আজকে আপনাদেরকে এমন কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সন্ধান দেবো যেগুলো থেকে এস ই ও, ব্যাকলিংক, সোস্যাল মিডিয়া, ওয়েব রিসার্চ বা, ডাটা এন্ট্রি এগুলো করে খুব সহজেই আয় করা যায়। এজন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, সহজ কাজটা পারলেই হবে। আর যদি আপনি কোন কাজ খুব ভালো পারেন, সেটাও এইসব মার্কেটপ্লেসে করার সুযোগ পাবেন এবং বড় অঙ্কের টাকাও আয় করতে পারবেন।
বিড না করে কিভাবেঃ কিছু সাইট আছে যেখানে পদ্ধতিটা অন্যরকম। এইসব সাইটে বিড করার পদ্ধতি নেই, ফ্রিল্যান্সাররা এখানে তাদের দক্ষতার বিবরণ দিয়ে সার্ভিসের দাম উল্লেখ করে সার্ভিস তৈরি করে রেখে দেন আর, যারা কিনতে আগ্রহী তারা খুঁজে খুঁজে সেটা কিনে নেন। এরপর দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে কাজ কমপ্লিট হয়।
ব্যাকলিংক তৈরি করে ১ ডলারেও বিক্রি করা যাবে। অন্যদের চেয়ে একটু বেশী কিছু একটু কম দামে দিলে আপনার সার্ভিস বিক্রি করতে পারবেন। ওয়েবসাইটগুলো সম্পর্কে ধারণা দেই-
Seoclerk:
এখানে এস ই ও এবং ওয়েবমাস্টার সম্পর্কিত কাজ বেশী পাওয়া যায়। এখান থেকে কম দামে সার্ভিস কেনা যায় এবং কম দামে সহজে বিক্রিও করা যায়। যোগ্যতা থাকলে এই সাইটে দামী সার্ভিসও(১০০-১৫০ ডলার) বিক্রি করতে পারবেন। সাধারণত ওয়েব সাইট এবং ইউটিউব ভিজিটর, ব্যাকলিংক তৈরি, কিওয়ার্ড রিসার্চ এগুলো বেশী বিক্রি হয়। তবে, লোগো ডিজাইন, ওয়েবসাইট তৈরি, থীম ডেভেলপমেন্ট, এনড্রয়েড এপ তৈরি এগুলোও করা যাবে।
Fiverr:
এই সাইটটিকে অনেকেই আপওয়ার্কের উপরে স্থান দেন। যে বৈশিষ্ট্যের কথা বলেছি- বিড করার প্রয়োজন হয় না, এই কারণেই। প্রগ্রামার, গ্রাফিক ডিজাইনার, এস ই ও মার্কেটার সবার পছন্দের একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফাইভার। এখানে খুব সুন্দরভাবে গিগস বা, সার্ভিসের বর্ণনা লেখা যায়। এবং সেটা অন্যেরা কিনে নেন। বাংলাদেশে অনেকেই এই প্ল্যাটফর্মে কাজ করছেন।
Microworkers:
এটি অন্যগুলো থেকে আলাদা, এবং একেবারে কিছু না পারলেও আপনার জন্য এখানে কাজ আছে। সাইন আপ, লাইক দেয়া, টিউমেন্ট করা, এনড্রয়েড এপ ডাউনলোড এগুলো করেও এখান থেকে আয় করা যাবে। আপনি যদি দক্ষতা দেখাতে পারেন তাহলে নিয়মিত কাজ পাবেন, না দেখাতে পারলে পাবেন না। এখানে আর্টিকেল লেখা, ফোরাম টিউনিং, ব্লগ টিউনিং এর কাজগুলো বেশ জনপ্রিয়। এক একটা আর্টিকেলের জন্য ১ থেকে ৫ ডলার পেতে পারেন। এখানে বিডও করতে পারবেন না, সার্ভিসও তৈরি করতে পারবেন না। আপনার দক্ষতা দেখে Hire করে কাজ দেবে। আর এমনিতে কিছু কাজ পাবেন যা করে দক্ষতা দেখাতে পারবেন।
যারা কিছুই করতে পারছেন না, তারা মাইক্রোওয়ার্কার্সে চেষ্টা করে দেখতে পারেন। উপরের তিনটি সাইটের ব্যাপারেই এটা প্রমাণিত যে এরা কারো টাকা মেরে দেয় না। কাজ ঠিকঠাক করলে পেমেন্টও সবাই ঠিকঠাক পায়। আপনারা যারা এগুলোতে এখনো চেষ্টা করেননি, তারা চেষ্টা করে দেখতে পারেন।
তথ্যসূত্রঃ বিড ছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার উপায়
আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।
ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz