আপনাদের মাঝে অনেকেই আছেন যারা নিচে দেয়া কয়েকটি ওয়েবসাইটের সমন্ধে অবশই জানে থাকবেন। তবে, এই ওয়েবসাইট গুলির বিষয়ে হয়তো অনেকেই আছেন যারা জানেননা। যেমন:
১. Typing : এই ওয়েবসাইট আপনার জন্য অনেক কাজের বোলে প্রমাণিত হতে পারে। কারণ, এখানে গিয়ে আপনি keyboard typing practice করে নিজের টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন। স্টুডেন্টসদের জন্য এ অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট। Students দের জন্য এই সাইট বা সফটওয়ারটি অনেক প্রয়োজন। টাইপিং স্পিড ছাড়া ফ্রিল্যান্সিং প্রায় অসম্ভব। নিজেকে আপডেট রেখে টাইপিং গতীটা এই জন্যই বাড়ানো উচিত।
২. ClipConverter: এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে যেকোনো ইউটিউবের ভিডিও কনভার্ট করে সেটা নিজের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করতে পারবেন।
এছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি ভিডিও তে ক্লিক করুন এবং https://www. এর পর এবং youtube.com/watch? এর আগে ss বসিয়ে ইন্টার প্রেস করুন দেখবেন ডাউনলোড এর চিহ্ন আসবে যেমন https://www ssyoutube.com/watch?……. Enter Press করুন। অথবা en.savefrom/ এই ওয়েবসাইট এ গিয়ে সেই ভিডিও এর ইউআরএল টি পেষ্ট করুন আর ডাউনলোড এ ক্লিক করুন।
3. Google Translate–(Translate to any language) যেকোনো ভাষাকে এক ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করার জন্য।
৪. Grammarly: ইংরেজি লেখার সময় grammar ভুল না করার এইটা শ্রেষ্ঠ মাধ্যম। English writing করতে আপনার পুরো কাজে আসবে।
৫. Wikipedia : সারাবিশ্বের যেকোনো বিখ্যাত জিনিস, বিখ্যাত জায়গা, প্রাণী, বিখ্যাত ওয়েবসাই সহ বিক্ষাত যেকোনো লোকের বেপারে যদি আপনি জানতে চান তাহলে এই website আপনাকে সঠিকভাবে তথ্য দিয়ে সাহায্য করবে। এছাড়া আপনি চাইলে উইকিপেডিয়া বাংলাতেও খুঁজেঁ পড়তে পারবেন।
৬. Fast: যদি আপনি নিজের ইন্টারনেট স্পিড দেখতে চান, তাহলে fast.com এ গিয়ে নিজের ইন্টারনেটের স্পিড টেস্ট করতে পারবেন।
৭. Iconfinder : এই ওয়েবসাইট এর মাধ্যমে নিজের অনলাইন লোগো, ব্লগ বা যেকোনো কনটেন্ট এর জন্য হাজার হাজার ICON Images ফ্রিতেই পেয়ে যাবেন।
৮. flaticon : এই ওয়েবসাইট এর মাধ্যমেও নিজের অনলাইন লোগো, ব্লগ বা যেকোনো কনটেন্ট এর জন্য হাজার হাজার ICON Images ফ্রিতেই পেয়ে যাবেন (Download)। এই ওয়েবসাইট টি সবথেকে বেশি পরিচিত ফ্রিল্যান্সারদের কাছে।
৯. Unsplash : এই ওয়েবসাইট থেকে free stock images নিজের ব্লগ, ওয়েবসাইট, ইউটিউবের চ্যানেল বা advertising এর জন্য এখানে পাবেন।
১০. Thunkable : কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই android app তৈরি করতে পারেন এই সাইট থেকে।
১১. Powtoon : এই মজার ওয়েবসাইট Use করে আপনারা animated cartoon videos বানাতে পারবেন।
১২. Codecademy : বিভিন্য কোডিং language যেমন css, python, web-development, sql, php অনলাইন শেখার জন্য এই ওয়েবসাইট সেরা। .সম্পূর্ণ টিউনটি পড়ার অনুরোধ করছি এই লিংক থেকে.
আমি আবু বকর মাসুম। Branch Director with Trainer, BCE Computer (A Project of NIJUS), Dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
Hi guys, This is Abu Bakar Masum, Branch Director with Trainer of BCE Computer and Online Digital marketer with YouTuber “যাদের কেউ নেই তাদের অনলাইন আছে”
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।