ApnarKaj বাংলায় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আয় করুন ঘরে বসে

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

ApnarKaj.com

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ বাংলায় নতুন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তৈরি হয়েছে। যা বাংলা ভাষাভাষী মানুষের জন্য খুবই চমৎকার এই সাইটটি। অল্প কিছুদিন হলো এই মার্কেটপ্লেসটি বাজারে এসেছে। যার নাম “আপনার কাজ ডট কম”। বায়ার এবং ফ্রিল্যান্সারদের কাজবান্ধব এই সাইটটি খুবই ভালো লেগেছে আমার।

ফ্রিল্যান্সার একাউন্ট খুলবেন যেভাবে

যারা নতুন ফ্রিল্যান্সার তারা শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নিচের ফরমটি পূরণ করবেন। পরবর্তীতে আপনার দেওয়া ই-মেইল এড্রেসে একটি একটিভেশন লিংক পাঠাবে। লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করতে হবে। একাউন্ট একটিভ করার পর আপনার ছবি দিন এবং নিজের সম্পর্কে লিখে একাউন্ট ১০০% করুন। তারপর কাজে লেগে পড়ুন।

বায়ার একাউন্ট খুলবেন যেভাবে

যারা নতুন বায়ার তারা শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নিচের ফরমটি পূরণ করবেন। পরবর্তীতে আপনার দেওয়া ই-মেইল এড্রেসে একটি একটিভেশন লিংক পাঠাবে। লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করতে হবে। একাউন্ট একটিভ করার পর আপনার অথবা আপনার কোম্পানীর ছবি দিন এবং নিজের সম্পর্কে বা কোম্পানী সম্পর্কে লিখে একাউন্ট ১০০% করুন। তারপর কাজ টিউন করুন।

আমার প্রোফাইল দেখুন

বিড করবেন যেভাবে

ApnarKaj.com বিডের সিস্টেমটি খুবই ভালো করেছে। ‘আপনার বিড বাজেট’ এর ঘরে আপনি কত টাকায় বিড করতে চাচ্ছেন সেই এমাউন্ট বসালেই অটোমেটিকভাবে কোম্পানীর কমিশন ও একজন ফ্রিল্যান্সার কত টাকা পাবে সব হিসাব বেরিয়ে যাবে। নিচে আপনার বিডের বিবরণ লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই বিড কমপ্লিট হয়ে যাবে।

পেমেন্ট যেভাবে নিবেন

অন্যান্য সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে টাকা উঠানো নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। অপরদিকে ‘আপনারকাজ.কম’ সাইটে কাজ শুরু করার পূর্বেই অর্থাৎ বায়ার যখন কোন ফ্রিল্যান্সারকে হায়ার করবে তখনই ফ্রিল্যান্সারের একাউন্টে বিডকৃত টাকার এমাউন্ট শো করবে। কাজ শেষ হওয়ার পর ফিডব্যাক ও রেটিং দেওয়ার পরই ফ্রিল্যান্সার বায়ারের টাকা (কাজের মূল্য) বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তবে এরা পেমেন্টের দিক দিয়ে ১০০% নিশ্চয়তা দিয়েছে।

 

আপনারকাজ.কম সম্বন্ধে আমার যতটুকু জানা ছিল ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম বাকিটা আপনারা যাচাই-বাছাই করে দেখে কাজ করবেন। ধন্যবাদ।

Level 0

আমি সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস