আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মানে ফ্রিল্যান্সরদের প্রায়শই বিভিন্ন দেশ থেকে অর্থ আনতে ভোগান্তি পোহাতে হয়।
বিদেশী ব্যাংকগুলোর সাথে দেশিও ব্যাংকগুলোর তাল মিলাতে না পারায় ঘটে বিপত্তি। পেপাল দিয়ে সহজেই বিশ্বের যে কোনো দেশের থেকে পেমেন্ট নেওয়া গেলেও সেই পেমেন্ট হাতে পেতে ফ্রিল্যান্সার পোহাতে হয় অসম্ভব বিরম্বনা। পেপালের ডলারকে কে পেওনিয়রে সেন্ড করতে হয়। পেওনিয়রে ডলার আসলে সেই ডলার কে কনভার্ট করে টাকায় রুপান্তর করতেও সময় যায় কমপক্ষে ৩ দিন। বর্তমানে পেপাল ও পেওনিয়রের রিফান্ড পলিসি ও র্টামস এন্ড কন্ডিশনের কারনে পেপাল থেকে পেওনিয়রে ডলার লেনদেন বন্ধের পথে। এছাড়াও ডলার রেট ও মার্কেটের চার্জের কথা চিন্তা করলে ফ্রিল্যান্স যেন অভিশাপ।
এছাড়াও ডলার কে বাইরে সেল করতে গেলে বিশ্বস্ত ও ভালো রেটের কাষ্টমার পাওয়া অনেকটা ঘরের গাদায় সুচ খোঁজার মতো বেপার।
সর্বসাধারনের কথা মাথায় রেখে ভোগান্তী দূর করতে EMultiway নিয়ে এসেছে বিশ্বস্ত ও নির্ভর যোগ্য অনলাইন পেমেন্ট ও এক্সচেঞ্জ ব্যবস্থা। যেখানে আপনি সহজেই বিশ্বের যে কোনো দেশ থেকে অর্থ আনতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত সময়ে টাকা পেয়ে যাবেন আপনার মোবাইলে।
এছাড়াও বিশ্বের যে কোনো ইকমার্স সাইড যেমন: Amazon, eBay, Walmart, Etsy সহ বিভিন্ন সাইড থেকে পন্য ক্রয়ের ক্ষেত্রে পেমেন্ট করার সুবিধা নিয়ে আপনার পাশে আছে EMultiway
বিভিন্ন সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে ও EMultiway পেমেন্ট করে সাহায্য করে থাকে।
যেকোনো প্রয়োজনে ও EMultiway সার্ভির সম্বন্ধে আরো জানতে ভিজিট করুন: https://emultiway.com/
আমি সোহেল শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
graphics designer, SEO marketer https://www.behance.net/sohelsheikh