গত দুইটা টিউনে আপনাদের জানিয়েছিলা আমার ফ্রিলান্স রাইটার হওয়ার আবেগি গল্প। আর আজ জানবেন আপনি কিভাবে একজন সফল রাইটার হতে পারেন। তবে ভাই আপনাকে আগেই বলে রাখি, এখানে শর্টকাট বড়লোক হওয়ার কোনো উপায় নেই। আবার হুটহাট কাজ নিয়ে নিবে সেই ব্যবস্থাও নেই। আপনাকে বিদ্যমান দক্ষতার উপর ভিত্তি করে কাজ দেয়া হবে। তো জানাযাক কয়েকটি অবশ্য প্রয়োজনীয় বিষয়ের।
সবার আগে জানি কাজটা কি?
আমরা ছোটবেলায় বড় আপুদের দিয়ে যেমন বাড়ির কাজ করিয়ে নিতাম, তেমনিভাবে এখনও অনেক ফাকিবাজ আছে, যারা ক্লাসেও যায়না আর পড়া-শুনাতো করেই না। এই লোকদের কাজগুলো করে দিলে আপনাকে তারা এজেন্সি হয়ে টাকা দিয়ে দিবে।
পেমেন্ট কত পরবে?
আসলে এটা ভাই আপনার দেয়া সময়, আপনার creativity, আপনার Typing speed, information application, case scenario analysis, ইত্যাদির উপর নির্ভর করে। তবে হ্যা এই সবগুলো আপনাকে একবারে করতে হবে ধিরে, দাদাপু ধিরে ধিরে। আরে টাকার ফিগার যদি বলি তাহলে লিমিট বলতে পারি প্রতিমাসে 00.00 টাকা থেকে শুরু করে ৮০, ০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বাকিটা আপনার চেষ্টা আরে দক্ষতার ফসল।
ভাই মাসে আশি হাজার আয় করতে চাই, সময় কতদিন লাগবে?
ওরে ভাই, আপনি মাত্র আমার মত তিন বছর চেষ্টা করুন, তারপর মাত্র ১২ ঘন্টা প্রতিদিন কাজ করুন, দেখবেন মাসে আশি হাজার চলে আসবে।
ভাই আমি তো টাকা শেষ করে ফেলেছি, এখন কাজের ডিটেইলস আর পেইদ পেমেন্ট সিটটা দেখাই কেমন।
কি কি লাগবে বলুন দেখি?
১) ইংরেজী জানুনঃ হ্যা আপনাকে এখানে কাজ করতে হলে প্রয়োজনীয় নয়। একটু এডভান্স লেভেলের ইংরেজী জানতে হবে। ইংরেজীতে অনর্গল কথা বলার দরকার নেই। তবে অবশ্যই আপনাকে, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে লিখতে জানতে হবে। বানিয়ে লিখতে জানতে হবে। আবার ঘুড়িয়ে লিখতে জানতে হবে। এই ধরুন আমি একটা বাক্য লিখলাম,
The garments sector of Bangladesh has been developed for multiple time in last 20 decades.
এবার আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তবে এটাকে আপনার মত করে কমপক্ষে চার ভাবে লিখুন তো দাদা। আর না পারলে ভাববেন আপনি প্রথম ধাক্কায় ফেল মেরেছেন।
২) ল্যাপ্টপ/কম্পিউটারের ব্যবহারঃ আপু/দাদা আপনাকে কম্পিউটারের অন্ততপক্ষে হাল্কা টাইপিং, কত আর এইতো কমপক্ষে ১৫ ওয়ার্ড/মিনিট জানতে হবে। মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইত্যাদি ব্যবহার জানতে হবে।
৩) কি-ওয়ার্ড সারচিংঃ অনলাইনে মানে গুগলে সঠিক কি ওয়ার্ড দিয়ে তথ্য বের করে আনতে হবে। আসলে এটা তেমন কঠিন ই না যেমন; আপনি চাচ্ছেন, আমাজনের একটা SWOT analysis করতে ব্যস, Amazon SWOT analysis লিখে সার্চ করুন হাজার হাজার এসে যাবে।
৪) ধৈর্য ধরাঃ আপনি যদি লেখালেখির কাজে একবার প্রবেশ করেন, তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এর কোন শেষ নেই। তাই নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।
ভাই আমি কাজ করতে চাই কি করবো?
আমি আপনাদের উপকারের স্বার্থে একটা ঠিকানা দিতে পারি। তবে উপকারে আসলে একমাস পরে এসে ধন্যবাদ দিয়েন। ক্ষতি না হওয়া পর্যন্ত গালি দিয়েন না। কারন, যারা উপকার পাবেন তারা আপনাকে আবার সেটা ফিরত না দিলেও খারাপ তো বলবে।
https://www.facebook.com/groups/overseas.research.and.consultancy.bd/?ref=bookmarks
আপনি এই গ্রুপে যোগাযোগ করে দেখতে পারেন, উনারা কিছু অদক্ষ কিন্তু ভালো ইংরেজী জানা মেম্বার নিচ্ছে। আর অন্য যাদের ঠিকানা জানি তারা আপনাকে পাত্তা নাও দিতে পারে।
যাইহোক, দাবী একটাই, প্রথম মাসের বেতন পেলে আপনার বাবা-মাকে বলবেন আমার জন্য দোয়া করতে, যেন ভালো থাকি। আর আপনাদের সেবা করে যেতে পারি। দেখা হবে আবার আগামী টিউনে।
আমি মোঃবিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃবিল্লাল হোসাইন vhai apanar sathe jogajog korte chai. Apnar facebook id or phone number parle share koren.