CPA – সিপিএ মার্কেটিং করুন, বেকারত্ব দূর করুন, আয় করুন অনলাইনে

CPA এর পূর্ণরূপ হল Cost Per Action/ Cost Per Acquisition। এটি এক ধরনের অনলাইন/ডিজিটাল/ইন্টারনেট মার্কেটিং এর পদ্ধতি। CPA বলতে বোঝায় আপনার লিঙ্কের (বিজ্ঞাপনদাতার Website Link) মাধ্যমে বিজ্ঞাপনদাতার Website এ ঢুকে কেউ যদি নির্দিষ্ট একটি কাজ (Email submit, Download, Survey complete, Sign Up, Zip code submit, Order etc.) সম্পন্ন করে তাহলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন, এই অর্থ(ডলার) আপনার অ্যাকাউন্টে জমা হবে। মূলত CPA Marketing এক ধরনের Affiliate Marketing (৯০% মিল রয়েছে)। এ নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে।

সিপিএ'র বিভিন্ন ধরনের অফার আছে। যেমন- কোন ভিজিটর যদি কোনও ওয়েবসাইট সাইন আপ করে তবে ঐ সিপিএ মার্কেটার(বিজ্ঞাপনদাতা) এই সাইন আপের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন অর্থ প্রদান করবে।

ধরুন, কোন গেমিং সাইট যদি অফার দেয় যে, "আমাদের গেমিং সাইটটিতে কেউ(গেমার) সাইন আপ করে, তাহলে যার মাধ্যমে(আপনি) আসবে তাকে আমরা 10 ডলার কমিশন দিব"। অতএব, আপনার লিঙ্কের (Web Link) মাধ্যমে যদি কোন ব্যক্তি অনলাইনে গেমিং সাইটটিতে সাইন আপ সম্পন্ন করে, তাহলে প্রতি সাইন আপ 10 ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে।

তবে যদি বলা হয়, যে গেমার সাইন আপ সম্পন্ন করবে তাকে অব্যশই USA থেকে সাইন আপ করতে হবে, তাহলেই আপনি 10 ডলার কমিশন পাবেন, অন্যথায় কোন কমিশন পাবেন না। মানে আপনার লিঙ্কের (Web Link) মাধ্যমে যদি 100 জন সাইন আপ সম্পন্ন করে, এর মধ্যে যদি 3 জন USA থেকে গেমিং সাইটটিতে সাইন আপ সম্পন্ন করে তাহলে আপনি শুধুমাত্র ঐ 3 জনের সাইন আপ সম্পন্ন বাবদ (3 X 10)= 30 ডলার কমিশন পাবেন। বাকি 97 জনের জন্য কোন কমিশন পাবেন না।

অতএব, বুঝতেই পারছেন কাজ করতে হবে বুঝে-শুনে। আর ধর্যের কোন বিকল্প নেই।

CPA মার্কেটিং করার ধাপ-

১। অফার সিলেকশন- কোন বিজ্ঞাপনদাতা কোন দেশের  (USA নাকি INDIA নাকি FRANCE নাকি CHINA) ট্রাফিক /ভিজিটর (User)  আর কোন ধরনের ডিভাইস (ALL (সব ধরনের) নাকি শুধুমাত্র Andirod, নাকি শুধুমাত্র PC/Laptop, নাকি শুধুমাত্র iOS (I phone/ipad)  চাচ্ছেন সেটা বুঝে নিবেন। কারণ মনে রাখতে হবে ভুল ট্রাফিক /ভিজিটর আসলে আপনি কোন কমিশন পাবেন না। উপরে উল্লেখিত গেমিং সাইটির উদাহরণ টা খেয়াল রাখবেন।

২। Lead Genaration- মানে আপনি যাদের কাছে আপনার লিঙ্ক টা প্রমোশন করবেন তাদের Email  ID, Facebook ID, Mobile Number, কোন দেশের(USA নাকি INDIA নাকি FRANCE নাকি CHINA) ইত্যাদি তথ্য সংগ্রহ করা।

৩। প্রমোশন- আপনার Targeted Traffic এর কাছে লিংক গুলো পৌছানো।

৪। কমিশন লাভ- আপনার লিঙ্কের (Web Link) মাধ্যমে যদি কোন ব্যক্তি অনলাইনে কোন নিদিষ্ট কাজ সম্পন্ন করা বাবদ কমিশন লাভ।

এবার আমরা যারা নতুন মার্কেটিং করতে আগ্রহী তারা একটি International CPA Marketplace এ Sign Up করব। এটার না্ম হল CPA Lead.com। 

এটার সুবিধা- হচ্ছে বিভিন্ন দেশের অফার পাওয়া যায়। আর কমিশন এর পরিমান ভাল।
বিশেষ সুবিধা-

* একজন চাইলে ৩/৪ টা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
* Payoneer এর মাধ্যমে Mastercard বা সরাসরি বাংলাদেশের ব্যাংকে টাকা আনা যায়।
* প্রতিদিন(Daily) বা মাসিক (Net 30) টাকা তোলার ব্যবস্থা।

আপনি আপনার নাম, Email Address, Password, একটি Security Question এর উত্তর দিয়ে সহজেই Sign Up Complete করতে পারবেন।

তাই আর দেরী কেন?

একবার CPA - সিপিএ মার্কেটিং করার চেস্টা করে দেখুন না। যদি ভাল লেগে যায় তাহলে এটাই হতে পারে আপনার ভবিষৎ ক্যারিয়ার।

Sign Up করতে এখানে ক্লিক করুন।

আর আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইলঃ Online Marketing -Digital Marketing

আমার ফেইসবুক পেইজে  লাইক (LIKE) দিন-

Facebook লগইন করুন: http://www.facebook.com

ব্যস… এখন আপনি ফেইসবুকে আপনার হোম পেইজে লেটেস্ট সব আপডেট পেতে থাকবেন।

Level 0

আমি মোস্তাকিম সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস