কপি পেস্ট জব - আপনিও শুরু করতে পারেন আজকেই! এজন্য আপনার একটি ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট ফোন থাকতে হবে।
এবার গুগলে "ওয়ার্ডপ্রেস জব" (ইংরেজিতে) লিখে সার্চ দিন। অনেকগুলো জব চলে আসবে। সেখান থেকে যেকোনো একটা জব এর কন্টেন্ট বা লেখা গুলো কপি করুন এবং সেটি কপি করে উক্ত ওয়েবসাইটে পেস্ট করুন এবং লেখাটির শেষে Sourch লিখে তারপর কোথা থেকে আপনি উক্ত বিজ্ঞাপনটি সংগ্রহ করেছেন, তার লিংক টি কপি করে পেস্ট করে দিন। এরপর Catagories, tags সিলেক্ট করুন।
সর্ব প্রথম, আপনাকে সাইন আপ করতে হবে - এখানে ক্লিক করুন
এবার ৫০০ জন ভিজিটর লাগবে (ব্যাধ্যতামুলক)
-
এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। তবুও একটা সহজ উপায় জানিয়ে দেই- https://jobs.wordpress.net/ ভিজিট করুন, তারপর একই জবটি শুধু কপি করে পেস্ট করে দিন এবং আপ্লাই লিঙ্ক/ হাউ টু এপলাই এ ওয়েবসাইট সিলেক্ট করুন এবং সেখানে আপনার জব টিউন টির লিঙ্ক দিন এবং পাব্লিশড করুন। ব্যাস! এছাড়াও নানা রকম ব্লগ কিংবা ওয়েবসাইট থেকে ভিজিটর আনতে পারেন। বিঃ দ্রঃ কোনোরকম পিটিসি কিংবা এক্সচেঞ্জ জাতীয় পদ্ধতিতে ভিজিটর আনবেন না। অন্যথায় ব্যান হবেন।
এবার একটি ইমেজ দরকার (featured Image) এর জন্য। https://www.pexels.com/ থেকে একটি রিলেটেড ইমেজ সংগ্রহ করুন আর সব শেষে Publish এ ক্লিক করুন।
সর্ব প্রথম, আপনাকে সাইন আপ করতে হবে - এখানে ক্লিক করুন
আমি আসাদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।