লাভজনক বিজনেস আইডিয়া হল ডোমেইন ফ্লিপিং, অর্থাত্ একটি ডোমেইন নেম কিনে সেটিকে বেশি দামে বিক্রি করা।
আমরা সবাই জানি, ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।
সহজ ভাবে বললে, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি dipleg. com এটি একটি ডোমেইন।
সদ্য জন্ম নেওয়া শিশুর যেমন নাম রাখা খুবই জরুরী ঠিক তেমনি আপনার ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক ততখানিই জরুরী। কারণ যতদিন আপনার ব্যবসায় বা ব্লগটি থাকবে তা সেই নামেই পরিচিত হবে। আপনার ব্লগ বা ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক করার অনেকগুলো চলিত নিয়ম রয়েছে, যা আপনার ব্লগে/ব্যবসায়ের নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভাল ভূমিকা রাখবে।
ইন্টারনেটের প্রসারের সাথে সাথে ভালো নামের ডোমেইনগুলো দখল হয়ে গেছে। ফলে ভালো নামে এখন আর কোন ডোমেইন পাওয়া যায় না।
আপনাকে প্রথমে একটি ডোমেইন নেম কিনে নিতে হবে। অনেক ক্ষেত্রেই এক্সপায়ার হয়ে যাওয়া ডোমেইন নেম কেনাই বেশি লাভজনক।
তবে, এই অনলাইন ব্যবসা শুরু করতে হলে, প্রথমে আপনার ডোমেইন নেম সম্পর্কে ভাল ভাবে গবেষণা করে নিতে হবে। জানতে হবে কোন ধরনের ডোমেইন নেম-এর চাহিদা বেশি বা কোন ডোমেইন নেম বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি।
অনেক সময়েই একটি ডোমেইন নেম কেনার পর দ্রুতই সেটি আবার বিক্রি করে ফেলা যায়, তবে মনে রাখা দরকার তা সব সময়ে সত্যি নাও হতে পারে, কখনও একটি ডোমেইন নেম কিনে মাসের পর মাসও ফেলে রাখতে হতে পারে।
আপনি ১০ ডলার দিয়েও ডোমেইন কিনে শুরু করতে পারেন। আবার, ১০০০০ ডলার দিয়ে ডোমেইন কিনেও শুরু করতে পারেন। তবে, আপনি ডোমেইনিং নিয়ে পড়াশোনা না করে লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না।
ডোমেইন ইনভেস্টমেন্ট একবিংশ শতাব্দীর অন্যতম নিরাপদ বিজনেস। ক্ষেত্রবিশেষে ডোমেইন ইনভেস্টমেন্ট এর উপরে কয়েকশত গুন বেশি লাভ সম্ভব।
এখানে, ডোমেইন অকশন করা বা বেচাকেনা করার দশটি প্রথম সারির ওয়েবসাইটের নাম তুলে ধরা হলো। যেগুলো সম্পন্ন বিশ্বস্ত ও জনপ্রিয় ওয়েবসাইট। এ সাইট গুলোর মধ্যে যেকোনো সাইট থেকে আপনি ডোমেইন বেচাকেনা করতে পারেন।
১, GoDaddy auction
2, freemarket
৩, sedo
৪, flippa.
৫, epik.
৬, Dan
৭, Flippa
8, SnapNames
9, bido
১০, dropcatch
১১, bgd. com.bd
আপনারা কেউ ডোমেইন ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে কাজ করতে চাইলে, এখানে চোখ রাখুন
আমার ব্লগ Nitbuz.Com
আমি রাসেল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।