আজ আমি টিউন করব ফ্রীল্যান্সিং নিয়ে। আশা করি এই বিষয়টা নিয়ে ধারাবাহিক টিউন করতে পারব। আমি বলে রাখছি আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারব না। যা করার আপনাদেরই করতে হবে। আমি হয়তবা আপনাদের পরামর্শ দিতে পারব। যারা ফ্রীল্যান্সিং সাইটে নতুন তাদের অনেকে কাজ না পেয়ে হতাশ হয়ে কাজ ছেড়ে দেন। অনেকে আবার হয়ত কোন ফ্রড বায়ার এর খপ্পরে পড়ে আর কাজ করতে চান না। আজকের এই টিউনটি করতাম না। কিন্তু কিছুক্ষন আগে এক ভাই SKYPE এ বললো, সে frustrated হয়ে গেছে। কারণ হিসেবে বললো ৩ মাস কাজ না পাওয়াকে। তখন চিন্তা করলাম আজকে রাতে এই নিয়ে টিটি তে একটা টিউন করব।
সবাইকে প্রথমে বলে রাখি এই টিউনটা আমার একান্তই ব্যক্তিগত কিছু অভিমত থেকে। সুতরাং কোন দ্বিমত থাকতেই পারে। এবার আসি মূল কথায়। ফ্রীল্যান্সারে যারা বিড করছেন অথচ কাজ পাচ্ছেন না তারা বেশীরভাগই DATA ENTRY অথবা DATA ENTRY WORK RELATED(making yahoo, gmail etc) তে বিড করছেন। আপনি কি জানেন আপনার এই একটি কাজে জন্য গড়ে আপনার প্রায় ১৫০-২০০ জন প্রতিদ্বন্দ্বী আছে। যাদের মধ্য কমপক্ষে ২০-২৫ জনের আছে ভাল ফিডব্যাক। আপনি কি মনে করেন আপনি এই প্রফেশনাল লোকদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে কাজ নিতে পারবেন?? আমি জানি আপনারা যারা এই লাইন এ আসছেন সবাই কম বেশি কাজ শিখে আসছেন। কিন্তু বেশিরভাগ লোকই আসছে শুধু DATA ENTRY এর জন্য। আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি নিজে যখন এই কাজে আসি তখন আমি ক্লাস নাইনে পড়ি। প্রথম একটা কাজে বিড করি। পরে বায়ার থেকে মেসেজ আসে। কাজটা ছিল ক্যাপচা। রেট ছিল ১০০০= .৯০$। ধুমায়া ৪ দিন কাজ করে ২০০০০ এন্ট্রি করলাম। কিন্তু একটা পয়সা পেলাম না। আমি কিন্তু হাল ছাড়ি নাই। অনেকে আছেন এই রকম হওয়ার পর হতাশ হয়ে এই কাজ ছেড়ে দেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এইখানে অনেকে কাজ করে তার মধ্য ১০০০-২০০০ খারাপ মানুষ থাকতে পারে। তাই বলে সবাই কি খারাপ?? না। সুতরাং আপনাকে এই কাজে আসার সময় নিজের প্রতি আত্নবিশ্বাসী হতে হবে। হাল না ছাড়ার মন মানুষিকতা থাকতে হবে। সুতরাং প্রথমে আত্নবিশ্বাসী হোন, নিজেকে বিশ্বাস করুন। এতেই আপনার মঙ্গল হবে। এবং এই ফ্রীল্যান্সার বিভাগ আপনাকে তার দুয়ারে স্বাগতম জানাবে। অনেক লিখলাম। জ্ঞান দিলাম। দয়া করে কেউ আমার প্রতি রাগ হবেন না। যখন দেখি আমি মাসে ৪-৫ টা কাজ পেলাম এবং ওগুলো করতে করতে মাস শেষ। আবার কখনো ১ টা কাজেই মাস শেষ হয়ে যায়। তাহলে বাকী কাজগুলো যদি অন্য কোন দেশের লোক না পেয়ে আমার কোন বাংলাদেশী ভাই পায় তাহলে ওটা আমার জন্য আনন্দদায়ক। পরবর্তীতে যারা নতুন এই বিভাগে যোগ দিবেন তাদের জন্য কিছু থাকবে। আশা করি আমার সাথেই থাকবেন। টিটির সাথে থাকবেন। ধন্যবাদ।
পরের পর্ব- হতে চান নাকি একজন ফ্রীল্যান্সার??(২য় পর্ব)
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
many many thank ………………………….good done ……………………next time will give ………………new …….thing…………
Yahoo থেকে দৈনিক ১০০ ডলার আয়ের উপায়
এখন আপনি শুধু Yahoo মাধ্যমে বন্ধুই খুজবেন না টাকাও আয় করবেন। এখন যেকোন Yahoo ইউজার ইচ্ছে করলেই Yahoo মাধ্যমে মোটা অংকের টাকা আয় করতে পারবে। না এটা কোন ধোকা নয়। এটা সত্যিই সত্যি।
http://www.techtunes24.co.cc