যারা এডসেন্স শিখে অনলাইন থেকে বুঝে-শুনে আয় করতে চান তাদের জন্য

অনলাইনে আয় নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। পিটিসি পিটিসি করে তো কতজনে মাথা ফাটায়ে ফেলছে। যদিও আজ পর্যন্ত কাউকে বলতে শুনি নি এটি দিয়ে ১০০ ডলার মাসে আয় করেছেন। সত্যি বলতে কি আয়ের কোনো সহজ উপায় এই পৃথিবীতে নেই। যারা অনলাইন থেকে আয় করছেন প্রত্যেকেই অনেক কষ্ট করছেন। সুতরাং একদিন এসেই পরের দিন টাকা বুঝে নিবো এইটা ভাই তেমন কোনো জায়গায় না। অন্যান্য সকল কাজের মতো এখানেই পড়াশোনার কোনো বিকল্প নেই।

এডসেন্স থেকে আয় করতে হলে আগে আপনাকে এডসেন্স সম্পর্কে জানতে হবে। এজন্য সবার আগে এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে হবে আপনাকে। এবার এডসেন্স সম্পর্কে জানতে চলে যান এডসেন্সের হেল্প টপিকসে। আর বাংলা ভাষায় এডসেন্সের সবচেয়ে ভালো তথ্যভান্ডার নিঃসন্দেহে হাসান ভাইয়ের ব্লগ । এখানেও আপনার প্রশ্নের উত্তর পাননি। চলে যান এডসেন্স ফোরামে। এই মুহুর্তে সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার টপিকই আছে। আর পোস্ট সংখ্যা তাহলে কোটির কাছাকাছি হতেই পারে। কপাল সর্বোচ্চ খারাপ না হলে সেখানে আপনার সকল অজানা প্রশ্নের উত্তরই পাবেন। আর না পেলে ক্ষতি কি? নিজেই প্রশ্ন করুন। সেখানে প্রশ্ন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি ইউজার এবং টপ কন্ট্রিবিউটাররা আপনার প্রশ্নের সন্তোষজনক সমাধান দিতে পারে তাহলে সরাসরি গুগলের যেকোনো কর্মকর্তা আপনার সাহায্যে এগিয়ে আসবে।

আপনি যদি এই চারটি সোর্স সম্পর্কে ভালো করে নাড়া চাড়া করে আসেন তাহলে ভাই বলতেই হবে আপনাকেই খুজছে বাংলাদেশ। এখন শুধু কাজে লাগানোটা বাকি। আর হ্যা টেকটিউনসেও অনেক ভালো লেখা আছে এ নিয়ে বিশেষত শাকিল ভাইয়ের। সেগুলা অবশ্যই পড়ে নিবেন সবাই।

আমি নিজে অনলাইনের কাজের সাথে জড়িত আছি প্রায় ১০ বছর ধরে। আর সরাসরি নিজে এডসেন্স থেকে আয় করছি ৩ বছর ধরে। এখন অবসর সময়ে আমি চাচ্ছি আমার এ অভিজ্ঞতা যারা সত্যি সত্যি এডসেন্স শিখতে চান তাদের সাথে শেয়ার করতে। নিজের বাসাতেই শুধুমাত্র ২ জনের ক্লাস নিবো আমি। ব্লগিং, এসইও এবং মূলত এডসেন্স হবে আমার পড়ানোর টপিক।

আর যারা আমার কাছ থেকে সরাসরি হাতে কলমে শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি মূলত আমার অভিজ্ঞতা, আমি যা জানি, যা করেছি তা শেয়ার করবো আপনাদের সাথে। আর হ্যা এডসেন্স একাউন্ট যেনো ব্যান না হয় (সাবধানতার মার নেই) কিংবা এক ক্লিকেই কিভাবে ১৫/২০ ডলার পাওয়া যায় এসব এক্সক্লুসিভ টিপস তো থাকবেই (এইগুলা কিন্তু ভাই পান্তাভাত না, কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে আপনিই বলুন?)। নবীনদের শেখাতেই আমি বেশি আগ্রহী। কেননা নিজেই আর কতোটুকু জানি বলেন?

তবে ভাই কাউকে কিভাবে রেডিমেড এডসেন্স একাউন্ট বানিয়ে দিতে হয় তা আমার জানা নেই। আমি বড়োজোর বলতে পারি কিভাবে ভালো এবং ইউনিক কন্টেন্টের সুন্দর একটি সাইট বানিয়ে তারপর এডসেন্সে এপ্লাই করতে হয় সে উপায়। আর হ্যা, আমি আগে যেসব ভুল করেছি, ভুল থেকে যা শিখেছি তা জানাবার যথাসাধ্য চেষ্টা করবো আমি ইনশাল্লাহ।

ভাল থাকবেন সবাই।
মোবাইলঃ ০১৬৭৭২৫৮২৪৫

Level 0

আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইচ্ছে ভাই আপনার পোষ্টটি ধন্যবাদ

Mehidi Bhai,
Ami Adsence sikhte chai. Kothai jeya sekhte hobe r apnak koto charge dete hove bistarito [email protected] a send koren please.

Level 0

আমার এই প্রবলেম টা সল্ভ করেন পারলে। আমার ওয়েবসাইট এ daily about 250 visitor আসে। আমি adsense অ ইউস করি। but আমার সাইট এ কোন paying advertise আসে না। সব ad গুলা PSA(Public service advertise). so i cant earn. plz tell me how to remove those PSAs and use paying ads???

    আপনার সাইটটার নাম উল্লেখ করুন, দেখে বলি।
    আর আমার পোস্টেও বলেছি এডসেন্স ফোরাম আপনার এই সমস্যা সমাধানের সেরা স্থান। সেখানে সার্চ বক্সে পাবলিক সার্ভিস এড লিখে সার্চ দিন দেখুন কি আসে।
    সাধারণত যখন কোন সাইটে পর্যাপ্ত কন্টেন্ট বা ভালোমানে লেখা না থাকে তখন এই ধরণের ঘটনা। সাইটের কোডিং এ সমস্যা থাকলেও এমনটা হতে পারে যদি এডসেন্স সেখানে কীওয়ার্ড খুজে পেতে ব্যার্থ হয়।
    আর ভাই পারলে এক্ষুণি http://dwnloadfreealbum.blogspot.com/ সাইট থেকে এডসেন্স তুলে দিন। ১. কপিরাইট আইন লঙ্ঘণ এবং ২. পর্ণো সাইটের লিংক- নিশ্চিত থাকতে পারেন গুগল ম্যানুয়ালি যেদিন আপনার সাইট চেক করতে আসবে সেদিন থেকেই আপনি আর আপনার এডসেন্স একাউন্টে ঢুকতে পারবেন না।
    যেকোনো সাইটে এডসেন্স ব্যবহারের আগে প্লিজ গুগলের টার্মস অফ সার্ভিসেস পড়ে নিন ভালো করে।

Level 0

এখানেই তো সব লিখতে পারেন ধারাবাহিক ভাবে। বাসায় যাওয়ার কি দরকার। আর টিটির সব ভিজিটরকে কি আপনার বাসায় জায়গা দিতে পারবেন?

    Level 0

    হুম
    এখানেই তো সব লিখতে পারেন ধারাবাহিক ভাবে।

    আপনাকে এখানে আশা করিনি বুলবুল ভাই। এখানে আমাকে চিনতে পারেননি কারণ আমি অন্য নাম ব্যবহার করেছি। ভাই ধারাবাহিক তো লিখতেই পারি কিন্তু মানুষের কিছু কিছু ব্যাপার খুবই কষ্ট দেয়। বাংলা ভাষায় কম্পিউটার ইন্টারনেট নিয়ে আমার চেয়ে বেশি খুব কম লোকই লিখেছে।
    আর হ্যা আমি বস আপনার কাছে ক্লাস করতে যাবো! না করা যাবে না কিন্তু!

চরম বই রে ভাই
ধন্য

আপনি ফ্রী শিখাবেন নাকি আপনাকে পে করতে হবে :p সেক্ষেত্রে খাজনার চেয়ে বাজনা বেশী হয়ে গেলে ত বিপদ 🙁

আমি শিখতে চাই । আমার আনাড়ি দুইটা ব্লগ আছে আমি কি এতে এডসেন্স এপ্লাই করতে পারবো? আর এ্যাড ফ্লাই কি এডসেন্স বিরোধি । একসাথে কি বিডএ্যাডভাডাইজ ও এডসেন্স ইউজ করা যাবে? উত্তর এর আপেক্ষায় রইলাম ।

ব্লগ দুইটি হচ্ছে
http://razibsaddam1.blogspot.com/
http://razibsaddam11.blogspot.com/

    দুঃখিত ভাই আপনার একটি সাইটেও এডসেন্স ব্যবহার করা যাবে না। কপিরাইট জটিলতা। অনুগ্রহ করে আগে এডসেন্সের টার্মস গুলা পড়ে নিন।
    এড ফ্লাই এডসেন্সের সাথে ব্যবহার করা যাবে না এমটা কোথাও উল্লেখ না থাকলেও ব্যবহার করাটা হবে বোকামী। তবে বিডভারটাইজার নিয়ে কোনো সমস্যা নেই। তবে ব্যবহার কিভাবে করতে হবে তা জানতে এডসেন্স হেল্প তপিক পড়ে নিন।
    আর শিখতে আগ্রহী হলে আমাকে ফোন করুন।

ভাই শুধু দুজনের উপকার করলেতো হবেনা !! আমাদেরকেও শেখাতে হবে, আশা করি খুব তারাতারি টিটিতে আপনার টিপস গুলো পাব।

ধন্যবাদ হাসান ভাই,

ফ্রী শিখাইলে আমি আছি ।

@ সবাই, আমি আমার টিউনে কোথা থেকে এডসেন্স সম্পর্কে জানা যাবে তার সোর্স খুব ভালো করে উল্লেখ করে দিয়েছি। সেগুলা যদি ঘেঁটে দেখতে পারেন……..আর কিচ্ছু লাগবে না। আপনিই পারবেন।

Google এর Terms & Condition গুলো বাংলায় সম্পূণ পাওয়া যাবে এমন কোন সাইট বা বই আছে কি? থাকলে যদি লিঙ্ক টা দিতেন , উপকৃত হতাম।

    Level New

    জানা নেই। কিন্তু ভাই ইংলিশটা যথেষ্ঠ সহজ ভাষাতেই লেখা হয়েছে। আপনাকে শুধু ধৈর্য্য নিয়ে বুঝে বুঝে পড়তে হবে।

Level 0

২ জন তো বোধ করি হয়ে গেছে! তাহলে আমি বা আমরা কি শিখতে পারব না!!
🙁

Level 0

ভাই আমাদের জন্যে কিছু কি ওয়ার্ড টিটিতে দেন । যাতে উপকার হয়….ধন্যবাদ টিউনটির জন্য

আমি তো পাবনা থাকি আপনার কাছে কেমন করে শিখব?

    যেকোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করতে পারেন।

Is it free?

আপনি থাকেন কই এটা আগে বলবেন কি দয়া করে?

Level 0

Kew Forex Business korte chaile contact korte paren

01749958602

Level 0

Contact me for adsense account within 4days. [email protected]

Level 0

এক ক্লিকেই কিভাবে ১৫/২০ ডলার পাওয়া যায় এসব এক্সক্লুসিভ টিপস তো থাকবেই (এইগুলা কিন্তু ভাই পান্তাভাত না, কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে আপনিই বলুন?)।

ami Jantam je adsense jodi vistor click kore tobe 20 cent joma hoy …………kintu 15/20 dollar …vai ..kemon kore………jodio amar kono adsense account nai…………..darona khub kom …………..ami shikte chai vai bolen ki korte hobe?????????//

Sir Salam neban ami monirul mona ami goto 2 day aga call koracilam ০১৬৭৭২৫৮২৪৫ eai numbara amar problem ta aponar shata email a shear korta chai plz give me your mail address .

monirul mona

+8801711413272

Level 0

mehedi hasan vai ami try kortesi amar blog e(onlyfreelancer.blogspot.com) adsence add korte. Akbar apply koresi. but reject hoyese because “Insufficient content”. Ami jante chassi kotogulu content hole tarpor ami abaro apply korbo? Amio jani amar content kom. Akhon ami weekly 1 ta post kortesi. Please amake janaben kotota post hobar pore ami abar apply korbo. Thanks.

Level 0

ফ্রিল্যান্স টিম মেম্বার আবশ্যক

এস ই ও, আর্টিকেল রাইটার এবং গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট কিন্তু অনলাইনে ইনকাম এ সফল হননি , খুঁজছি এমন প্রতিভাধরদের । আপনার কাজ আর আমাদের প্রয়াসে অর্জিত আয়ের অংশিদারিত্ত হবে সমতার ভিত্তিতে , বেতন বা ঘণ্টা হিশাবে নয়। টিম মেম্বারদের প্রতি শ্রদ্ধাশীল , বিশ্বাসী, সহনশীল মানসিকতা সম্পন্নরাই যোগাযোগ করুন। বিষয় উল্লেখ করে C V পাঠিয়ে দিন [email protected] । নির্বাচিতদের ফিরতি মেইলে বিস্তারিত জানানো হবে।

Level 0

গুগল এডসেন্স বিষয়ে সহায়তা করা হয়। যে বিষয় গুলোতে সাহায্য পাবেন তা হলো, গুগল এডসেন্স কি এবং কিভাবে ব্যবহৃত হয় ।যে ভাবে পেতে পারেন একটি গুগল এডসেন্স একাউন্ট ।যেভাবে কাজ করবেন এবং আয় করবেন এডসেন্স থেকে ।যে ভাবে রক্ষা করবেন মূল্যবান এডসেন্স একাউন্ট ।যেভাবে তৈরি করবেন নিজের ব্লগ বা ওয়েবসাইট ।যেভাবে নিজের ব্লগ বা সাইটে এডসেন্স ব্যবহার করবেন ।যেভাবে আপনার ব্লগ বা সাইটকে পরিচিত করবেন ।যেভাবে বিভিন্ন ওয়েবমাস্টার টুলসে কাজ করবেন ।যেভাবে নিজের ব্লগ বা সাইট ছাড়াই শতাধিক সাইটে এডসেন্স ব্যবহার করে আয় করবেন ।যেভাবে এডসেন্সের টাকা তুলবেন ব্যাংক থেকে ।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ MD ASLAM,01710771195(Dhaka)

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

মেহেদী হাসান ভাই ,যেটাদিলেন প্রচন্ড উৎসাহ বাড়িয়ে দিলেন, এবার পরবরতী টিউনগুলি দিন ৷ অপেক্ষায় রইলাম ৷ (পঃবঃ, হাওড়া)

Level 0

Online Earning Bisoye Easy Way Nie Live Tarining Soho http://www.e-aiman.blogspot.com Asa Kori Apnader Kaje Asbe… Apnar Opinion Share Kore Mulloban Poramorsho Dite Vulbenna. Shuvo Kamona Roilo. R He Facebbok E Online Earning & Outsourcing Page Ti Dekhte Paren… http://www.facebook.com/aimancse

Level 0

আমার সাইটটা গুগল এডসেন্স পাবার জন্য এপ্লাই করেছি। আমার জন্য দোয়া করবেন গুগল আমার আবেদন যেন এপ্রুভ করে।ধন্যবাদ।
http://www.knowpar.com