ফ্রি ল্যান্সিং এর কি কাজ করে আপনার ক্যারিয়ার গড়বেন। আপনি হয়তো ভাবছেন ফ্রি ল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে সবাই আর বসে থাকতো না। সবাই এই কাজেই করতো, ভাই একটা সত্য কথা কি জানেন, সবাই সবকিছু পারে না। পারলেই অনলাইন থেকে টাকা ইনকাম করা, সবার কাছে এটা হাস্যকর মনে হয়। আর কেই জানেই না যে অনলাইনে কি? এমন কাজ করলে টাকা ইনকাম হয়। তাড়ারা গ্রাম অঞ্চলে তো ভালোমতে বোঝেই না ইন্টারনেট কি। সবাই এইসব নিয়ে ঠাট্টা হাসি তামাসা করে, কিন্তু পরে সফল হলে সবাই অবাক হয়ে যায়।
আসলে আপনি যদি ভালমতে কাজ সেথেন আপনার কাজের অভাব হবে না।
আসল কথা হলো আপনাকে কাজ শিথতে হবে। আপনি কোন কাজগুলো শিখবেন এবং কিভাবে ফ্রিতে শিখবেন তা আমি আজকে আপনাদের দেখাবো। তাছাড়া বহুলোক এখান থেকে কাজ ফ্রিতে শিখে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করছে। এখান খেকে আমিও কাজ শিথে মার্কেটপ্লেসে একাউন্ট করে অনেক টাকা ইনকাম করতেছি। আমি আপনাকে পরামর্শ দেব ডিজিটাল মার্কেটিং কাজ শেখার জন্য, এই কাজটি আপনি স্মার্টফোন দিয়ে খুব সহজ ভাবে করতে পারবেন। আপনি একটাবার এই মার্কেটপ্লেস থেকে ঘুরে আসুন দেথুন যে অন্য অন্য মানুষ কত টাকা এবং কি কাজগুলো করে দিয়ে এত হাজার হাজার টাকা ইনকাম করে। আপনি আসলেই অবাক হবেন, একবার গিয়ে দেখে আসুন https://www.fiverr.com/share/koDK2A
আর আপনি কোথায় থেকে এই কাজগুলো হাতেকলমে শিখবেন বা ইউটিউবে জামাল স্যার লিখে সার্চ দিন এবং চ্যালেনের লিংক, https://www.youtube.com/channel/UCk_i3S9v4ZOrceQ4UnneH5g
আমি মো আনিছুর খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।