Picoworkers – সম্পূর্ণ টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন?  আজকে আমি আপনাদের সাথে অনলাইন থেকে ইনকাম করা চমৎকার একটা সাইট শেয়ার করব। সাধারণ অনলাইন থেকে ইনকাম এর যেসব সাইট শেয়ার করে থাকি ওগুলো থেকে এটা একটু আলাদা। আজকে যে সাইট টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে picoworkers. এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ব্যাবহৃত এবং এক্টিব মাইক্রো জব সাইট।

এটা হচ্ছে একটা মাইক্রো জব সাইট। অনলাইন এ এরকম অনেক সাইট আছে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি মার্কেট এ আছে picoworkers.এখানে প্রচুর কাজ পাওয়া যায়। আপনি প্রতিদিন এখানে ভালো ইনকাম করতে পারবেন। এই সাইট এ আপনি কাজ দিয়ে ও প্রচুর ইনকাম করতে পারবেন। আমি পর্যায়ক্রমে সবগুলো নিয়ে আলোচনা করব।

সাইট লিংকঃ- https://picoworkers.com/

লিংক এ ক্লিক করলে সরাসরি আপনাকে সাইট এ নিয়ে যাবে। আপনি উপরে ৩ ডড আইকন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন। সেখানে রেজিষ্ট্রেশন এ ক্লিক করবেন। তারপর সবগুলো ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা জিমেইলে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে। লিংকে ক্লিক করার পর আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

picoworkers

প্রথম এ বলি রেফার ইনকাম এর কথা। এখানে আপনি আপনার রেফার লিংক পাবেন। লিংটি কপি করে শেয়ার করবেন। যতজন আপনার লিংক এ ক্লিক করে একাউন্ট করবে তাদের ইনকাম এর ৫% পেয়ে যাবেন একদম ফ্রি। আপনি যদি এখানে বেশি করে ইনকাম করতে পারেন তাহলে কাজ না করলেও ভালো ইনকাম হয়ে যাবে।

এখন আসি মূল ইনকাম এর কথায়। এখানে আপনি অনেক কাজ পাবেন। প্রতিটি কাজ কিভাবে করতে হবে তার বিস্তারিত বলা থাকবে। কাজ করার পর আপনাকে কি কি প্রমাণ দিতে হবে সেগুলো ও বলা থাকবে। আপনি কাজ করে প্রমাণ সাবমিট করবেন। সাবমিট করার পর যে কাজ টিউন করছে সে আপনাকে পেমেন্ট করে দিবে। সব পেমেন্ট আপনার একাউন্ট এ জমা হবে। পাঁচ ডলার এর কিছু বেশি হলে পেমেন্ট আপনি হাতে নিতে পারবেন। আপনি যদি কাজ না করেন বা ভুল কাজ করেন তাহলে যে কাজ এর টিউন করবে সে আপনাকে পেমেন্ট করবে না। তাই আপনি একটু সঠিক ভাবে কাজ করবেন।

কাজ দিয়ে বলতে আপনি জব টিউন করে ইনকাম করতে পারবেন। মনে করেন একটা সাইট এ প্রতি রেফার এর জন্য ১ ডলার করে দেয়। আপনি এখন টিউন করবেন যদি কেউ এই লিংক এ একাউন্ট করে তাহলে আপনি তাদের ০.১০ ডলার করে দিবেন। এভাবে আপনি এখানে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখানে যে ইনকাম করবেন এগুলো দিয়ে ও জব টিউন করতে পারবেন। এভাবে আপনি যেকোনো সাইট এর রেফার নিয়ে নিতে পারবেন। আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল এ ভিজিটর নিয়ে নিতে পারবেন। আপনি এড ক্লিক ও নিতে পারবেন আপনার ওয়েবসাইট এর এডে।

এখানে কাজ করার ক্ষেএে আপনি কখনো একটা মোবাইল দিয়ে একাধিক আইডি করবেন না। তাহলে যেকোনো মূহুর্তে সবগুলো একাউন্ট ব্লক করা হতে পারে। এখানে যদি কোন ফ্যাক কিংবা স্পাম কাজ পান তাহলে রিপোর্ট করবেন। সঠিক কাজ করার পরও পেমেন্ট না পেলে সাপোর্ট এ যোগাযোগ করবেন অথবা রিপোর্ট করবেন। বার বার ভুল কাজ করবেন না। কাজ না করে জব সাবমিট করবেন না।

picoworkers এ আপনি কাজ করলে ১০০% পেমেন্ট পাবেন। এখন থেকে আপনি কয়েনবাস এর একাধিক মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশ থেকে খুব সহজে কয়েনবাস একাউন্ট করা যায় এবং যেকোনো একটা এক্সচেঞ্জ সাইট থেকে বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন। আপনি চাইলে মাএ একদিন কাজ করে পেমেন্ট রিকুয়েষ্ট দিতে পারবেন। কারন একদিন এ ৫ ডলার এর বেশি ও ইনকাম করা সম্ভব।

আশাকরি সবাই সবকিছু বুঝতে পারছেন। আপনাদের কারও কোন কিছু বুঝতে সমস্যা হলে টিউমেন্ট এ জানাবেন। picoworkers সম্পর্কে যে কোন কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ইউটিউব এ সার্চ করলে এই picoworkers এর বাংলা ইংরেজি প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখে আপনার সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি picoworkers সাইটটা ভালো করে ভিজিট করলে এমনি সবকিছু বুঝতে পারবেন। কারন এখানে প্রতিটি কাজ কিভাবে করতে হবে বিস্তারিত বলা থাকে। আশাকরি কারও কোন সমস্যা হবে না। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী টিউনে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি হাসান আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি হাসান, জানার আগ্রহ থেকে newtonpotro.xyz - এ লেখালেখি করি। বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। সারাদিন সফ্টওয়্যার ডেভেলপ করি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন ও ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস