নেশা হিসেবে ব্লগিং বেছে নিলেও বর্তমান সময়ে ব্লগিং একটি জনপ্রিয় পেশাও। হ্যাঁ আপনি সত্যিই শুনছেন এখন ব্লগিং শুধুমাত্র মনের খোরাক না পেটের খোরাকও মেটায়। ব্লগিং করে আপনি ইনকাম করতে পারেন হাজার হাজার ডলার। ইংরেজি ভাষায় ব্লগিং করে টাকা ইনকামের সোর্স বেশী থাকায় বেশী সংখ্যক ব্লগার ইংরেজী ভাষায় ব্লগিং বেছে নিলেও বাংলা ভাষায় ব্লগার সংখ্যাও নেহায়েত কম না। কারণ বাংলা ভাষায় ব্লগিংও বেশ জনপ্রিয়তা অর্জন করছে। আর একটা কথা, নিজের মুখের ভাষা, মাতৃভাষায় কথা বলতে পারা, নিজের অর্জিত তথ্য অন্যের সাথে শেয়ার করার আনন্দই আলাদা।
যাই হউক ব্লগিং করে টাকা আয়ের উৎসের আলোচনার আগে দেখে নেই বাংলা ভাষায় ব্লগিংএর জনপ্রিয় কয়েকটি প্লাটফর্ম-
বাংলা ভাষায় সরাসরি লিখে আয় করতে পারবেন এমন কয়েকটি ব্লগ সাইট হল-
উপরিইক্ত ওয়েবসাইট/ ব্লগসাইটগুলোতে আপনি সরাসরি লেখা প্রদানের মাধ্যেমে মোটামোটি একটা এমাউন্ট আয় করতে পারবেন।
আরো জনপ্রিয় ওয়েব-সাইটগুলো হল-
এবার আসি ব্লগিং করে কিভাবে টাকা আয় করবেন-
সর্বশেষ, ব্লগিং পেশা হিসেবে নিলেও খেয়াল রাখবেন এটা যেনো শুধু আপনার ইনকামের জন্যই না হয়। মানুষকে শিখানোর জন্যও যেনো প্রচুর ইনফর্মেশন থাকে আপনার ব্লগিংএ।
ধন্যবাদ সবাইকে।
আমি বুশরা হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।