Source: Tech Pagla বাংলা টেক ব্লক।
আশাকরি সবাই ভাল আছেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সেইসাথে ফেসবুক গ্রুপ Riad’s Earning Tips জয়েন করে আপনাদের মতামত জানাবেন আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
ফেসবুক মার্কেটিং এর নিম্নোক্ত স্ট্রাটেজিগুলা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও হতে পারবেন একজন সফল ফেসবুক মারকেটার। এবং এর জন্য আপনাকে টাকা খরচ করে ফেসবুকে বিজ্ঞাপণ দিতে হবে না। সিপিয়ে অফার প্রমোট করতে এবং USA ভিত্তিক ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
কেন ফেসবুকে মার্কেটিং করবেন?
১. দেড় বিলিয়নের উপর মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে।
২. গুগলের পর ফেসবুকে দৈনিক ভিজিটরের সংখ্যা বেশী।
৩. ফেসবুকে গড়ে একজন ব্যক্তির ২০০+ ফ্রেন্ড থাকে। অর্থাৎ, আপনি সহজেই এবং কম সময়ের ভেতর ট্রাফিক পাবেন।
৪. ফেসবুকে Insights অপশন থেকে আপনি সহজেই মার্কেটিং রিপোর্ট পেতে পারেন যা ব্যবহার করা গুগল বা অন্যান্য মাধ্যম গুলার চেয়ে সহজ।
৫. এটা বহুল পরিচিত একটা সাইট।
৬. সর্বোপরি, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা অনেক সহজ।
ফেসবুকে সফলভাবে মার্কেটিং করার জন্য অনেক উপায় আছে। এখানে আমি দেখাব কীভাবে ফেসবুক পেজে টিউন করলে আপনি বেশী ভিজিটর পাবেন এবং আপনার Engagement বৃদ্ধি পাবে। ফেইসবুকের মাধ্যমে টার্গেটেড ট্রাফিক পেতে বা ইমেইলের লিস্ট সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
এটা খুবই মজার এবং সহজ। এটা ৯০% এর উপর ভিজ্যুয়াল হয়। অনেক সুন্দর সুন্দর পিকচার আপলোড করে আপনি শুধু বলে দিবেন “Caption This Pic”। Imgur থেকেও হেল্প নিতে পারেন।
মানুষ সাধারণত যে কোন উক্তিতে লাইক ও শেয়ার প্রচুর পরিমাণে করে থাকে। ফলে একজন যখন শেয়ার করবে তখন তার অন্যান্য ফ্রেন্ডদের কাছেও এটি পৌঁছে যাবে। স্বাভাবিকভাবেই আপনার পেজের Engagement বৃদ্ধি পাবে।
ফেসবুক ভিডিও আপলোড খুব পছন্দ করে। আপনি ডিরেক্ট ফেসবুকে ভিডিও আপলোড করবেন। এটা খুব সহজে ভিউ হয় এবং ভিউয়ারদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি লাইভ ভিডিও করার মাধ্যমে অনেক অনেক ভাল সাড়া পাবেন।
ফেসবুকে বিভিন্ন ধরনের মজার মজার কন্টেস্ট আয়োজন করবেন। কোন একটা কন্টেস্ট আয়োজন করার মাধ্যমে কাউকে পুরস্কৃত করার ঘোষণা করতে পারেন। এতে আপনার Engagement অনেক বৃদ্ধি পাবে।
সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এতে অনেকেই উত্তর দিবে। ফলে আপনার পেজের এক্টিভিটি অনেক বৃদ্ধি পাবে।
সবসময় আপনি প্রশ্ন করবেন না। আপনার ভিজিটরদের কাছ থেকেও প্রশ্ন নিবেন। আপনি তাদের টিপস বা সেবামূলক প্রশ্ন করতে উৎসাহিত করবেন। তারা সমাধানের আশায় প্রশ্ন করবে। যা আপনার পেজের প্রচারণায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা ছোটবেলায় যেমন শূন্যস্থা পূরণ করতাম। তেমনভাবে একটা বাক্য লিখবেন শূন্যস্থান রেখে এবং বলবেন এটা পূরণ করার জন্য। এতেও আপনার পেজে অনেক সাড়া পাবেন।
ছোটবেলার মজার মজার স্মৃতি সবারই মনে করতে অনেক ভাল লাগে। এমন নস্টালজিক টাইপের টিউন করবেন। এটা সবার কাছেই অনেক ভাল লাগবে। তাছাড়া বিভিন্ন ট্র্যাডিশনাল দিনগুলোতে উক্ত দিবস নিয়ে টিউন করবেন। এগুলোতে সবাই সাড়া দিবে।
আপনি যদি কোন ব্লগে লেখে থাকেন অথবা হতে পারে আপনার ইউটিউব ভিডিও যাই হোক না কেন অন্যান্য জায়গায় আপনার যদি জনপ্রিয় কোন টিউন থেকে থাকে তাহলে সেগুলো পেজে রিটিউন করবেন।
আশা করি, টিপস গুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের মতামত অবশ্যই নিচে টিউমেন্ট করে জানাবেন। ফেইসবুক থেকে লিড সংগ্রহ করে সিপিয়ে মার্কেটিং করতে পারেন। ফেইসবুকের মাধ্যমে ফ্রি মেথডে সিপিয়ে অফার প্রমোট করতে এখানে ক্লিক করুন। ফেইসবুক থেকে ইমেইল লিস্ট সংগ্রহ করতে ফেইসবুকে Double Action Button ব্যবহার করুন। আপনার ফেইসবুক পেইজে
দৃষ্টি আকর্ষনঃ ডিজিটাল মার্কেটিং গাইডলাইন
দক্ষ ডিজিটাল মার্কেটার ও বেকার সমস্যা সমাধানে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি গাইডলাইনের আয়োজন করেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বৃদ্ধি করতে আমাদের “ডিজিটাল মার্কেটিং গাইডলাইন” গ্রুপে জয়েন করুন। এখানে ধারাবাহিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর শিক্ষনীয় ভিডিও টিউটরিয়াল এবং সবার সমস্যা নিয়ে সমাধানমূলক গাইডলাইন ভিডিও প্রদান করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং গাইডলাইন গ্রুপে অংশগ্রহন করতে এখানে ক্লিক করুন এবং ফর্মটি বুঝেশুনে পূরন করুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/riadkhan
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ bestitcenter.com
ফেসবুক পেইজঃ fb.com/bestitcenter
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/bestitcenter
টুইটার একাউন্টঃ twitter.com/bestitcenter
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/bestitcenter
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/bestitcenter
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি রিয়াদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংক্ষেপে, নিজেকে একজন অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে। আমি ২০১১ সাল থেকে অনলাইন মার্কেটিং বিষয়ক কাজ গুলার সাথে জড়িত আছি। যেমনঃ ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ইত্যাদি। মানুষকে সহযোগীতা করতে পারলে নতুন কিছু শিখাতে পারলে খুব ভাল লাগে।Best IT Center আমার নিজস্ব...