টিটিতে সাহায্য চেয়ে প্রতারনার খপ্পরে পড়ে ৮১০০ টাকা খুয়েছি, আইন গত ব্যবস্হা গ্রহন করার সিদ্ধান্ত ও নিয়েছি…….

আমি বিগত ২৪-০৪-২০১১ তারিখ পূর্বে সাহায্য বিভাগের মধ্যমে এলার্টপের ডলার চেয়ে একটি পোষ্ট করেছিলাম, এতে সাগরখান নামের এক প্রতারক আমার পোষ্টে কমেন্ট করেছিল এবং আমার নাম্বারে ফোন দিয়েছিল
ও আমার সরলতার সুযোগ নিয়ে বলেছিল যে আমার টাকা সে আত্মসাৎ করবেনা। সে আমকে বলেছিল আমি তার একাউন্টে টাকা পাঠানোর সাথে সাথে আমার এলার্টপের একাউন্টে ডলার পাঠিয়ে দিবে। সে আমাকে তার মোবাইল ০১৯৩৬-৮১৫১০৯ থেকে এস এম এস করে তার ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নাম্বর দিয়েছিল, তার একাউন্ট হলো A/C NAME: MD. ABDUR ROHIM A/C NO: 163-101-139131 .. আমি তার ব্যাংক একাউন্টে বিগত ২৫-০৪-২০১১ তারিখ ৮১০০ টাকা পাটাই, এবং পাঠানোর পর তাকে ফোনদেই সাথে সাথে আমার এলার্টপে আডি এস এম এস করি। সাগর খান টাকা প্রপ্তির কথা স্বীকার করে এবং ডলা পাঠাবে বলে আশ্বাস দেয়…
কিন্তু আজ ১০-০৫-২০১১ তারিখ হয়েগেল সে আমার একাউন্টে ডলার পাঠায় নাই। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ আছে। আমি ডাচবাংলা ব্যাংকে যোগাযোগ করি এবং তাহার থত্য সংগ্রহ করি, তা হলো ডাচবংলার যশোহর ব্রাঞ্চ, একাউন্ট নাম্বার ১৬৩-১০১-১৩৯১৩১, একাউন্ট হোল্ডরের নাম আঃ রহিম রানা, ঠিকানা চৌগাচা, চৌগাচা, যশোহর
এবং ব্যাংকে দেওয়া মোবাইল নাম্বর হলো ০১৭৫৪৬৪৭২২০, এই নাম্বর ও বর্তমানে বন্ধ আছে। টিটিতে তার নাম সাগর খান অতচ তার নাম হলো আঃ রহিম রানা, তার বাড়ী নেত্রকোনা নয় বরং যশোহর।
আমি টিটির এডমিনের কাছে অনুরুদ করছি তার আইডিটি ব্লক করে দেওয়া জন্য।
আর টিটির সকল ভাইদেরকে অনুরুদ করছি আপনারা আমার মতো টাকা পাঠাবেন না।
বরং সরাসরি লেনদেনের মাধ্যমে আদান প্রদান করবেন।
আমার ২০০০ ডলারের প্রয়োজন ছিল, টেষ্ট করার জণ্য ১০০ ডলার =৮১০০ টাকা পাঠিয়ে ছিলাম। আল্লাহ আমকে বিরাট লস হতে রক্ষা করেছেন।

 

 

 

 

 

 

 

 

সাগরনামের প্রতারকের পোষ্টে আমার কমেন্ট

 

 

আবু মনসুর মো সালমান
সিলেট

 

 

Level 0

আমি সালমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনারাও পারেন ভাই।

    আমার বয়স ২২, আজ পরযর্ন্ত কাহারো সাথে প্রতারনা করি নাই।
    তাহলে আপনি ও পারেন। ধন্যবাদ

    Level 0

    আসল কাহিনী এবার শুনবেন আপনারা।এই সালমান একজন ভুয়া।আমি জানি না মানূষ কেমন কের এমন হয়।সালমান আমাকে ৮১০০ টাকা দিয়েছে আর আমি তাকে $২১৫ দিয়েছি।এখন তার কাছে আমি ৯৩১৫ টাকা পাব।আমি টাকা চাইলে সে আমাকে বলে ভাই আমি একটু সমস্যাতে আছি।একদিন আমি বলি আপনি যদি টাকা না দেন তবে আমি পুলিশে জানাবো।তখন সে বলে আমি আপনাকে ফাসাবো……………………।সালমান তুমি তো দেখি বাংলার ছবিকে হার মানালে।এবার আমি যে তাকে $২১৫ দিছি তার প্রমান সহ রাতে টিউন করবো।আর তার আগে আমি পুলিশে জিডিটা করে আসি।তোমাকে এবার দেখবো সালমান।সবাই দোয়া করবেন যেন আমি জয়ী হতে পারি।আর সালমান এই কমেন্টটা ডিলিট করবা না।সবাই আজ দেখবে তোমার আসল চেহারা। আর আমি রাতে জিডি আইডি,প্রমান সহ টিউন করবো।

    আরে বাটপা প্রতারক তোর আসল নাম ব্যবহার করসনা কেন। তোর মা-বাবা তো তোর এই নাম রাখে নাই…
    তোর কাছে প্রতারনা আর বাটপারি কথা ছাড়া আর কোন তথ্য নেই, তোই আমাকে কোরদিন দিসত……….
    আমার কাছে ১০০% সঠিক তথ্য রয়েছে…….
    তোই সাকালে আমাকে ০১৭৫৬৪৫০০১০ নাম্বার দিয়া ভয় দিতে ছেয়ে ছিলে… তা পারস নাই।
    তোই তোর ০১৯৩৬৮১৫১০৯ নাম্বার দিয়ে ফোন দিয়েছিলে…………………..
    তোর ফোন বন্ধ কেন ………………….

    Level 0

    ভাই প্রতারনা সব সময়ই কষ্টের। আমি এ পোষ্টের মাধ্যমে সকল কে অনুরোধ করব দয়া করে সামনাসামনি না হয়ে এ ধরনের লেনদেন করবেন না। শুনেছি এরা নাকি ভাল সার্ভিস দেয়।
    http://www.bdptcgroup.com/

    আপনারা সবাই এখানে একটা mail করতে পারেন। এরা ভালো service দেয়। একদম সামনা সামনি। আমি পাইছি।
    [email protected]

Level New

খবরটি সত্যিই দুঃখজনক।যেহেতু আপনার কাছে গ্রহনযোগ্য প্রমান আছে,আপনি আইনানুগ ব্যাবস্হা নিন।
আর আ্যডমিন ভাইকে বলছি টেকটিউনসে ডলার কেনা বেচার ব্যাপারে অত্যান্ত কঠোর হোন ।যাতে এরকম সংবাদ মাঝে মাঝে না শুনতে হয় ।যারা কেনা বেচা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের ক্ষয়ক্ষতির বর্নণা দিতে গিয়ে ইচ্ছে করলেও টেকটিউনসের নামটি বাদ দিতে পারবে না।এতে টেকটিউনসেরও বদনাম হবে।তারা হয়ত বলে বেড়াবে "টেকটিউনসের ডলার ব্যাবসায়ীদের খপ্পরে পড়ে ………ডলার হারালাম ।বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।

    আপনাকে ধন্যবাদ, আমার টাকার জন্য এই পোষ্টা করিনাই, আমি সকল ভাই কে ওর প্রতারনা থেকে বাচার জন্য বলছি…

try to find out some alertpay international exchange there you can pay by master card or visa to have alert pay dollar……

