সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভাল আছেন। আমরা অনেকেই অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করতে চায়। কিন্তু সত্যি কথা বলতে অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করা সহজ নয়। আপনাকে অনেক কাজ জানতে হবে। ভাল ইংরেজি জানতে হবে। তারপর চেষ্টা করতে হবে। কিন্তু অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা অনলাইনে আয় করতে চান, কিন্তু ভাল কাজ জানেন না। আবার অনেকে ফ্রিল্যান্সিং করার মত তেমন কোন কাজই এখনো জানেন না, বা শিখছেন এই পোস্টটি তাদের জন্য। এখান থেকে অল্প হলেও আয় করতে পারবেন। এবং বিকাশে টাকা তুলতে পারবেন। আর সব থেকে আনন্দের ব্যাপার হল এখান কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে তাদের কে সেটা বাংলায় লিখে পাঠাতে পারবেন এবং বাংলায় সমাধান পাবেন। কারণ এটা বাংলাদেশী সাইট। আর এটা মূলত অনলাইন মানি আর্নিং সাইট ও নয়। তাদের মার্কেটিং করতে কিছু দিনের জন্য একটা অফার দিয়েছে। তবে এটা হঠ্যাৎ করে বন্ধ হয়ে যাবে না। বন্ধ হওয়ার আগে সবাই কে জানিয়ে দিবে। যাহোক আমরা এবার জানবো এখান থেকে কিভাবে আয় করা যায়।
অর্ডার দিতে আপনার পছন্দের প্যাকেজ এর উপরে ক্লিক করে বিস্তারিত দেখুন। তারপর Add to Cart বাটনে ক্লিক করুন। View Cart এ ক্লিক করুন। Proceed to Checkout বাটনে ক্লিক করুন।
Billing Address এর নিচে আপনার ঠিকানা লিখুন। I have read and agree to the website terms and conditions * এর বা পাশের চেক বক্সে টিক দিন। Place Order বাটনে ক্লিক করুন।
অর্ডার করা শেষ হল। এবার পরবর্তী পদক্ষেপে আসি।
এভাবে ব্লগিং করে বা অন্যের লেখা মার্কেটিং করে উপার্জনের সাইট খুব কমই পাবেন। আমরা পিটিসি সাইটে গিয়ে সারা বছর হাজার হাজার ক্লিক করে ১ বা ২ডলার আয় করি। যাকে টাকায় কনভার্ট করে বাংলাদেশে আনতে আরো ৫ডলার খরচ করি। এর থেকে বাংলাদেশী সাইটের মার্কেটিং করে আয় করা ভাল। প্রথমত এখানে কাজ করলে ঝামেলা ছাড়াই বিকাশে পেমেন্ট পাবেন। যা বর্তমানে সবার নিকট আছে। তারপর বাংলাদেশী সাইট। পিটিসি সাইট থেকে ভাল। কাজের মাধ্যমে অনেক টিউন পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বাংলায় লিখে আয় করতে পারবেন। সোস্যাল মিডিয়া ব্যবহার করে আয় করতে পারবেন। সমস্যা বা মতামত বাংলায় লিখে পাঠাতে পারবেন।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন।
আজ এ পর্যন্ত। কথা হবে পরবর্তী টিউনে। ভাল থাকবেন। খোদা হাফেজ।
আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।