আশাকরি সকলে ভালো আছেন। বর্তমান বিশ্বে অনলাইনে আয়ের এক অন্যতম উৎস হলো ফ্রিল্যাসিং করে আয় করা। অনেকেই অনলাইন ইনকাম বলতে আউটসোর্সিং বোঝে কিন্তু এক্ষেত্রে আউটসোর্সিং আর ফ্রিল্যাসিং এর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। আমরা আজকের আলোচনায় ফ্রিল্যান্সিং তুলে ধরবো। আর কিছু টিপস দেবার চেষ্টা করব নতুন অবস্থায় কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়।
চলুন শুরু করি।
ফ্রিল্যান্সিং বলতে বোঝায় মুক্ত পেশা। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে অফিসে যাবার কোন ঝামেলা নেই। আপনি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে স্বাধীন ভাবে কাজ করবেন। এক্ষেত্রে কোন যেকোন ব্যক্তিই যদি স্বাধীনভাবে কোন কোম্পানিতে কাজ করে তবে সেটাকে ফ্রিল্যান্সিং বলা যাবে।
অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার অমিত এক সম্ভাবনা আছে। আপনি একবার সঠিক ফিল্ডে সঠিক ভাবে কাজ করতে পারলে আপনাকে আর সরকারি চাকরির জন্য লাইনে ধাক্কা ধাক্কি করতে হবে না।
ফ্রিল্যান্সিং জগতে প্রচুর কাজ রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় কিছু কাজ হলোঃ
এই রকম আরো হাজারো কাজ আছে তবে এইগুলা সর্বাধিক জনপ্রিয় ওয়েব ডেভোলপমেন্ট(Web Development)
ওয়েব ডেভলোপমেন্ট ঃ ওয়েব ডেভলোপমেন্ট হলো প্রাথমিক অবস্থায় ফ্রিল্যান্সিং জগতের সবথেকে জনপ্রিয় জায়গা। প্রাথমিক অবস্থায় বলছি কারন ওয়েব ডেভলোপমেন্ট নতুন অবস্থায় শিখে অনেকেই মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দেয়।
ভয় পাবেন না এটা এতটাও কঠিন কিছুনা। তাদের লক্ষ বস্তু সঠিক না হওয়ায় তারা মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু আপনার লক্ষ্য বস্তু যদি নির্ধারিত হয় এবং আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন তবে আপনার দ্বারাই সম্ভব হবে।
ওয়েব ডেভলোপমেন্ট ২ প্রকার ফ্রন্ট ইন্ড ডেভলোপমেন্ট এবং ব্যাক ইন্ড ডেভলোপমেন্ট।
আমরা একটি ওয়েব সাইটে ভিজিট এর সময় যা যা দেখি সবই ফ্রন্ট ইন্ড ডেভলোপারের কাজ। ফ্রন্ট ইন্ড ডেভলোপমেন্টকে আবার ওয়েব ডিজাইন ও বলা হয়ে থাকে। ওয়েব ডিজাইনের কাজ করা হয় HTML, CSS, JAVASCRIPT, BOOTSTRAP, Jquery এর মাধ্যমে। এইগুলা শিখলে আপনি মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে ইঙ্কাম করতে পারবেন। এটা আমি বললাম প্রাথমিক অবস্থার কথা যত শিখবেন তত আয় বাড়বে ইনশাআল্লাহ
ব্যাকইন্ড ডেভলোপমেন্টের আরেক নাম হলো সার্ভার সাইড বা ক্লাইন্ট সাইড। ব্যাকইন্ড ডেভলোপমেন্টের কাজ করা হয় PHP, PYTHON, RUBY, MYSQL ইত্যাদি এর মাধমে।
ওয়েব ডেভলোপমেন্ট শিখার জন্য অনেক সোর্স আছে ইউটিউব গুগল ইত্যাদি. আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে শিখতে পারেন।
আমি কিছু ওয়েব সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যেখানে শিখতে পারবেন।
কাজ পেতে হলে কাজ শিখতে হবে আর যদি ভেবে থাকেন কাজ না শিখে আয় করবেন তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আপনি বরং ইউটিউবে ফানি ভিডিও দেখেন আর চাকরির বাজারে ধাক্কা ধাক্কির জন্য প্রস্তুতি নেন।
আজকের মত এখানেই শেষ করছি। অন্যদিন অন্যকোন বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ততোদিন সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি নাফিজ ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dreamer || Learner || Student || Web Developer || Wordpress Developer
আগে নিজের বানান ঠিক কর তারপরে অন্যরে শিখাইতে আসিস