Level 0

ভাই আপনারে সহমর্মিতা জানানো উচিত , কিন্তু কেন জানি জানাতে ইচ্ছা করতেছে না । আপনাকে বলল আর অমনি আপনি বিশ্বাস করে নিলেন ? অবাক লাগে । বিশ্বাস অনেক মূল্যবান জিনিশ,তাই বলে অন্ধ ভাবে এইরকম চিনেন না জানেন না বিশ্বাস করে ফেললেন !!!! আপনার মত লোক এখনও দুনিয়ায় আছে বলেই , সাগর খানেরা এখনও বেচে আছে । আপনি মনে হয় আগে কখনও এইরকম ঘটনার মুখোমুখি পরেন নাই , এর জন্যই এই রকম বোকামিটা করেছেন । যাই হোক এই রকম আর করবেন না আশা করি ।

    আপনাকে অশেষ ধন্যবাদ সৎ পরামশর্ দেওয়ার জন্য,..
    ভাই আমি সবাইকে নিজের মত মনে করি….
    আপনা কেও ভালমনে হয়…. তবে প্রভু জানে মনের খবর

Level 2

ধন্যবাদ,
শেয়ার কররা জন্য।সকল টিটির ভিজেটররা সাবাধান ভুয়া কথা বলে (টিটর জনপ্রিয়তা নষ্ট করতে) টাকা হাতিয়ে নিতে কিছু মানুষ ফয়দা লুটতেছে ।সাবধান,সাবধান,সাবধান,।

    আপনার সহমত…
    প্রতারক তেকে দুরে থাকুন…
    আর প্রকুত সাহায্য কারি ভাইরা্‌ আপনার ভ্রাতার সাহায্যে এগিয়ে আসুন…

Level New

এই বিষয়টা টেকটিউন কতৃপক্ষের নজরে আনা উচিত………

খুব খারাপ লাগলো । আগেও বলেছি, এখনো বলছি " যার তার কাছ থেকে ডলার কেনাবেচা করবেন না " । সেলার এর ব্যাকগ্রাউন্ড জেনে তারপর কিনুন । বাংলাদেশে ডলার কেনা বেচার কি বিশ্বস্ত সাইট আছে ,তাদের থেকে কিনুন । সম্পুর্ন অপরিচিত কার থেকে কিনলে ধরা তো খাবেন ই । খোদাকে ধন্যবাদ, গত দু তিন বছর ডলার কিনছি , কখনো বাটপারের হাতে পড়িনি ।

    প্রকৃত সাহয্য কারি ভাইরা তাদের ভাইয়ের সাহয্যের সময এগিয়ে আসেনা…
    আপনি সত্যিকারের ব্যবসায়ি ভাইদের পরিচয়টা বলুন….
    তা হলে আমাদের মতো নতুনেরা প্রতারকদের হাত রেহাই পাবে

    আপনাকে অনেক ধন্যবাদ

আসলে টাকা পয়সার ব্যাপারে ভালো মানুষও মাঝে মাঝে কেমন বদলে যায়। আপনাকে সহমর্মিতা জানাচ্ছি।

ডলার কেনা বেচাকে আমরা অনেকদিন আগে থেকেই নিষেধ করে আসছি।
মুখোমুখি না হয়ে কখনোই ডলার কেনাবেচা করা উচিত নয়, আপনার কাছে যেহেতু প্রমাণ রয়েছে, ব্যবস্থা নিন।
তবে ভবিষ্যতে এরকম ঝুকিপূর্ণ লেনদেন থেকে বিরত থাকুন।

টেকটিউনসে ডলার কেনা বেচা সংক্রান্ত সকল টিউন, টিউনার ও টিউমেন্টারকে ব্লক করা হবে। তাই এখন থেকে টেকটিউনসে ডলার কেনা অথবা বেচা উভয় টিউনের টিউনারকে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্য কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই টিউমেন্টার কেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।

আপনারা দয়া করে টিউন দেখেই বিশ্বাস করে কারও সাথে বোকার মত ডলার কেনা বেচা করবেন না। ধন্যবাদ।

