প্রতিদিনের কিছু প্রশ্ন উত্তর

সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।

আশা করি সবাই ভাল আছেন। অনেকেই মেসেজ করেন ভাই কি ভাবে ফ্রিল্যান্সিং করবো? কিভাবে কি করলে ভাল হয়? আমি কিভাবে দ্রুত এগিয়ে যেতে পারবো? এমন অনেক প্রশ্ন করেন। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং একটু ধারণা দিতে চলে এলাম।

 

তাহলে শুরু করা যাক মূল পর্বঃ

আপনি কি জানেন ফ্রিল্যান্সিং কি?

সংক্ষেপে বলি, "ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। " অন্যভাবে বলা যায় তবে আমি আলোচনা বৃদ্ধি করতে চাই না। আপনি গুগলে থেকে জেনে নিয়েন।

আপনার হয়তো এটাও জানা নেই আউটসোর্সিং কি?

পানির মত সহজ ভাবে বলি, "সহজ ভাবে যদি বলতে যাই তাহলে অন্য কোন দেশের অন্য কারো কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে করাই হচ্ছে আউটসোর্সিং"।

আশা করি ব্যাপারটা ক্লিয়ার।

 

ফ্রিল্যান্সাররা কি কি কাজ করে?

কাজের অভাব নাই ভাই। আপনি হাত পা গুটিয়ে বসে থাকলে কিছুই শিখতে পারবেন না। ফ্রিল্যান্সাররা সব সময় আপডেট এর উপরে থাকে। কারণ তারা জানে এখানে প্রতিযোগিতা এতোটাই বেশি যে, নিজেগে সব সময় রেডি রাখতে হয়। ক্লায়েন্ট এসে যদি একটা কাজ দিয়ে বলে ২ দিনে কমপ্লিট করে জমা দাও। তাহলে আপনার যদি সে বিষয় নিয়ে জানা না থাকে তাহলে আপনি কিভাবে ক্লায়েন্ট এর কাজ সম্পন্ন করবেন? এই রকম আমার হয়েছে অনেক বার। রিপিটেড ক্লায়েন্ট এসে কাজ দিয়ে চলে গিয়েছে। ২ দিন বা ৩ দিন পরে এসে কাজ নিয়ে ডলার রিলিজ করে ৫* রেটিং দিয়ে চলে গিয়েছে। এমন আপনাদের বেলাতেও হবে এটা অস্বাভাবিক কিছুই না।

 

এই জন্য নিজেকে সব সময় আপডেট এর উপরে রাখতে হবে।

ফ্রিল্যান্সারদের কাজের ঠিক ঠিকিনা নাই। একজন ওয়েব ডেভেলপার হাতে কাজ না থাকলে সে ডাটা এন্ট্রির কাজও করতে পারে। আর ডেভেলপাররা কোনো সময় ফ্রি থাকেনা। আপনি কি নিয়ে কাজ করবেন সেটা আপনি আগে নির্বাচন করেন।

 

যদি যবের লিস্ট চান তাহলে এই লিংকে https://www.freelancer.com/job/ গিয়ে দেখে নিতে পারেন। কত যব আছে, কত যবের ক্যাটাগরি, কত যব টিউন হয়েছে। সব কিছুই পাবেন।

 

বেশি কিছু লিখলাম না। ধৈর্য্য ধরে পড়েন এবং বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ।

Shishir Chowdhury

আমার ফ্রিল্যান্সার বাংলাদেশ গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করেন
ফ্রিল্যান্সার সাপোর্ট পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সব সময় আপডেট পাবেন।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস