতে পারে। অবশ্যই সবাই নিজস্ব পছন্দনীয় ইন্ডিকেটর ব্যবহার করবেন।

    টেকটিউনসে ফরেক্স নিয়ে আমি ৩টি টিউন করেছিলাম।
    অজানা কারনবশত টিটি আমার ৩টি টিউনই পেন্ডিং করে দিয়েছে।
    হয়ত টিটি ফরেক্স সংক্রান্ত টিউন সমর্থন করে না।
    কিন্তু আপনারা চাইলে আমি আরো টিউন করতে পারি।
    ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে http://bdpips.com সাইটটি দেখতে পারেন।
    বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র ফরেক্স কমিউনিটি।

Level 0

Bai apnara kaw forex koiren na………… Maximum forex broker house False or scam………. Taka maira dai…. Jara forex shikhabe tara kaw real trade kore na…. Demo Trade kore………. Karon Taka Pathano bangladesh theke jai na……. Amader Central bank nished kore dise………… Kichu Faltu lok online a ai korun bole training center khule Taka kamachee………… Apnara Vul Korben Na…………

    ধনি ভাই, আপনি কি ফরেক্স এ কাজ করছেন কখনও? আমি এবং আমার বস গত ২ বছর real এ কাজ করছি। কোনো ব্রোকার আমাদের টাকা মারে নাই এবং প্রতি মাসে ভাল ১টা profit পাচ্ছি। না জেনে ভুয়া তথ্য দিবেন না।
    টাকা পাঠানো যায় না এটা ঠিক তবে টাকা পাঠানোর কিছু system আছে। অথবা দেশের বাইরে গিয়েও জমা দিয়ে আসতে পারেন।

    বাংলাদেশের ১০০০+ মানুষ ফরেক্স ট্রেডিং করছে। কার টাকা কোন ব্রোকার মেরে দিয়েছে?
    অনেকে ভুয়া ট্রেনিং করায়। আপনারা না বুঝে করেন কেন?
    ফরেক্স অনলাইনেই সেখা যায়। এবং ১-২ সপ্তাহে শেখা যায় না।
    এর জন্য ধারাবাহিক ভাবে অ্যানালাইসিস করতে হয়।
    $১০০ থেকে $১০০০ বানানোর স্বপ্ন আপনাদের দেখায় এবং আপনারাও দেখেন।
    আর লস খেলে বলেন ফরেক্স ভুয়া।

    বাংলাদেশ সরকার টাকা পাঠানো সাপোর্ট করে না।
    কিন্তু অনলাইন থেকে যারা ডলার আয় করে, তাদের ডলার আবার অনলাইনে ইনভেস্ট করলে কারও কিছু বলার নেই।
    বাংলাদেশের কারও কাছ থেকে লিবার্টি রিসার্ভ, অ্যালার্ট-পে ইত্যাদি কিনলেও সেই টাকা দেশে থেকে যাচ্ছে।
    সুতরাং মানি লন্ডারিং হবার কোন সুযোগ নেই।

    ————————————————————
    বাংলাদেশের সর্বপ্রথম ফরেক্স কমিউনিটিঃ http://bdpips.com

Level 0

Forex Signal charge 83 % save http://liteforexworld.com/news/analytics/86 ata kamon kaj kore ?

Level 0

http://www.outsourcingbd.com থেকে ফরেক্স ট্রেডে সফলতা পাবার উপায় জানতে পারবেন।

Level 0

TNKZ VIA……R KICUER OPPEKAI ROYLAM

Level New

অনেক দিন ডেমোতে ট্রেড করার পর ১০০ ডলার দিয়ে রিয়েল ট্রেড সুরু করলাম সামান্য লাভ ও করাচি ……।দেখা যাক কপালে কি আছে ।।সবাই আমার জন্য একটু দয়া করবেন …

Level 0

ভাই একটা নতুন লিংক দেন, এটা কাজ করে না,

Level 0

Tanvir vai, auto robot use er ki kono experience ache apner. is it really help full for trading. janale khub upokrito hotam.

auto robot এর জন্য বাংলাদেশ এর pips cut use করতে পারেন। এটা ভাল কাজ করে। ০১৭১৭১৮৬৮৩১ নাম্বার এ কল করতে পারেন @masum

ভালো লাগলো।

Level 0

valo kono strategy ba indicator share koran

Level 0

is there any forex news site in bangla, which will hepl for forex news trade?