    টেকটিউনের এডমিনকে অনেক ধন্যবাদ,

    মেহেদী ভাই আমার মনে হয় এই কেনা বেচা সংক্রান্ত বিষয়টি টেকটিউনস নীতিমালায় অন্তর্ভুক্ত করা দরকার। টেকটিউনস তো আর হাট বা বাজার নয়। সালমান ভাইয়ের টিউনটি পড়ে সত্যিই খারাপ লাগল তবে নিজে অসৎ নন তাই বলে অন্যকে সৎ ভাবার কোন যৌক্তিক কারন নেই আশা করি এরপর থেকে পরিচিত মানুষ ছাড়া কিছু লেনদেন করবেন না। আর টেকটিউনসের নীতিমালায় সরাসরি সিরিয়াল কি দেয়া নিষিদ্ধ এবং পত্রিকার হুবহু কপি পেষ্ট নিষিদ্ধি কিন্তু তারপরেও এগুলো টিকটিউনসে দেয়া হচ্ছে যা টেকটিউনসের ভাবমূর্তি নষ্ট করছে। আশা করি এগুলোর দিকে একটু বেশী মনযোগ দিবেন। ধন্যবাদ বস………………….

    টেকটিউনস এর এডমিনকে বলছি আমার এ টিউনটি করার পর রাজন নামের এক ভদ্র/অভদ্র লোক ০১৭৫৬৪৫০০১০ থেকে ফোন দিয়ে আমাকে বাংলদেশের সার্ভার এর আইন শেখাচ্ছে, আমার বিরুদ্দে পুলিশ ও নাকি পাঠিয়ে দিয়েছে…..

ঘঠনাটি শুনে অনেক খারাপ লাগল । দেশে এখন হরেক রকম চুরে ভরা ।

খুব খারাপ
কিছু মনে করবেন না সে প্রতারক তার আগে আপনি বোকা

    ভাই টিটিতে কি ভালমানুষ নেই? ভালমানুষ তাকলে তারা কোথায় ছিল? আমি তো ভালো মানুষদের কাছে সাহয্য চেয়েছিলাম।

    ভাল মানুষ সব জায়গাতেই ।আছে খুজতে জানতে হবে।
    ধন্যবাদ

সালমান ভাই আপনার কথা শুনে খারাপ লাগতেসে, যাই হউক আশা করি ভবিষ্যতে বুঝে শুনে কাজ করবেন।
কারন এই পৃথিবীটা অনেক কঠিন, এখানে বাচতে হলে আপনাকেও কঠিন হতে হবে।

আমিও ডলার কিনতে চায় কিন্তু এ প্রতারনার কথা শুনে তো আরও ভয় ধরে গেল । ৮১০০ টাকাই কি জীবনের সব !! এত ছোট টাকা চুরি করে কি লাভ হয়ল । চুরি করা মানের শয়তানের ভয় ।

    ভাই প্রতারকদের মনবতা ও সহর্মিতা বলতে কিছুই নেই। আপনাকে অশেষ ধন্যবাদ

কি শুনলাম, কি দেখলাম!!!

আমি টিটির মানব সন্তান টিউনারকে ১৫$ দিয়েছি। প্রতারনার ইচ্ছেও ছিলা না।
অইটাকা ছিল আমার ফ্রিল্যান্সিঙ্গের ইনকাম।

Level 0

সালমান ভাই, যতটা দোষ ওই শয়তানের ঠিক ততটা দোষ আপনার। কী দরকার ছিল না দেখে লেনদেন করার কী দরকার ছিল। আমার মন্তব্যে রাগ করবেন না। কারন আপনার সরলতার সুযোগ নিয়ে যে কাজটা হইছে সেটা আপনারই কারণে!! এই দুনিয়ায় এখন আর সরল থাকার কোন সুযোগ নাই ভাই। আশা করি এখন থেকে সাবধান হবেন।

Level 0

আসল কাহিনী এবার শুনবেন আপনারা।এই সালমান একজন ভুয়া।আমি জানি না মানূষ কেমন কের এমন হয়।সালমান আমাকে ৮১০০ টাকা দিয়েছে আর আমি তাকে $২১৫ দিয়েছি।এখন তার কাছে আমি ৯৩১৫ টাকা পাব।আমি টাকা চাইলে সে আমাকে বলে ভাই আমি একটু সমস্যাতে আছি।একদিন আমি বলি আপনি যদি টাকা না দেন তবে আমি পুলিশে জানাবো।তখন সে বলে আমি আপনাকে ফাসাবো……………………।সালমান তুমি তো দেখি বাংলার ছবিকে হার মানালে।এবার আমি যে তাকে $২১৫ দিছি তার প্রমান সহ রাতে টিউন করবো।আর তার আগে আমি পুলিশে জিডিটা করে আসি।তোমাকে এবার দেখবো সালমান।সবাই দোয়া করবেন যেন আমি জয়ী হতে পারি।আর সালমান এই কমেন্টটা ডিলিট করবা না।সবাই আজ দেখবে তোমার আসল চেহারা। আর আমি রাতে জিডি আইডি,প্রমান সহ টিউন করবো।

    Level 0

    বুঝতেছি না কাকে বিশ্বাস করব!! দেখি সাগর খান কি করে!!

    আরে বাটপার সাগর খান তোমার কাছে দেওয়া আমার এস এম এস ও তোমার সাথে কথা বলা আমার কাছে রেকর্ড আছে,
    তুমি তোমার নাম্বারে আজ ফোন দিয়ে ছিলে…. আরে বাটপার তোর মোবাইল বন্ধ কেন……
    আমার উপর কেইস করসনা কেন…..
    তুই তো হিঠলার হয়ে গেছিচ না……
    আমি তোর বাটপারি বন্ধ করব…….

    Level 0

    shagor khan eki comment duibar dilo ken ……..proman shoho tune koi

দুঃখজনক!

admin boss apni dui batere ei block koren, ki korben pura desh tai nosto hoya gecega ( ukti natok BOHUBRI).

AR KOSTO KORE DOLLER KENA BECHAR POST GULO DELETE KORE DEN,

ভালো ই হইলো…

Level 2

bhalo manush aage jachai korte hoe tarpor bishwayas korte hoe. Apni bekubi korcen .

আল্লাহ জানে কে ঠিক আর আর কে বেঠিক

    আল্লাহত জানেন ই আর আপনি ও জেনে নিন আমি ই ১০০% সত্য আর সাগর খান (১০০০০০০০০০০০০০০০০০০০০০০..)% মিথ্যা
    ও আমাকে এই টিউন টি ডিলেইট করে দিতে বলে চিল…………………………………………….

ভাই কার কথা বিশ্বাস করব। সালমানকে নাকি সাগর খাঁনকে।

Level 0

Salman vai, Bolodgiri koren to baire gea koren..apni ki gadha naki j akta unknown manush k phone kotha bole e TAKA dea dilen r akhn aschen amader valuable time loss korte..!! apnader moto kisu gadha ai deshe ase bole e Oggan Party ra atto victim pai…………

Level 2

ami money bookers ar kisu dollar kinte chai. Jogajog korte chai sorasori. Amar phn no: 01712414323. Pls amke aktu help korben.

Level 0

Rasseel vai alert pay kinte chile jogajog koren..

েক িঠক, েক েবঠিক, তা েদখার েচয়ে আমার মনে হয় েলনদেেনর ক্ষেত্রে নিজের সতর্ক থাকা উচিত। এভােব এক প্রতারকের কাছে আগে টাকা পািঠয়ে আমি অনেক টাকা হাড়িয়েছি। িজ.িড করেছি এক বছরের েবশী হয় িকন্তু এখনো েকান িকছু হয় িন, ভবিষ্যতে েয িকছু হবে তার আশার আলোও েদখছি না।

Level 0

সালমান ভাই আপনার কথা শুনে খারাপ লাগতেসে, যাই হউক আশা করি ভবিষ্যতে বুঝে শুনে কাজ করবেন।
আপনাকে অশেষ ধন্যবাদ

http://messageonanecklace.com/articles/unique_gift_ideas.html

Vai eto jhamelay na jeye banglacash.com e lenden korlei paren.ami forex matrix er taka ei site er madhdhome korechi.taka mair jaynai…