আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?
ইউটিউব চ্যানেলের কি হবে আগামি ১০ ডিসেম্বরে? জানতে চান? চ্যানেল ডিলিট করে দেবে?
গত সপ্তাহে, ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে নতুন ‘টার্মস অব সার্ভিস’ সম্পর্কে জানিয়ে দেয় ইউটিউব। নতুন নীতিমালার একটি শর্ত দেখে ইউটিউবের কিছু কনটেন্ট ক্রিয়েটর চিন্তায় পড়ে গেছেন।
‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ নামের একটি বিভাগে লেখা হয়েছে, যদি ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আয় না করতে পারে তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে দেবে ইউটিউব। এই নিয়ম কার্যকর হবে আগামী ১০ ডিসেম্বর থেকে।
‘টার্মস অব সার্ভিস’ এ লেখা রয়েছে, অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপণ থেকে যথেষ্ট পরিমাণ আয় না হলে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষমতা রাখে ইউটিউব।
তবে লেখাটি ইউটিউবার ও ব্যবহারকারীদের কাছে স্পষ্ট কোনো বার্তা দেয়নি। শুধু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সব ইউটিউব অ্যাকাউন্টধারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে সে সম্পর্কে তারা এখনো অন্ধকারে আছেন।
এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনে ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেধে দেওয়ার হয়।
বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর জন্য শর্তগুলো কঠিন ছিলো না। কিন্তু ছোট খাটো ইউটিউব চ্যানেলগুলোর অর্থ আয়ের জন্যও একই মানদণ্ড নির্ধারণ করায় অখ্যাত অনেক ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরের চ্যানেল বন্ধ হয়ে যায়।
আরও জানতে ঘুরে আসুনঃ Shaharear
ইউটিউব তাদের ওয়েবসাইটের নকশায় পরিবর্তন আনছে। ডেস্কটপ ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তন আনার বিষয়টি এক ব্লগ টিউনে তুলে ধরেছে ইউটিউব। গত শুক্রবার থেকেই হালনাগাদ ডিজাইনের ইউটিউব ডেস্কটপ ও বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে।
ইউটিউবের নতুন নকশায় বড় আকারের থাম্বনেইল ও ভিডিও শিরোনাম যুক্ত করা যাবে। এ ছাড়া উচ্চ রেজুলেশনে ভিডিও প্রিভিউ দেখার সুযেগাও থাকবে। ভিডিও থাম্বনেইল দেখার সময় সারিতে আরও ভিডিও দেখার জন্য সুযোগ থাকবে। এ ছাড়া পরে ভিডিও দেখার জন্য ‘ওয়াচ লেটার’ অপশনটি ব্যবহারের সুযোগ রয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্ন নকশা দেখাতে কিছু কনটেন্ট দেখানোর অপশন তারা সরিয়ে ফেলছে। তবে বিভিন্ন ধরনের ভিডিও দেখানোর জন্য সারিগুলো থাকতে পারে। ইউটিউবের হোমপেজে প্রতিটি ভিডিওর নিচে চ্যানেলের আইকন দেখাবে যাতে ভিডিও নির্মাতাকে চিনতে সুবিধা হয়। এ ছাড়া কোনো নির্দিষ্ট চ্যানেল থেকে ভিডিও সাজেস্ট অপশনটিও বন্ধ হয়ে যাবে। ডেস্কটপে ইউটিউব ব্যবহারকারীরা হোম ফিড কাস্টোমাইজড করার সুযোগ পাবেন। এর বাইরে ইউটিউব ভিডিওর টিউমেন্ট সেকশনেও পরিবর্তন আনা হচ্ছে।
ইউটিউব নতুন আরেকটি আপডেট দিলো মনিটাইজেশান এর উপরে। এখন থেকে মনিটাইজেশান এর জন্য আগে আবেদন করতে হবে। যদি ইউটিউব আপনাকে মনিটাইজেশান দেয়, তারপরে বাকি কাজ, আপনি Google adsense এর সাথে লিংক করাতে পারবেন বা নতুন করে google adsense এর একাউন্ট খুলতে পারবেন। আর মনিটাইজেশান না দিলে আপনি এর কিছুই করতে পারবেন না।
ক্রিয়েটরদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমন কিছু পাইনি। টার্মস এন্ড কন্ডিশনে কিছু আপডেট এনেছে। যেগুলোতে আমাদের জ্বী জ্বী করা ছাড়া কিছু করার নেই। মানে বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হবে আরকি। মোদ্দাকথা হচ্ছে ভবিষ্যতে মামলা-মোকদ্দমা থেকে বাঁচার জন্য কিছু নতুন টার্মস নিয়ে এসেছে। যা ক্রিয়টরদের অত্যন্ত সুক্ষ্ম কিছু অবস্থায় গিয়ে পৌঁছালে (মামলা মতো কিছু হলে) ইউটিউব বাড়তি সুবিধা পাবে। তাই আগে থেকেই টার্মস এন্ড কন্ডিশন মানার জন্য বলে দিয়েছে। মোদ্দাকথা সাধারণ ক্রিয়েটরদের চিন্তা করার মতো কিছু নেই এই আপডেটে। তবে আপনি যদি কপি করেন বা স্প্যাম করেন বা অন্য কোন ইলিগাল কাজ করেন তাহলে আপনার জন্য চিন্তার কারন হতে পারে।
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।