বাংলা ব্লগে অ্যাডসেন্স থেকে আয় বৃদ্ধি করার দারুন টিপস

সুপ্রিয় টেকটিউনস েএর ভিজিটরগণ কেমন আছন সবাই? আশাকরি ভালোই আছেন। বাংলা ভাষাতে অ্যাডসেন্স অনুমতি দেওয়ার পর থেকেই অনেকেই বাংলা সাইট খুলেছে আয় করার আসায়। এর ভিতরেই অনেকেই ঝড়েও পড়েছে। আর ঝড়ে পড়ার কারণ হচ্ছে, বেশি আয় করতে পারছেনা। আসলে ইন্টার থেকে আয় করাটা যদি এতই সহজ হতো তাহলে পাগলও এই পেশায় নামত।

আজকে আমি আলোচনা করব বাংলা ব্লগে অ্যাডসেন্স থেকে কিভাবে আয় বৃদ্ধি করবেন। তাহলে বন্ধুগণ চলুন শুরু করা যাক।

Google Adsense থেকে কিভাবে মাসিক হাজার ডলার ইনকাম করুন-

০১. গুগল অ্যাডসেন্স পলিসি অনুসরণঃ
০২. রেস্পন্সিভ এডসেন্স অ্যাড ইউনিটস ব্যবহার করাঃ
০৩. সঠিক জায়গায় বিজ্ঞাপণ কোড বসানঃ
০৪. নিয়মিত কনটেন্ট পাবলিশ করাঃ
০৫. ব্লগের লোড টাইম বৃদ্ধি করাঃ
০৬. অন্য বিজ্ঞাপণ রিমুভ করাঃ
০৭. গুগল অ্যাডসেন্স রেফারস ব্যবহার করাঃ
০৮. গুগল প্রোডাক্টস মনিটাইজেশন ব্যবহারঃ
০৯. গুগল অ্যাডসেন্স স্ট্যান্ডার্ড অ্যাড সাইজ ব্যবহারঃ
১০. হাই পেয়িং অ্যাডস ও কিওয়ার্ডস:

সব কিছু ঠিকঠাক থাকলে কনটেন্ট মার্কেটিং করুন। এখন কনটেন্ট মার্কেটিং করাটা তেমন কোন কঠিন কিছু না। সৌশাল নেটওয়্যার্কগুলোতে শেয়ার করে মার্কেটিং করতে পারেন। বিশেষ করে ফেসবুকে টিউন বুষ্ট করে মার্কেটিং করতে পারেন। খুব বেশি খরচ হবে না, কিন্তু যদি করতে পারেন তাহলে দেখুন সাইটে কি পরিমান আয় হয়। হ্যাঁ বন্ধুগণ এর জন্য আপনাকে অবশ্যই ধর্ঘ্য ধারন করতে হবে। তাহলে বন্ধুগণ আজ এই প্রযন্ত। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

বিশ্বব্যাপী নির্ভরযোগ্য জ্ঞান ও তথ্যমূলক অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম। সৃজনশীল বিষয়ক আর্টিকেল সহ রোমাঞ্চকর সব আপডেট টিউটোরিয়াল এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে কার্যকরী সব চমৎকার গাইডলাইন।

Level 0

আমি ব্লগার রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস