ফ্রিল্যান্সিং আয়ের সুযোগ, 100 ফ্রি ট্রেনিংসহ Bkash, DBBL, Hand Cash ১০০ পেমেন্টের নিশ্চয়তা

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আপনারা অনেকেই, আয় করুন, আউটসোরসিং করুন, ফ্রি আয় করুন, এই সকল টিউন দেখতে দেখতে ক্লান্ত হয়ে আছেন। এখন আর এগুলো ভালো লাগেনা। কারন কি? কারন হলো

  1. শুধু জ্ঞান দেয়, কিন্তু কোনো লাইন ধরায়ে দেয় না
  2. এটা করেন, এটা পাবেন, ওটা করেন ওটা পাবেন
  3. দিন শেষে আবার অনেকেই স্ক্যাম
  4. ভাব নিয়া বসে থাকে কেউ কেউ
  5. আবার অনেকেই নিজেই জানেনা, আয় করেনা কিন্তু, এই প্রচার-প্রচারনা কেই ব্যবসা বানিয়ে নিয়েছে। যেমন ইউটিউব চ্যানেল গুলো।

যাই হোক, আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এমন এক Freelance Writng গ্রুপের সাথে। যারা আপনাকে প্রতি ৩০০০ হাজার শব্দের এসাইনমেন্ট লিখতে দিবে। একজন এক্সপার্ট লেখক মাসে ৬০, ০০০ টাকা আয় করছে আর যারা মোটামুটি লেখা জানে, মানে প্যারাফ্রেইজিং, রিরাইটিং জানে তাদেরকে ইন্সট্রাকশন অনুযায়ি লেখার জন্য দিচ্ছে কমপক্ষে ৭৫০০ টাকা করে। অবশ্য প্রজেক্ট বেিলে। কাজ হওয়ায় এরা প্রতি তিন দুই ফাইলের এক তৃতীয়াংশ টাকা ফাইল ডেলিভারির এক ঘন্টার মধ্যে আপনাদের বিকাস, রকেট নাম্বারে পাঠিয়ে দেবে। বাকি পেমেন্ট পরের মাসের ১০ তারিখ দিয়ে দিবে।  সব চেয়ে ভালো বিষয় হচ্ছে, এরা একটি ক্লিয়ার মেম্বার ফর্ম (এখানে ক্লিক করুন) সংযোজন  করেছে, যেখানে আপনি আপনার ডিটেইলস মানে কবে কয়টায় কাজ করেছেন, কত টাকা বাকি, কত টাকা কিভাবে তুলেছেন সেই সব তথ্য দেয়া থাকবে। আবার আপনার ট্রেইনিং এর জন্য একটা ভিডিও চ্যানেলও (এখানে ক্লিক করুন) খুলে রেখেছে। কাজের ডিটেইলস মনিটর করা হয় নিজেদের ওয়েব সাইট, ফেইসবুক গ্রুপ (এখানে ক্লিক করুন), অথবা সরাসরি ফোন কলও ম্যাসেজের মাধ্যমে। তবে সবচেয়ে ভালো হয় তাদের ফেইসবুক গ্রুপে জয়েন করে আরো বিস্তারিত জেনে নিলে।

আশাকরি লেখলেখি করে আয় করতে ইচ্ছুক মানুষগুলো একটা সঠিক পথের দিসা পেলেন। ভাল কথা আয় হলে মিষ্টি মানে দোয়া করতে ভুলবেন না যেন। আর না হলেতো জানেনই কি করতে হবে তাই করুন।

Level 0

আমি মোঃবিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস