অনলাইনে আয় নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। পিটিসি পিটিসি করে তো কতজনে মাথা ফাটায়ে ফেলছে। যদিও আজ পর্যন্ত কাউকে বলতে শুনি নি এটি দিয়ে ১০০ ডলার মাসে আয় করেছেন। সত্যি বলতে কি আয়ের কোনো সহজ উপায় এই পৃথিবীতে নেই। যারা অনলাইন থেকে আয় করছেন প্রত্যেকেই অনেক কষ্ট করছেন। সুতরাং একদিন এসেই পরের দিন টাকা বুঝে নিবো এইটা ভাই তেমন কোনো জায়গায় না। অন্যান্য সকল কাজের মতো এখানেই পড়াশোনার কোনো বিকল্প নেই।
এডসেন্স থেকে আয় করতে হলে আগে আপনাকে এডসেন্স সম্পর্কে জানতে হবে। এজন্য সবার আগে এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে হবে আপনাকে। এবার এডসেন্স সম্পর্কে জানতে চলে যান এডসেন্সের হেল্প টপিকসে। আর বাংলা ভাষায় এডসেন্সের সবচেয়ে ভালো তথ্যভান্ডার নিঃসন্দেহে হাসান ভাইয়ের ব্লগ । এখানেও আপনার প্রশ্নের উত্তর পাননি। চলে যান এডসেন্স ফোরামে। এই মুহুর্তে সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার টপিকই আছে। আর পোস্ট সংখ্যা তাহলে কোটির কাছাকাছি হতেই পারে। কপাল সর্বোচ্চ খারাপ না হলে সেখানে আপনার সকল অজানা প্রশ্নের উত্তরই পাবেন। আর না পেলে ক্ষতি কি? নিজেই প্রশ্ন করুন। সেখানে প্রশ্ন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি ইউজার এবং টপ কন্ট্রিবিউটাররা আপনার প্রশ্নের সন্তোষজনক সমাধান দিতে পারে তাহলে সরাসরি গুগলের যেকোনো কর্মকর্তা আপনার সাহায্যে এগিয়ে আসবে।
আপনি যদি এই চারটি সোর্স সম্পর্কে ভালো করে নাড়া চাড়া করে আসেন তাহলে ভাই বলতেই হবে আপনাকেই খুজছে বাংলাদেশ। এখন শুধু কাজে লাগানোটা বাকি। আর হ্যা টেকটিউনসেও অনেক ভালো লেখা আছে এ নিয়ে বিশেষত শাকিল ভাইয়ের। সেগুলা অবশ্যই পড়ে নিবেন সবাই।
আমি নিজে অনলাইনের কাজের সাথে জড়িত আছি প্রায় ১০ বছর ধরে। আর সরাসরি নিজে এডসেন্স থেকে আয় করছি ৩ বছর ধরে। এখন অবসর সময়ে আমি চাচ্ছি আমার এ অভিজ্ঞতা যারা সত্যি সত্যি এডসেন্স শিখতে চান তাদের সাথে শেয়ার করতে। নিজের বাসাতেই শুধুমাত্র ২ জনের ক্লাস নিবো আমি। ব্লগিং, এসইও এবং মূলত এডসেন্স হবে আমার পড়ানোর টপিক।
আর যারা আমার কাছ থেকে সরাসরি হাতে কলমে শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি মূলত আমার অভিজ্ঞতা, আমি যা জানি, যা করেছি তা শেয়ার করবো আপনাদের সাথে। আর হ্যা এডসেন্স একাউন্ট যেনো ব্যান না হয় (সাবধানতার মার নেই) কিংবা এক ক্লিকেই কিভাবে ১৫/২০ ডলার পাওয়া যায় এসব এক্সক্লুসিভ টিপস তো থাকবেই (এইগুলা কিন্তু ভাই পান্তাভাত না, কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে আপনিই বলুন?)। নবীনদের শেখাতেই আমি বেশি আগ্রহী। কেননা নিজেই আর কতোটুকু জানি বলেন?
তবে ভাই কাউকে কিভাবে রেডিমেড এডসেন্স একাউন্ট বানিয়ে দিতে হয় তা আমার জানা নেই। আমি বড়োজোর বলতে পারি কিভাবে ভালো এবং ইউনিক কন্টেন্টের সুন্দর একটি সাইট বানিয়ে তারপর এডসেন্সে এপ্লাই করতে হয় সে উপায়। আর হ্যা, আমি আগে যেসব ভুল করেছি, ভুল থেকে যা শিখেছি তা জানাবার যথাসাধ্য চেষ্টা করবো আমি ইনশাল্লাহ।
ভাল থাকবেন সবাই।
মোবাইলঃ ০১৬৭৭২৫৮২৪৫
আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইচ্ছে ভাই আপনার পোষ্টটি ধন্যবাদ