ফ্রিলান্সিং ও আউটসোর্সিং পর্ব – ২

গত পর্বে আলোচনা করেছিলাম ‘ফ্রিলান্সিং ও আউটসোর্সিং’ নিয়ে। এখন ফ্রিলান্সিং ও আউটসোর্সিং করতে হলে আপনাকে কোনো একটা কাজ ভালভাবে শিখতে হবে। প্রথমেই আমরা যে সমস্যায় পড়ি, তা হল ‘কি শিখবো, কেনও শিখবো, কিভাবে শিখবো’। আজকের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

বর্তমান সমাজে চাকরী পাওয়া দিনের পর দিন কঠিন হয়ে যাচ্ছে। যে পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর বের হচ্ছে সেই পরিমাণ জব বাড়ছে না। এই জন্য এখন অনেকেই অনলাইনে কাজের মাধ্যমে আয় করতে উৎসাহী। অবশ্যই ভালো কথা এবং অনলাইনে অনেক কাজ পাওয়া যায়। সব ঠিক আছে। নতুনরা প্রথমেই ধাক্কা খায় কি শিখবো, কিভাবে শিখবো ইত্যাদি প্রশ্নের উত্তর না পেয়ে। অনেকেই হতাশ হয়ে যায়। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি 🙂


কি শিখবো?

এর উত্তরে আমি বলবো “যেটা আপনার ভালো লাগে”। দেখা গেলো অমুক ভাই লোগো ডিজাইন করে হাজার হাজার ডলার ইনকাম করেন বা অমুক আপু ওয়েবসাইট বানিয়ে ৫ তলা বাড়ি বানিয়ে ফেলছেন। দেখে আপনিও কোনকিছু চিন্তা না করে লোগো বা ওয়েবসাইট বানানো শিখা শুরু করে দিলেন। প্রথমে আপনার ভুলটা এই জায়গায়। যিনি কোন সেক্টরে ইতিমধ্যে ভালো অবস্থানে আছেন, তিনি কিন্তু একদিনে এই অবস্থায় আসেননি। দিনের পর দিন কাজ শিখে, অনেক পরিশ্রম করে এই অবস্থায় এসেছেন। একদিন বা এক মাস কাজ শিখে এই অবস্থায় আসেন নি।

লম্বা সময় ধরে কাজ করার একটা বড় কারন, তিনি যেই কাজ করেন অই কাজটা উনি ভালবাসেন, কাজটা করে আনন্দ পান। তাই দিনের পর দিনে কাজ শিখতে বিরক্ত হন না। এটাই উনার সফল হওয়ার অন্যতম কারন। ধরুন, আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দেই বা সিনেমা দেখতে যাই বা কোথাও ঘুরতে যাই তখন সময় কোনদিকে যায় টের পাই না। কিন্ত পরীক্ষা দিতে ভালো লাগে? না, কারন পরীক্ষার মধ্যে আপনি কোনো আনন্দ খুঁজে পান না। যদি পরীক্ষা দিতে আপনার ভালো লাগতো তাহলে পরীক্ষা দিতেও আনন্দ পেতেন।

তাই আমি বলবো, কোন কাজ শিখার আগে অই বিষয় নিয়ে কিছুদিন গবেষণা করুন, গুগলে সার্চ করে অই বিষয়টা বোঝার চেষ্টা করুন। কিছুদিন অই বিষয়ে অনুশীলন করুন। দেখুন এই কাজে আপনি আনন্দ পান কিনা। যদি আপনি আনন্দ পান, কাজটা আপনার ভালো লাগে, তাহলে শিখা শুরু করে দিন।


কিভাবে শিখবো?

আপনি কিছুদিন গবেষণা, অনুশীলন করে একটি বিষয় ঠিক করলেন যে, অই বিষয় নিয়ে আপনি দক্ষ হতে আগ্রহী। এখন আপনাকে বিষয়টা গভীরভাবে জানতে হবে, শিখতে হবে। এই অবস্থায় সবাই যে সমস্যায় পড়ে, তাহলো কিভাবে ভালোভাবে শিখা যায়। শিখার জন্য দুইটি মাধ্যম আছে। একটা ভিডিও দেখে আর আরেকটা টেক্সট বা বই পড়ে।

ইউটিউব

ভিডিও টিউটোরিয়াল দেখে শিখার জন্য ভালো মাধ্যম হচ্ছে ইউটিউব। এখানে আপনি যে বিষয়ে শিখতে আগ্রহী সেগুলা নিয়ে প্রচুর ভিডিও পাবেন। আপনি শুধু আপনার আগ্রহের বিষয়টা সার্চ যেমন ‘লোগো ডিজাইন’ নিয়ে আগ্রহ থাকলে শুধু ‘লোগো ডিজাইন’ লিখে সার্চ দিন। দেখুন অনেক ভিডিও পেয়ে যাবেন। ইংলিশ বুজতে সমস্যা? তাইলে “লোগো ডিজাইন বাংলা” লিখে সার্চ দিন। প্রচুর বাংলা ভাষার ভিডিও পাবেন।

যেকোনো একটা একটা সিরিজ দেখা শুরু করুন। ভিডিও দেখায় আমরা প্রথমেই যে কাজটা করি। তাহলো সব ভিডিও একেবারে ডাউনলোড করে হার্ড ডিস্ক ফুল করে ফেলি। এইভাবে আসলে লাভ হয় না। (আমি নিজেও অনেক ভিডিও ডাউনলোড করে রাখি। কয়েকদিন পড়ে ভিডিওটা কেনও ডাউনলোড করেছি, সেই কারণটাই মনে থাকে না। আর শিখা?)

তাই একটা ভিডিও ডাউনলোড করুন। তারপর দেখা শুরু করুন। ভুলেও ফুল ভিডিও একেবারে দেখবেন না। ভিডিও যত বড় হোক। ২-৩ মিনিটসের বেশী দেখবেন না। পজ করে যতটুকু দেখেছেন, ততটুকু অনুশীলন করুন। অনুশীলন শেষ হলে আবার ২-৩ মিনিটস ভিডিও দেখে আগের মতো অনুশীলন করুন। যদিও প্রথম দিকে সময় সাপেক্ষ, পড়ে আস্তে আস্তে এম্নিতেই স্পীড বাড়বে। এইভাবে দেখে আমার অনেক উপকার হইছে 🙂

প্রথমদিকে হয় বুঝতে কষ্ট হবে তবে হাল ছাড়বেন না। যতই কষ্ট হোক, শিখতে থাকুন। নিশ্চয় জানেন ধৈয্যর ফল মিষ্টি হয়।

* চেষ্টা করবেন ইংলিশ ভিডিও ফলো করার জন্য। এতে আপনার ইংলিশ শিখা হবে। পাশাপাশি ইংলিশ ভিডিওতে অনেক গভীরভাবে বোঝানো হয়। যেহেতু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বাইরের দেশের মানুষদের সাথে করা হয়। তখন এই ইংলিশ জানাটা কাজে দিবে।

গুগল

আপনি যদি কোন বিষয় গভীর ভাবে শিখতে চান তাহলে আমি বলবো আপনি গুগল করুন। কারন ভিডিওতে সব বিষয় বিস্তারিত দেখানো সম্ভব হয় না। বিভিন্নও ব্লগ বা ওয়েবসাইটে আপনি বিস্তারিত পাবেন। আপনি শুধু আপনার আগ্রহের বিষয়টা সার্চ যেমন ‘ওয়েব ডেভেলপমেন্ট’ নিয়ে আগ্রহ থাকলে শুধু ‘ওয়েব ডেভেলপমেন্ট’ লিখে সার্চ দিন। দেখুন অনেক ভিডিও পেয়ে যাবেন।

ইংলিশ বুজতে সমস্যা? তাইলে “ওয়েব ডেভেলপমেন্ট বাংলা” লিখে সার্চ দিন। যেভাবে বুঝতে সুবিধা হয়। এবং ভিডিও দেখে কোন বিষয় পরিষ্কার না হলে অই অংশটা গুগল করে বের করার চেষ্টা করুন। অনেকেই দেখবেন এই সমস্যায় পরেছেন আগে। তাদের সমস্যার সমাধান দেওয়া আছে। আপনারটাও পেয়ে যাবেন। 🙂

পরিশেষে আমি বলবো, গুগল এবং ইউটিউব এর মতো দুইজন শিক্ষক থাকার পরেও যদি আপনি শিখতে না পারেন তাহলে এইটা আপনার দোষ। এই দুই শিক্ষক এর কাছে জগতের সকল জিনিসের সমাধান আছে। সমস্যা হল উনারা আপনার কাছে আশাকরি আপনাকেও ফেরাবেন না।

Level 0

আমি Abdullah Nahian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস