আশাকরি সবাই ভাল আছেন, এটা টেকটিউনস এ আমার প্রথম টিউন। আজ আমি সার্ভে কাজের জন্য একটি বেস্ট ভি.পি.এস সাইট আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিভিন্ন ফোরাম বা ফেসবুকে আজকাল দেখি অনেক ভাই ভাগার ভি.পি.এস চাই বা ভাই ভি.পি.এস দেন দেন করে মাথা খারাপ করে। আর তারই সুযোগ লুটে নিয়ে বেশ কিছু ভাইজানেরা দারুন এক ব্যবসা শুরু করেছে, অনেক অনেক দামি দামি ডাইলগ দিয়ে ফেসবুক এ গ্রূপ পেজ খুলে চলেছেন, কিন্তু কেউ ই এই ভি.পি.এস কেনার সাইট টা শেয়ার করেনা। যাতে করে সবাই তাদের কাছ থেকে ভি.পি.এস টা কেনে। যে ভি.পি.এস এর দাম ১৫ ডলার সেই ভি.পি.এস তারা ৩০ বা ৪০ ডলার করে বিক্রি করছে আমাদের নতুন কাজে ইচ্ছুক ভাই ভাগার দের কাছে, বিষয় টা বেশ খারাপ লাগে, কারন আমি নিজেও এটা ভোগ করেছি, তাই আমার অভিজ্ঞতা থেকে ভাল একটা ভি.পি.এস সাইট শেয়ার করতে চাই। আপনারা নিজে থেকে সঠিক মূল্যে আপনাদের ভি.পি.এস কিনে নিতে পারেন।
যদি কোনো প্রসেস বুঝতে সমস্যা হয় তাহলে সাইট এর সাপোর্ট এ কথা বলবেন যে, আমি ইউ.এস.এ এর একটি ডেডিকেটেড আই.পি এর ভি.পি.এস কিনতে চাই, তারা আপনাকে সব ই সুন্দর করে বুঝিয়ে দেবে। কিন্তু ভি.পি.এস টা আপনি সার্ভে কাজে ব্যবহার করবেন সেটা সাপোর্ট এ কখোনো বলবেন না, আপনি বলবেন আপনার ব্যাবসার জন্য একটা ডেডিকেটেড আই.পি চাই। সুন্দর ভাবে কাজ করার জন্য অবশ্যই ২ জিবি র্যাম এর ভি.পি.এস কিনবেন, তাহলে ভি.পি.এস কখনো স্লো কাজ করবেনা।
সবাই ভাল থাকবেন আর ভালভাবে কাজ করবেন, কোনো সমস্যা থাকলে টিউমেন্ট এ লিখে জানাবেন, অবশ্যই সমাধান এর চেষ্টা কোরবো কোনো প্রকার ব্যাবসা বা লাভ বা ফি ছাড়াই, কারন আমি জানি অনলাইন এ সাকসেস পাওয়া কতটা কঠিন, কারন কেউ ই আপনাকে তার রিসোর্স শেয়ার কোরবেনা, কিন্তু আমি মনে করি আমার রিসোর্স আপনাকে শেয়ার কোরলে আপনি আমার ডলার নিয়ে নিবেন না।
সার্ভে সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য টিউমেন্ট করুন। কোনো ব্যাবসা নয়, আমার সাধ্য মত চেষ্টা কোরবো আপনাকে হেল্প করতে।
VPS Site Link - https://bit.ly/36Mh8AH
সবাইকে ধন্যবাদ
আমি সজীব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সজিব ভাই আপনার কন্টাক্ট নাম্বার টা পাওয়া যাবে?