আমাদের মধ্যে এখনো এমন অনেকেই আছে যারা ভাবেন অনলাইনে আয় করা সম্ভব না। আবার এমন অনেকেই আছেন যারা হয়তো জানেন যে অনলাইনে আয় করা সম্ভব তবে কিভাবে আয় করতে হয় সেতা জানেন না। আজকেই এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি কি উপায়ে অনলাইনে আয় করা সম্ভব।
তবে সবার আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোঃ লিমন হোসেন। আমি বর্তমানে UI/UX Design, Web Development, Android Development এর উপর ফ্রিল্যান্সিং করতেছি। পাশাপাশি আমি অনলাইনে নিজের কিছু অ্যাপ এবং ওয়েব সাইট এর মাধ্যমে অর্থ উপার্জন করি। এবং Softnext IT নামে আমার একটি আইটি ফার্ম রয়েছে।
আমি মনে করি যারা ফ্রিল্যান্সিং ২৪ এর পাঠক রয়েছেন। তারা সকলেই ফ্রিল্যান্সিং বা অনলাইন আয় এর সাথে সম্পৃক্ত। এবং আমরা সবাই চাই অনলাইনে থেকে আয় করে কিছু একটা করে দেখাতে। তবে অনেকেই সঠিক গাইড লাইন এবং দিক নির্দেশনার অভাবে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না। আজ আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু তথ্য দিবো যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অনলাইন থেকে আয় কিভাবে সম্ভব এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়।
অনলাইন থেকে আশাকরি। আচ্ছা এখন আমাদের দোকান তৈরি হলো দোকানে কাস্টমার লাগবে সেহেতু আমরা কি করি? বিভিন্ন ধরনের টিউনার তৈরি করি এর পর সেটা প্রতি রাস্তার মোড়ে মোড়ে লাগায়ে রাখি। এর পর যখন আমাদের দোকানের কাস্টমার আশা শুরু হয় তখন কি করি? তখন অবশ্যই দোকানে কিছু কর্মচারী নিযুক্ত করি যারা আমাদের পন্যবেচা কেনা করবেন।
ঠিক অনুরুপ ভাবেই আপনি যখন এই কাজ গুলো অনলাইনে করতে যাবেন। তখন আপনি অনলাইনকে কাজে লাগিয়ে খুব ভালো ভাবেই ব্যাবসা করে অনলাইন থেকে আয় করতে পারবেন। উপরে আমি অফলাইনে একটি দোকান পরিচালনার জন্য যা যা প্রয়োজন হবে সেটি তুলে ধরেছি। তবে সম্পূর্ণ কাজ টি যখন আপনি অনলাইনে করতে যাবেন। তখন দেখা যাবে দোকানের পরিবর্তে আপনার অনলাইনে পন্য বেচাকেনার জন্য অবশ্যই একটি অনলাইন শপ এর দরকার হবে। যেটাকে বলে ই-কমার্স ওয়েবসাইট। এখন আপনি এই ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন? অবশ্যই যে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারে তার কাছে জেতে হবে সুতরাং একজন ডেভেলপার এর থেকে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। এরপর আপনার ওয়েবসাইট বা ই-কমারস শপ তৈরি হয়ে গেলে। অফলাইনে ঠিক আপনি যেমন ভাবে বিজ্ঞাপণ প্রচার করার জন্য টিউনার তৈরি করেছিলেন তেমন ভাবে আপনার শপের বিজ্ঞাপণ তৈরি করবেন এবং সেটি প্রচার করার জন্য জেতে হবে কোন বিজ্ঞাপণ প্রতিষ্ঠাতা, যেমন ফেসবুক, গুগল যাদের মাধ্যমে আপনি আপনার শপের প্রচার করতে পারবেন এবং কাস্টমার আপনার কাছে আসবে প্রোডাক্ট কিনতে। এখন এই প্রডাক্ট তো আর আপনি নিজে বেচতে পারবেন না অবশ্যই তার জন্য আপনার কর্মচারী এর দরকার হবে। এবং আপনি অনলাইনে এমন করমচারী পেয়ে যাবেন যারা আপনার প্রডাক্ট বেচার কাজ করে দিবে।
বাস্তব জীবনে আপনি যে সকল কাজ গুলো করেন সেগুলো অনলাইনের মাধ্যমে করাকেই আউটসোরসিং বলে। একজন ই-কমারস ওয়েবসাইট এর মালিক হিসেবেও আপনি অনলাইনে আয় করতে পারবেন নিজের কোন প্রোডাক্ট ছাড়াই। কেননা অনলাইনে আপনি সব পাবেন। আপনি অনলাইনে ফ্রিতে প্রোডাক্ট ও পাবেন যেগুলো বেচার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আশা করি আমি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি অনলাইন আয় সম্ভব। এখন আপনি একটু ভাবুন আশলেই কি অনলাইনে আয় সম্ভব?
উপরে আমি যে বিষয় গুলো তুলে ধরলাম। একজন উদ্দ্যক্তা যে তার অনলাইন ব্যাবসার জন্য ই-কমারস শপ তৈরির ক্ষেত্রে ডেভেলপার, ডিজাইয়ার, মারকেটার, বিজ্ঞাপণ প্রভাইডার, এবং সাপোর্ট জন্য কর্মচারী এর প্রয়োজন হয়েছে। যেগুলোর প্রত্যেকটি কর্মচারী সে অনলাইন থেকেই নিয়োগ দেই। এবং যারা এই কাজ গুলো করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার। এখন আপনি চাইলে ডেভেলপার, ডিজাইনার, মারকেটার, সাপোর্ট ম্যানেজার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এবং এই সকল কাজের উপর নিজের দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমি শুধু মাত্র উদাহরন হিসেবে কিছু কাজ তুলে ধরলাম এমন হাজার হাজার কাজ রয়েছে যেগুলো করে আপনি অনলাইনে আয় করতে পারবেন এবং এমন অনেক কাজ রয়েছে সেগুলো সঠিক ভাবে শেখার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আপনি অনলাইনে ব্যাবসা বা ফ্রিল্যান্সিং যেটাই করুন না কেনো আপনি কিন্তু আউটসোরসিং করতেছেনে। এক কথায় বলতে গেলে বাস্তব জীবনের কাজ গুলো অনলাইনে করাকেই আউটসোরসিং বা অনলাইন আয় বলা হয়। অনলাইন আয় এমন কোন জাদুকারি বিষয় নয় যা করতে গেলে আপনাকে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে জাদু শিখে আশাকরি যারা ২০২০ সালে এসেও অনলাইনে আয় সম্পর্কে ধারনা রাখে না বা অনলাইনে ব্যাবসা সম্পর্কেও ধারনা রাখে না তারা বোকা ছাড়া কিছুওই না। অনলাইন বা অফলাইন আপনি যে কাজ টি করবেন সেটাই কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে সাভলম্বি করতে সহয়তা করবে। সুতরাং প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ধারনার নেওয়ার মাধ্যমে যে কোন কাজ শুরু করলেই আপনি সঠিক গন্তব্যে পোওছাতে পারবেন। আশা করি টিউন টি আপনার ভালো লেগছে ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন ধন্যবাদ।
এমন আরো টিউন পেতে ভিজিট করুন। ফ্রিল্যান্সিং২৪ ডট কম
আমি ইয়াসিন আরাফাত লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।