আমি বিগত ২৪-০৪-২০১১ তারিখ পূর্বে সাহায্য বিভাগের মধ্যমে এলার্টপের ডলার চেয়ে একটি পোষ্ট করেছিলাম, এতে সাগরখান নামের এক প্রতারক আমার পোষ্টে কমেন্ট করেছিল এবং আমার নাম্বারে ফোন দিয়েছিল
ও আমার সরলতার সুযোগ নিয়ে বলেছিল যে আমার টাকা সে আত্মসাৎ করবেনা। সে আমকে বলেছিল আমি তার একাউন্টে টাকা পাঠানোর সাথে সাথে আমার এলার্টপের একাউন্টে ডলার পাঠিয়ে দিবে। সে আমাকে তার মোবাইল ০১৯৩৬-৮১৫১০৯ থেকে এস এম এস করে তার ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নাম্বর দিয়েছিল, তার একাউন্ট হলো A/C NAME: MD. ABDUR ROHIM A/C NO: 163-101-139131 .. আমি তার ব্যাংক একাউন্টে বিগত ২৫-০৪-২০১১ তারিখ ৮১০০ টাকা পাটাই, এবং পাঠানোর পর তাকে ফোনদেই সাথে সাথে আমার এলার্টপে আডি এস এম এস করি। সাগর খান টাকা প্রপ্তির কথা স্বীকার করে এবং ডলা পাঠাবে বলে আশ্বাস দেয়…
কিন্তু আজ ১০-০৫-২০১১ তারিখ হয়েগেল সে আমার একাউন্টে ডলার পাঠায় নাই। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ আছে। আমি ডাচবাংলা ব্যাংকে যোগাযোগ করি এবং তাহার থত্য সংগ্রহ করি, তা হলো ডাচবংলার যশোহর ব্রাঞ্চ, একাউন্ট নাম্বার ১৬৩-১০১-১৩৯১৩১, একাউন্ট হোল্ডরের নাম আঃ রহিম রানা, ঠিকানা চৌগাচা, চৌগাচা, যশোহর
এবং ব্যাংকে দেওয়া মোবাইল নাম্বর হলো ০১৭৫৪৬৪৭২২০, এই নাম্বর ও বর্তমানে বন্ধ আছে। টিটিতে তার নাম সাগর খান অতচ তার নাম হলো আঃ রহিম রানা, তার বাড়ী নেত্রকোনা নয় বরং যশোহর।
আমি টিটির এডমিনের কাছে অনুরুদ করছি তার আইডিটি ব্লক করে দেওয়া জন্য।
আর টিটির সকল ভাইদেরকে অনুরুদ করছি আপনারা আমার মতো টাকা পাঠাবেন না।
বরং সরাসরি লেনদেনের মাধ্যমে আদান প্রদান করবেন।
আমার ২০০০ ডলারের প্রয়োজন ছিল, টেষ্ট করার জণ্য ১০০ ডলার =৮১০০ টাকা পাঠিয়ে ছিলাম। আল্লাহ আমকে বিরাট লস হতে রক্ষা করেছেন।
আবু মনসুর মো সালমান
সিলেট
আমি সালমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনারাও পারেন ভাই।