হাই! আমি হেলাল বিগত.৪ বছর যাবত upwork এ ফ্রিল্যাসিং করছি। ২০১৪ সালে যখন প্রথম শুরু করি তখন প্রধান সমস্যা ছিল কিভাবে প্রথম জব পাব? কারন আমার প্রোফাইলে পাস্ট জব রিভিও ছিল না। দুই মাস চেষ্টা করার পরও কোন কাইন্ট মেসেজ পেলাম না। অনেক youtube ভিডিও আর ব্লগ টিউন পরলাম কিন্ত শেষ পর্যন্ত যেই ব্লগ পোস্টটা কাজে লাগছে সে সম্বন্ধে আজকে বিস্তারিত শেয়ার করতে চাই। আশা করি আপনাদের কাজে লাগবে। একটু শর্ট করে লিখছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। upwork এ সফল হতে হলে নিন্মে বর্ণিত গোনাগুণ গুলি সবার থাকতে হবে।
১। সমস্ত distractions নির্মূল করুনঃ এটা ফ্রিল্যান্সিং আসে যখন আলস্য বা নিষ্ক্রিয়তা জন্য কোন রুম নেই। আজ মানুষের পক্ষে কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং সামাজিক নেটওয়ার্ক, ইন্টারনেট সার্ফিং এবং অন্যান্য বিভ্রান্তিগুলি থেকে দূরে রাখা কঠিন। সেইজন্যই অলসতা এবং বিভ্রান্তিকে অতিক্রম করা আপনার উত্পাদনশীলতার প্রায় 50 শতাংশ বৃদ্ধি করতে পারে।
২. ধৈর্য ধরুনঃ ক্লায়েন্ট reply না করলে, সম্ভবত আপনি কিছু ভুল করছেন। পরবর্তী কয়েক টি টিপস দিয়ে দেখি, কীভাবে আপনি জিনিসগুলির উন্নতি করতে পারেন।
৩. আপনার প্রোফাইল চকমক করুনঃ আদর্শভাবে, আপনার আপওয়ার্ক প্রোফাইলের সংক্ষিপ্তসার বিভাগে 3-4 অনুচ্ছেদ লিখুন এবং প্রায় 1, 000 টি অক্ষর ধরে রাখতে চেষ্টা করুন। ৪। আপনার পোর্টফোলিও খালি না নিশ্চিত করুন ৫। অপ্রাসঙ্গিক যে কোন বিষয় এড়াতে চেষ্টা করুন ৬। প্রপোজাল সাবমিট করার পূর্বে যত্নপূূর্বক কাজের বিবরণ পড়ুন ৭। বিজ্ঞতার সাথে আপনার নিজেকে প্রস্তুত করুন ৮। কাজের রেট খুব কম সেট করবেন না। সরবনিন্ম $5 রাখতে হবে ৯। NEVER GIVE UP! উপসংহারঃ আশার কথা হল এখন প্রথম upwork বা fiverr রিভিওর জন্য আগের মত কষ্ট করতে হয়না। যারা upwork বা fiverr রিভিওর জন্য সমস্যায় আছেন তাদের জন্য খুব সহজ পথ খোলা রয়েছে। রিভিওর জন্য জন্য টিউনে টিউমেন্ট করলেই পেয়ে যাবেন সহজ সমাধান। আর যারা upwork একাউন্ট করতে পারছেন না তারা ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন approved একাউন্ট। শুভ কামনায় হেলাল S/kype: suhag.chowdhury5 robiNumber01833673077
আমি হেলাল উদ্দিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।