ফ্রিল্যান্সিংকে ফুল টাইম নিতে চান? এই ১০ টি কাজ করতে পারবেন কি না নিজে কে প্রশ্ন করুন!

১০ টি স্টেপকে ফলো করলে আমি মনে করি ফ্রিল্যান্সিংকে আপনি ফুল-টাইম হিসেবে নিতে পারবেন –

১.নিজেকে অবশ্যই নিজের গোল ঠিক করতে হবে

২.নিজেকেই নিজ সেক্টর আইডেন্টিফাই করতে হবে -(কারন নিজের ভাল লাগাটা অবশ্যই আপনি ছাড়া অন্য কেউ জানে না)

৩. আপনার লক্ষ্য অনুযায়ী ক্লায়েন্ট সনাক্ত করার চেষ্টা করে যান

৪.আপনার সার্ভিস এর সঠিক প্রাইজ সেট করুন

৫.আপনি যেই সেক্টরোই হোন না কেনো আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা জরুরি মনে করি আমি। তাই নিজের পোক্ত পোর্টফলিও বানান

৬.একটি করে নমুনা কাজ রাখুন

৭.চিন্তাভাবনা করে প্রথম ক্লায়েন্টকে হেন্ডেল করবেন

৮. আপনার বিষয়বস্তু ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার ধরনটা আলাদা রাখুন (কপির চিন্তা দুরে রাখুন)

৯.নিজেকে সবসময় বেকডেটেড নয় আপ টু ডেট করুন।

১০. আপনার দৈনন্দিন কাজের সাথে ফ্রিল্যান্সিংকে মিলাবেন না। তাহলে সব গুলিয়ে ফেলবেন৷ একটিতে ফোকাস করুন।

ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন : http://www.ReadBaaz.Com

Level 0

আমি শুভ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস