Source: Tech Pagla বাংলা টেক ব্লক।
আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে। তাছাড়া পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুক, টুইটার, লিংকইডইনে শেয়ার করতে ভুলবেন না।
এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
আমাদের সবগুলো ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পিন টিউনে গেলে সব বাংলা ভিডিও লিস্ট আকারে দেখতে পাবেন এবং এখানে আমাদের ইউটিউব চ্যানেল এর লিংক দেয়া আছে চাইলে দেখতে পারেন।
ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেখানে ভিজিটর বা ইউজাররা লাইক, টিউমেন্ট, শেয়ার এবং চাইলে নিজের ভিডিও অনলাইনে আপলোড করতে পারবে।
প্রচুর পরিমানে ভিজিটর। বুঝতে সুবিধা কারন, মানুষ সাধারণ কোন বিষয়ে পড়ার চেয়ে দেখে জ্ঞান নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গুগল র্যাংক। সহজ আরনিং মেথড। রয়ালিটি ইনকাম। আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন। পরিশ্রমের তুলনায় অধিক মুনাফাদায়ক মার্কেটিং পদ্ধতি। সাবস্ক্রাইবার সুবিধা ইত্যাদি।
আপনার একটি গুগল অর্থাৎ জিমেইল একাউন্ট থাকতে হবে। ওই জিমেইল দিয়েই ইউটিউব ব্যবহার করতে পারবেন। চ্যানেল খুলবেন। ভিডিও আপলোড করবেন সেই ভিডিও তে বিজ্ঞাপণ আসবে, ভিজিটররা দেখবে আর আপনি আয় করবেন যা খুবই সহজ এবং এগুলা নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন।
ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনার ভিডিও থেকে এডসেন্স বাবদ আয় করতে চাইলে আপনার চ্যানেলে অবশ্যই মিনিমাম একহাজার সাবস্ক্রাইবার এবং একবছরের ভিতর 4k ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। তাহলেই আপনার ভিডিওতে বিজ্ঞাপণ আসা শুরু করবেন এবং আপনার আরনিং ও শুরু হবে।
তবে, কাজ শুরু করার আগে অবশ্যই YouTube partner program এবং YouTube community guidelines ভাল করে পড়ে ও বুঝে নিবেন।
আশা করি, আপনাদের ভালো লেগেছে। সেই সাথে এমন আরও ভাল ভাল হেল্পফুল টিউটোরিয়াল পেতে আমাদের channel টি subscribe করা না থাকলে চ্যানেলটি Subscribe করে রাখুন।
দৃষ্টি আকর্ষনঃ দক্ষ ডিজিটাল মার্কেটার ও বেকার সমস্যা সমাধানে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি গাইডলাইনের আয়োজন করেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বৃদ্ধি করতে আমাদের “ডিজিটাল মার্কেটিং গাইডলাইন” গ্রুপে জয়েন করুন। এখানে ধারাবাহিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর শিক্ষনীয় ভিডিও টিউটরিয়ালএবং সবার সমস্যা নিয়ে সমাধানমূলক গাইডলাইন ভিডিও প্রদান করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং গাইডলাইন গ্রুপে অংশগ্রহন করতে এখানে ক্লিক করুন
এবং ফর্মটি বুঝেশুনে পূরন করুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/riadkhan
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ bestitcenter.com
ফেসবুক পেইজঃ fb.com/bestitcenter
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/bestitcenter
টুইটার একাউন্টঃ twitter.com/bestitcenter
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/bestitcenter
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/bestitcenter
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি রিয়াদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংক্ষেপে, নিজেকে একজন অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে। আমি ২০১১ সাল থেকে অনলাইন মার্কেটিং বিষয়ক কাজ গুলার সাথে জড়িত আছি। যেমনঃ ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ইত্যাদি। মানুষকে সহযোগীতা করতে পারলে নতুন কিছু শিখাতে পারলে খুব ভাল লাগে।Best IT Center আমার নিজস্ব...