এখন থেকে ঘরে বসে নিজে নিজেই ওয়েব ডিজাইন শিখুন

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

রিসার্চ করে দেখা যে যে, যারা সবচেয়ে বেশি দক্ষ ওয়েব ডিজাইনার তারা নিজে নিজেই শিখেছে। আর বিশেষ করে যারা ইন্টারনেট ও ওয়েব এবং এই সম্পর্কিত জিনিস বানিয়েছে, তারা নিজে নিজেই বানিয়েছে।

তাই আপনিও অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে পারবেন, যদি আপনার অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকে।

নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে চাইলে যা প্রয়োজনঃ

✅ ১. অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা

✅ ২. একটি কম্পিউটার

✅ ৩. ইন্টারনেট

যা যা শিখতে হবেঃ

✅ ১. HTML

✅ ২. CSS

✅ ৩. JavaScript

উপরের তিনটি অবশ্যই শিখতেই হবে।

বিকল্প হিসেবে নিচের দুটি শিকতে পারেন।

✅ ১. WordPress

✅ ২. PHP

যেখানে শিখবেনঃ

ইন্টারনেট এ প্রচুর সংখ্যক ওয়েব সাইট আছে যেখান থেকে এইসব শেখা যায়। আমি নিচে আমার কয়েকটি প্রিয় মাধ্যম উল্লেখ্য করলাম।

১. HTML and HTML5 | freeCodeCamp

২. CSS | freeCodeCamp

৩. JavaScript | freeCodeCamp

৪. HTML Fundamentals

৫. HTML Tutorial: Learn HTML For Free | Codecademy

৬. CSS Tutorial: Learn CSS For Free | Codecademy

৭. JavaScript Tutorial: Learn JavaScript For Free | Codecademy

৮. Introduction to HTML | MDN

৯. Introduction to HTML | W3schools

ভিডিও দেখে শিখতে চাইলে এখানে যেতে পারেন।

১. HTML and CSS for Beginners - Build a Website & Launch ONLINE

২. Learn HTML5 For Free: An Introduction To HTML | Scrimba

৩. CSS Course: An Introduction To CSS | Scrimba

৪. ES6 Tutorial: Learn Modern JavaScript | Scrimba

৫. Learn HTML | Khan Academy

এছাড়াও ইন্টারনেট এ আরো অনেক সাহায্য পাবেন। ইংরেজি ভাষা না বুঝলে Youtube এ বাংলা ভাষায় অনেক টিওটোরিয়ালস পাবেন।

আরো টিপস পেতে ভিজিট করুন এখানে Wiki Zone

Level 4

আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস