আমরা যারা অনলাইন থেকে আয় করতে চাই। তাদের জন্য ভালো একটি কাজ আজকের টিউন এর মাধ্যমে আমি শেয়ার করবো। আপনি যদি একেবার নতুন হয়ে থাকেন। কিভাবে অনলাইন থেকে আয় করবেন তা বুঝে না থাকেন তাহলে আজকের এই টিউন টি আপনার জন্যই। অনেকেই আছে যারা অনলাইন আয় কি বোঝেন না। আবার অনেকেই আছে যারা ভাবেন অনলাইন ইনকাম ভুয়া। আসলে কিন্তু এমন না, আপনাকে জানতে হবে সঠিক উপায় বা সঠিক App.
মোবাইল দিয়ে আয় করার জন্য আপনারা প্লেস্টোর এ বিভিন্ন ধরনের অ্যাপ পেয়ে যাবেন। যার মধ্যে ৮০% ফেক। কাজ করিয়ে নেয় পেমেন্ট দেই না। কিন্তু আজ আমি যে অ্যাপ টা শেয়ার করবো এই অ্যাপ থেকে আমি পেমেন্ট পেয়েছি। মুলত আমি এই ধরনের অ্যাপ গুলোতে তত টা কাজ করি না। কিন্তু আপনারা যারা একদম নতুন তাদের জন্য আমাকে কাজ করতে হয়। এবং নিজে যখন কোন অ্যাপ থেকে পেমেন্ট পাই তখন আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন মূল বিষয়ে চলে যাই।
প্রথমে play store থেকে app টি ডাউনলোড করে নিন।
App Link: ClipClaps
প্রথমে অ্যাপটা ইন্সটল করার পর আপনার ফেসবুক কিংবা গুগল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তারপর
প্রথমে আপনি নিজের একটা ছবি আপলোড করবেন।
তারপরে আপনি পুরুষ হলে ছেলের ছবিতে ক্লিক করবেন এবং মেয়ে হলে মেয়ের ছবিতে ক্লিক করবেন। তার নিচে আপনার First Name, Last Name এবং আপনার birthday তারিখ দিবেন। এবং Next বাটুনে ক্লিক করবেন। এবার আপনার সামনে ৩০ সেকেন্ডের একটি এড আসবে সেই এড দেখে Rewards অপশনে ক্লিক করবেন। তাহালে আপনার ClipClaps অ্যাকাউন্ট খুলা সম্পূর্ণ হয়ে গেল।
অ্যাকাউন্ট খুলার পরে উপরে ডান পাশে Reddem নামে একটা অপশন আছে। সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সেখানে এই কোড নাম্বারটি 2 U F G C R 0 Z বাসতে হবে।
কোড নম্বর- 2 U F G C R 0 Z
কোডটি বসানোর পরে আপনি Reddem বাটুনে Click করবেন। Click করার সাথে সাথে আপনার সামনে লেখা আসবে You have receive a dollar! তার মানে আপনি এক ডলার বোনাস পেয়ে গেছেন। এবার আপনি Continue বাটুনে ক্লিক করবেন। তারপরে ব্যালেন্সে দেখবেন ইনিস্ট্যন্ট ১ ডলার যোগ হয়ে গেছে।
নীচে একটি বক্স থাকবে। ওই বক্সে ক্লিক করতে হবে এবং confirm করলে আপনার ব্যালেন্সে ১ ডলার যোগ হয়ে যাবে। আপনি একাউন্ট্ করার পর ২ ডলার মানে ১৭০ টাকা ইনিস্ট্যন্ট বোনাস পেয়ে যাবেন।
আপনি এখানে লগিন করার পরে প্রাথমিকভাবে এখানে ভিডিও দেখতে হবে। ভিডিওর মাঝে কিছু Rewards box থাকবে যা আপনি ভিডিও দেখার বিনিময়ে অর্জন করতে পারবেন। এখানে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ইনকাম হবে।
এখানে ১০ ডলার হয়ে গেলে পেপাল ও বিকাশে নিয়ে নিতে পারবেন।
এই অ্যাপসটা ১০০% পেমেন্ট করে। যারা কাজ শুরু করেন নাই তারা জলদি করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ্ হাফেজ।
আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।