ব্লগ এ টিউন করে আয় করুন- নিজের ব্লগ তৈরী করে আয় করুন

নিজের ব্লগ তৈরী করে আয় করুন

খুব সহজ কাজ এর মধ্যে ব্লগ এ লিখে আয় করা অন্যতম। এজন্য আপনার কিছু খরচ হবে। এই যেমন ধরুন- ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। এছাড়া কোনো রকম ইনভেস্ট ছাড়াও আপনি আপনার ব্লগ খুতে পারেন ব্লগার বা ব্লগস্পট থেকে। ব্লগ রেডি করে এর পরের কাজ এডসেন্স এপ্রুভ করা

ক্লিক করুন

নিজে ব্লগ তৈরী করতে না পারলে করনীয়

আপনি যদি নিজেই ব্লগ তৈরী করতে না পারেন, সেক্ষেত্রে একজন ওয়েব ডিজাইনার/ডেভলপার এর সাহায্য নিতে হবে। ওয়েব ডিজাইনার/ডেভলপার - তিনি আপনাকে সবরকম হেল্প করবে। আপনার শুধু কাজ হবে ব্লগ এ লেখা লেখি করা। নিজের ব্লগ তৈরী করে নিতে

ক্লিক করুন

ব্লগ লিখে আয় করুন

আপনি যদি কোনো ডোমেইন হোস্টিংঙ্কিংবা নিগের ব্লগ ছাড়াই ব্লগে টিউন করে উপার্জন করতে চান, সেক্ষেত্রে এটি আপনার জন্য-

—-নিয়োগ বিজ্ঞপ্তি—–
ধরনঃ পার্ট টাইম
লোকেশনঃ যেকোনো জায়গা
কাজঃ খুব সহজ একটি কাজ।
১- ব্লগ বা ওয়েবসাইট এ টিউন করা (দৈনিক ৭ থেকে ১০ টা)
২- আপনার করা প্রতিটি টিউন এ সর্বনিম্ন ৫০০ ভিজিটর আনা
৩- আপনার করা প্রতিটি টিউন এ সর্বনিম্ন ১০ টি কমেন্টস

যারা একেবারে নতুন, তাদের অনলাইনেই ভিডিও টিউটোরিয়াল আকারে ট্রেনিং দেয়া হবে।

কিভাবে কাজ করবেনঃ অনলাইন থেকে নতুন জব গুলো সংগ্রহ করে আমাদের ওয়েবসাইট এ টিউন করবেন এবং উক্ত টিউন এ সর্বনিম্ন ৫০০ ভিজিটর আনবেন। ব্যাস, এটুকুই কাজ।

Level 0

আমি আসাদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস