৮০০$ পেলাম , আমার প্রথম মাঝারি আউটসোর্সিং 3D প্রজেক্ট !

আমার প্রথম মাঝারি দামের প্রোজেক্ট টা শেষ করলাম। মিডিল ইস্ট এর একটা রিয়েল ইস্টেট কন্সাল্টেনসি কম্পানির একটা কাজ করে দিলাম। ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে টাকাটা পেলাম। আগে ছোট খাট কাজ করেছি কিন্তু এইটা ই প্রথম ৫০০ দলার এর উপরের কাজ।
কাজটাখুব কঠিন কিছু ছিল না। অরা আমাকে একটা বাড়ির ফ্লোর প্লান পাঠায়ে দিসে , আমি শুধু এটাকে 3D exterior আর interior view করব। নিচে আমার কাজের কয়েকটা স্ক্রিনশট দিলাম ...

এক্সটেরিওর মডেল:

এক্সটেরিওর রেন্ডার :

ইন্টেরিওর মডেল :

ইন্টেরিওর রেন্ডার :

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Congratulation.
Vaiya kaj ta kivaba palan ?

apni to pelen…..ami kivabe pete pari……sekhaben amake 3D project!

Level 2

congratulation vaia,apnito vai amader vat marben,amader dikeo ektu kheyal rekhen

    ভাই আপনার ভাত কেমনে মারমু এইটা একটু যদি বুঝাইয়া কইতেন

    Level 2

    আমি একজন architecture এর ছাত্র । আপ্নার 3d কাজ গুলো খুব ভালো লাগল । জানিনা আপনি এই লাইনের মানুশ কি না তারপরও আপ্নের উন্নতি কামনা করছি।

ভাই আপনি কুন সফটওয়্যার ব্যবহার করসেন একটু বলবেন কি?আর কিবাবে শুরু করব একটু বললে কুসি হব………।।

    Software : 3D Studio Max Design 2011 , 64bit

    প্রথমে 3D মডেলিং শেখা শুরু করে দেন। জে ফিল্ড এ কাজ করতে চান সেরকম মডেলিং শিখুন। যেমন আরচকিটেকচারাল ফিল্ড এ কাজ করতে চাইলে বিল্ডিং বানান শিখুন।মুভি , আনিমেশণ বা গেমিং ফিল্ড এ যেতে চাইলে ক্যারেকটার মডেলিং শিখুন। মডেলিং টা শিখতেই একটু টাইম লাগবে । তারপর লাইটিং , এনভায়রমেন্ট এগুলা তেমন কঠিন না।

Level 0

লিঙ্ক না দিয়ে আপনি কষ্ট করে ছবি গুলা এই টিউনেই আপলোড করে দিন, কারণ সবাই লিঙ্ক থেকে ক্লিক করে না। আর তাছাড়া এতে আপনার টিউনটিও সুন্দর হবে। ধন্যবাদ।
আপনি কোন পিসি কনফিগারেশনে থ্রিডি এস ম্যাক্সের কাজ করেন? আমার পিসিতে চালাতে গেলে সমস্যা হয় (সম্ভবত লো কনফিগারেশনের জন্য)।

    ধন্যবাদ টিপস এর জন্যে। ঠিক করে দিয়েছি । আমার কম্পিউটার কনফিগারেশন :
    CPU : Intel core 2 quad6600 @ 3.2 ghz overclocked
    RAM: 4GB
    Graphics card : nVidia 460 GTX 1GB
    Hdd : 1tb

অভিনন্দন। 3D Studio Max Design এর উপর টিউটোরিয়াল লেখা শুরু করুন না টিটিতে যাতে আমরা শিখতে পারি আপনার সাথে সাথে। জ্ঞান সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিন সবার মাঝে। 🙂

আনুপ্রেরনা হয়ে থাকলেন

ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের জন্য রয়েছে অপার সম্ভাবনা।এর জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি ও ও ইচ্ছা শক্তি।আপনাকে দেখে অন্যরাও অনেক আগ্রহী হবে ফ্রিল্যান্সিং এর জন্য।অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।

i think after some years bangladesh will not be consider as a underdeveloped country because it has a lot of talented people like মোঃ এহসানুল ইসলাম , who has shared his experience to encourage others ……

Level 0

আপনাদেরকে আমি একটা ওয়েব সাইটের নাম দিতে পারি যেখানে প্রতিদিন ৫ টি খবরের কাগজ- এর (সমকাল, যুগান্তর, ইত্তেফাক, প্রথমআলো,ডেইলী স্টার) সব চাকুরীর বিজ্ঞাপন পাওয়া যায় সাইটটি হলো http://www.chakrimela.com

    এই লোক যে খানে কমেনটস করছে সেখানে এই লিংকা দিচ্ছে ভাই আপনার হয়েছেটা কি

অভিনন্দন। 3D Studio Max Design -এর টিউটোরিয়াল নিয়ে টিউন শুরু করেন। আমরাও শিখতে চাই।
ধন্যবাদ।

Level 0

Amazing work, your work quality is really good. Congratulation on your success.

All the best.

ভাই জান আপনার Graphics card
Graphics card : nVidia 460 GTX 1GB এর দাম কত নিয়েছিল? আর এটা কি DDR-2 / DDR-3 ??
কষ্ট করে জানালে খুব খুশি হব।
আর মাদার বোর্ড কি ব্যাবহার করেন??

আমার মাদারবোর্ড গিগাবাইট এর।

ভাই, সালাম,৮০০ ডলার পেলাম কিভাবে তাই আউটসোর্সিং ওয়েবসাইট নাম ভিসিট জানতে চাই। বিস্তারিত জানতে আমাকে ইমেইল করে:
[email protected]

আমি শেখার জন্য এক পায়ে খারাইলাম, আপনারা চাইলে তিন পায়ে খারামু।

সুন্দর হইছে।

Level 0

ভাই কতদিনে আয় করলেন?

আপনি পড়াশুনা করেন কোথায় ।আমি eee তে পড়ি।আমি কি পারব ।আমার Laptop core i3, 2GB ram

ভাই আমি থ্রিডি শিখতে চাই।
কোথায় যোগাযোগ করব একটু বলবেন কী প্লিজ।

Level 0

Congratulation.I m ur big fan.সুন্দর হইছে।ভাই আমি থ্রিডি শিখতে চাই।3D Studio Max Design এর উপর টিউটোরিয়াল লেখা শুরু করুন

vai amare kico kaj den online e

ভাই জান আমার pc motherboard – intelDG45id(DDR2). Video out put এর জন্য কোন VGA Port নাইDVI port আছে, আর HDMI Supported, এটাতে একটা মাত্র Graphics Card এর ‍slot আছে যেটার পাশে লেখা x16 এটা কি জানিনা আমি। এখন এটাতে কোন কোম্পানির Graphics Card লাগালে ভাল হয় আর কোন মডেল এই মাদার বোর্ড সাপোর্ট করবে দয়াকরে বিস্তারিত জানাবেন।
আমার processor- intel core 2 duo 2.93ghz.
Ram – DDR 2(2GB) Apacer.
HDD- 500GB.

Level 2

ভাই, আমাকে 3d studio max 7, 7.5 or 11 er activation code (32 bit) দেওয়া যাবে, ফ্রী ট্রায়াল অনেক আগেই শেষ হয়ে গেছএ তাই এখন ইউজ করতে পারছি না। দিলে খুব উপকৃত হব।