এরকম শিরোনামের টিউন প্রায়ই দেখা যায় এবং সেগুলোতে থাকে হাজার হাজার ভিউ। সেই সব ভিজিটরদের উদ্দেশ্যে এই লেখাটি লেখা শুরু করলাম। যে সাইটগুলোতে ক্লিক করলে টাকা দেয় সেগুলোকে বলা হয় পিটিসি সাইট। পিটিসি এর পূর্ণরূপ হচ্ছে পেইড টু ক্লিক। এইসব সাইটে বিভিন্ন এড দেখানো হয়, এই সব এডে ক্লিক করলেই ঐ সাইটের মালিক যারা তারা টাকা পায় এড যারা দেখায় তাদের কাছ থেকে। আর সেই টাকার একটা অংশ যারা ক্লিক করে তাদেরকে দেয়। আমি এইসব সাইট নিয়ে গবেষণা করেছি, এরা সাধারণত Adhitz এবং a-ads এর এড দেখায়।
না ভাই, সম্ভব না। নিজেকে খেয়া ফেলা সাপের হাইপোথিসিস আপনাদেরকে শোনাই- মনে করুন, একটা সাপ আছে যে সের লেজ থেকে শুরু করে নিজেকে খেয়ে ফেলতে পারে। শরীর খাওয়ার পর মুখ কিভাবে খাবে? সম্ভব না, এটা অযৌক্তিক।
বিজ্ঞাপণ দেখিয়ে প্রতিটি বিজ্ঞাপণে ক্লিকে আয় হবে 0.04 USD (adhitz এর রেট দক্ষিণ এশিয়ায় এরকমই)। আপনাকে দিবে 0.01USD. এভাবে তাদের থাকবে ০.০৩ ডলার লাভ। নিজেদের সাইটের বিজ্ঞাপণ, রেফারেল কমিশন সব বাদ দিয়ে আরো কম ০.০১ ডলার হয়তো থাকবে। যারা বিজ্ঞাপনদাতা তারা বিজ্ঞাপণ দিচ্ছে আপনার কাছ থেকে ০.০৪ ডলারের চেয়ে বেশী লাভ করতে পারবে এই এনালাইসিস করে তারপর। তারা আপনাকে এক অংশ আর, প্রকাশককে এক অংশ দিয়ে আংগুল চুষবে না।
এই মডেল কাজ করবে না। আপনি বলবেন Neubux ২০০৭ সাল থেকে আছে। ভাই, অন্যসব কই গেলো Probux, cleverbux হ্যান ত্যান সব হারিয়ে গেছে। Neobux কেন আছে(আমি জানি না এখনো আছে কি না)? ওরা কিছু লোককে টাকা দেয়, কিছু লোককে ঠকায়। যাদের অনেক ডিরেক্ট রেফারেল আছে, তারা টাকা পায়। আপনার মতো যারা একাউন্ট খুলে রেফারেল কেনে আর ক্লিক করে তারা কখনোই আয় করে মিনিমামে পৌছাতে পারে না।
কখনোই এইসব সাইটে একাউন্ট খুলবেন না। বরং, সহজ কাজের জন্য Microworkers এর মতো সাইটে গিয়ে একাউন্ট খুলে, টিউমেন্টে লিংক দিয়ে টাকা নিতে পারেন। একটু কষ্ট করে ব্যাকলিংক বিল্ডিং শিখলে Seockerks, Fiverr এর মতো সাইট থেকে সার্ভিস বিক্রি করে আয় করতে পারবেন। ঐসব হাবিজাবি সাইটে একাউন্ট না খুলে প্রফাইল ব্যাকলিংক তৈরি শিখে নিতে পারেন। আপনাদের জন্য ৪০০+ প্রফাইল ব্যাকলিংক সাইট এর লিস্ট দিলাম।
আরেকটু কষ্ট করলে, ওয়েব ২.০ ব্লগে ব্যাকলিঙ্ক দেয়া, ফোরাম টিউনিং এগুলো শিখতে পারেন। আরো অনেক উপায় আছে অনলাইনে আয় করার, সেগুলো করুন-
আরো অনেক কিছু আছে সেখার যেগুলো শিখলে ফ্রিল্যান্সার্স ডট কম বা, আপওয়ার্ক থেকে আয় করতে পারবেন। সেক্ষেত্রে বিড করতে হবে এবং যে আপনাকে কাজ দিবে তাকে বুঝাতে হবে যে আপনি এগুলো পারেন। এর বাইরে ওয়েবসাইটে ব্লগিং বা, এফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারবেন। একটু শিখে নিন, তাহলে পারবেন। আমার আরেকটি টিউন- স্প্যামিং ছাড়া ব্যাকলিংক পাওয়ার সহজ উপায়
আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।
ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz
Banglalink e 1 gb internet free prte dail *121*200#