রিসার্চ করে দেখা যে যে, যারা সবচেয়ে বেশি দক্ষ ওয়েব ডিজাইনার তারা নিজে নিজেই শিখেছে। আর বিশেষ করে যারা ইন্টারনেট ও ওয়েব এবং এই সম্পর্কিত জিনিস বানিয়েছে, তারা নিজে নিজেই বানিয়েছে।
তাই আপনিও অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে পারবেন, যদি আপনার অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকে।
নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে চাইলে যা প্রয়োজনঃ
✅ ১. অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা
✅ ২. একটি কম্পিউটার
✅ ৩. ইন্টারনেট
যা যা শিখতে হবেঃ
✅ ১. HTML
✅ ২. CSS
✅ ৩. JavaScript
উপরের তিনটি অবশ্যই শিখতেই হবে।
বিকল্প হিসেবে নিচের দুটি শিকতে পারেন।
✅ ১. WordPress
✅ ২. PHP
যেখানে শিখবেনঃ
ইন্টারনেট এ প্রচুর সংখ্যক ওয়েব সাইট আছে যেখান থেকে এইসব শেখা যায়। আমি নিচে আমার কয়েকটি প্রিয় মাধ্যম উল্লেখ্য করলাম।
১. HTML and HTML5 | freeCodeCamp
৫. HTML Tutorial: Learn HTML For Free | Codecademy
৬. CSS Tutorial: Learn CSS For Free | Codecademy
৭. JavaScript Tutorial: Learn JavaScript For Free | Codecademy
৯. Introduction to HTML | W3schools
ভিডিও দেখে শিখতে চাইলে এখানে যেতে পারেন।
১. HTML and CSS for Beginners - Build a Website & Launch ONLINE
২. Learn HTML5 For Free: An Introduction To HTML | Scrimba
৩. CSS Course: An Introduction To CSS | Scrimba
৪. ES6 Tutorial: Learn Modern JavaScript | Scrimba
এছাড়াও ইন্টারনেট এ আরো অনেক সাহায্য পাবেন। ইংরেজি ভাষা না বুঝলে Youtube এ বাংলা ভাষায় অনেক টিওটোরিয়ালস পাবেন।
আরো টিপস পেতে ভিজিট করুন এখানে Wiki Zone
আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।