বাংলাদেশ সরকার ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন কিন্তু আমরা ১ বছর যেতে না যেতেই সবাই ডিজিটাল ভাবে টাকা উপার্জনের জন্য উঠে পড়ে লেগেছি। এখন বলতে গেলে সবার কাছেই শুনি যে অনলাইন থেকে টাকা উপার্জন করতেছে। আমি যখন শুরু করি সেই ২০০৭ সালে তখন সবাই আমাকে ভয় দেখাত যে এগুলো সব ভুয়া। আমি নিজেও সিওর ছিলাম না। আমার কথা বাদ দেই, কিছুদিন আগেও অনলাইন বাজারটা ভালো ছিল মানে সবাই কাজ করার চিন্তা করত। কিন্তু এখন কেন জানি কাজ না করে কিভাবে সহজে টাকা উপার্জন করা যায় সেটা নিয়ে মাতামাতি চলছে। এতে করে বেশিরভাগই প্রতারিত হচ্ছে। এটাই স্বাভাবিক। কয়েকমাস আগে আমি আমার এক বন্ধুর সাথে গল্প করতেছিলাম তো আরেকজন সেখানে উপস্থিত হল এবং শুরু করল তার কাহিনী, যে সে নাকি কিছু না করেই মানে একটা নতুন ট্যাব খুলে রাখে সারাদিন আর এতে করে সেখানে ২-৩ মিনিট পর পর এড পরিবর্তন হয় এভাবে ৩ দিনে তার ইনকাম হল ১ লক্ষ্য ৬২ হাজার ডলার !!! ওর ১৪ গুস্টি বসে খেতে পারবে...। কিন্তু এটাও বলে যে টাকা গুলো উঠানোর সময় পেপাল চায় !!! যাই হোক আমি আর কিছু বললাম না।
সে রকম এখন কিছুদিন থেকে স্পিকএশিয়া, ক্লাব-এস্টেরিয়া এবং এখন লেটেস্ট সাইট টকের নাম শুনতেছি। আসলে আমরা কেন জানি বুঝেও না বুঝার ভান করতেছি। ওদের বাড়ানো ফাদে পা দিচ্ছি সহজেই, ওরা কেন এশিয়ার এই গরীব দেশ বাংলাদেশকে বেছে নিচ্ছে ব্যবসার জন্য ??? আমাদেরকে ৩ মাসে বড়লোক করার জন্য ??? হতেই পারে না। এর বড় একটা কারন সরকরের সদিচ্ছার অভাব। আমরা তথ্য ভালো মত পাই না, নেটের বিল অনেক বেশি তাই ব্যবহার করিনা। আমরা সচেতন হই এটা মনে হয় কোন সরকারই চায় না।
শুনলাম স্পিকএশিয়া নাকি বংলাদেশ থেকে উঠে গেছে, জানিনা কতটুকু সত্য। যদি যায় তাহলে বলব এটাই ওদের পলিসি, ওরা যাবার জন্যই এসেছে মাঝ খানে কত টাকা নিয়ে যাচ্ছে তার একটা নমুনা হিসেব দেই। একবার ভেবে দেখুন তো......।
মনে করুন সাইট টক নতুন এসেছে বাংলাদেশ এবং এসেই এরা অফার দিল এখানে কাজ করলে তারা টাকা দিবে সাথে ফেসবুকের উপর নির্ভরশীলতা কমাবে। যা এখন ওদের জন্য কল্পনার বাইরে ফেসবুকের সাথে টেক্কা দেওয়া। তাই ওরা টাকা দেবার অফার দিল। ধরলাম ওরা ১০০০ একাউন্ট নিয়ে তাদের যাত্রা শুরু করল। ওদের পলিসি হল আপনাকে একটা মেম্বারশীপ নিতে হবে যার জন্য খরচ হবে ১৪৯ ইউরো যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ২শত টাকা।তবে এরা ফ্রি একাউন্ট দেরও টাকা দিচ্ছে তবে এমএলএমের মত দুপাশে ১০০০ একাউন্ট থাকতে হবে। এখন আসি আসল কথায়।
প্রাথমিক হিসাবঃ
১৪৯ ইউরো * ১০৮ টাকা=১৬২০০ টাকা,
১৬২০০ টাকা * ১০০০(একাউন্ট) = ১,৬২,০০,০০০(১কোটি ৬২ লাখ টাকা)
এখন ধরলাম তাদের শর্ত অনুযায়ী মানে ওরা নাকি প্রতি সপ্তাহে ৫০০০ টাকা করে দেবে। ধরলাম দিল এবার তাহলে ১ সপ্তাহ পরে তাদের ব্যালেন্সটা একটু দেখ...
৫০০০ * ১০০০= ৫০,০০,০০০(৫০ লাখ টাকা) =
১ সপ্তাহ পরে তাদের টাকা হবে,
১,৬২,০০,০০০(১কোটি ৬২ লাখ টাকা) - ৫০,০০,০০০(৫০ লাখ টাকা) = ১,১২,০০,০০০(১ কোটি ১২ লাখ টাকা)
এই টাকা দিয়ে তারা তাদের সদস্যদের আরো ২.২৪ সপ্তাহ চালাতে পারবে। এখন এক সপ্তাহে যদি আমি ৫০০০ টাকা পাই এবং তা যদি আমার কাছের বন্ধুদের ৩০ জনকে জানাই তারা আবার ১০০ জনকে জানাবে তাহলে এই ১৩০ জন থেকে মিনিমাম ২০-৩০ জন তো সাইন আপ করবেই। আচ্ছা ধরলাম ১০ জন করল তাহলে প্রতিটা একাউন্টে যদি ১০ জন করে নতুন ঢোকে তাহলে পরের সপ্তাহে তাদের সদস্য কত দাঁড়ায়?
১,০০০*১০=১,০০০০( দশ হাজার)
১০,০০০*১০৮*১৪৯=১৬,০৯,২০,০০০(১৬ কোটি ৯ লক্ষ্য ২০ হাজার টাকা)
তাদেরকে দিতে হবে ১০ হাজার সদস্যকে,
৫০০০*১০,০০০=৫,০০,০০,০০০(৫ কোটি টাকা)
এখন পরের সপ্তাহে তাদের ব্যালেন্স দাঁড়াবে,
১৬,০৯,২০,০০০(১৬ কোটি ৯২ লাখ টাকা - ৫,০০,০০,০০০(৫ কোটি টাকা) =১১,০৯,২০,০০০(১১ কোটি ৯ লক্ষ্য ২০ হাজার টাকা)
এভাবে বাড়তে থাকবে তাদের টাকা, এখন মনে করলাম তাদের বাংলাদেশ থেকে ১০০০ কোটি টাকা নিয়ে যাবার প্ল্যান নিয়ে এসেছে। এবং তা পূরন করতে লাগবে ১ বছর। এখন আপনারা চিন্তা করে দেখুন ওরা এত টাকা কোথা থেকে পাচ্ছে? ওদের টাকার কোন গাছ নেই। আছে মাথা যা আমাদের থেকেও নেই। আমরা কেন বুঝতেছি না আমাদের টাকা নিয়ে আমাদেরকেই ওরা লোভ দেখাচ্ছে!!! আশা করি আপনারা একটু হলেও সচেতন হবেন।
আমি অঙ্কে কাচা, তাই হিসাবে ভুল হলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন।
বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। অনেক আগেই এটি প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু আজকে দেখলাম ড্রাফটসে পড়ে আছে।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
কিন্তু টাকা হাতে আসবে কিভাবে?