হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে শুধুমাত্র সার্ভে করে ইনকাম করা যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না সার্ভে কি, কিভাবে সার্ভে করতে হয় এবং সত্যিই সার্ভে সাইট থেকে ইনকাম করা যায় কিনা। এর উত্তর হলো জি এরকম অনেক সাইট রয়েছে যেখান থেকে সার্ভে কম্পলিট করার মাধ্যমে ইনকাম করা যায়। আর সার্ভে মানে হচ্ছে অনলাইন জরিপ যেখানে কোনো প্রোডাক্ট বা কোনো অর্গাইনাইজেশন এর ব্যাপারে মতামত দিএওয়া হয়। কিন্তু সমস্যা হলো এসকল সাইটে কাজ করার জন্য আমেরিকার সিটিজেন হওয়া লাগে। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের সুতরাং স্বভাবতই আমরা এই সাইটগুলোতে কাজ করতে পারব না। কিন্তু তারপরও আমরা বাংলাদেশে থেকেও কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই আমেরিকার সিটিজেন হয়ে কাজ করতে পারি সেটা নিয়েই আজকের এই পর্ব :p
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে সার্ভে সাইটে কাজ করতে যেটা লাগবে সেটা হচ্ছে আমেরিকার সিটিজেনশীপ আর যার জন্যে লাগবে একটা পেইড ভিপিএস। ভিপিএস? হ্যা ঠিকই শুনছেন VPS, Vpn না কিন্তু VPS এর মানে হলো Virtual Private Server. অর্থাৎ আমেরিকা কিংবা বিভিন্ন দেশের একটা সার্ভার যেখানে আমরা উইন্ডোজ ইন্সটল করে সাধারণ কম্পিউটার এর মতো এটাকে ব্যবহার করতে পারি। এই ভিপিএস এর সুবিধা হচ্ছে আপনি যদি একটা ভিপিএস নেন তাহলে আপনি USA এর একটা রিয়্যাল আইপি পাবেন। যেই আইপি কখনোই পরিবর্তন হবেনা। অর্থাৎ আপনি যতবারই লগিন করেননা কেন আপনার আইপি এড্রেস একই থাকবে। অর্থাৎ আপনি যদি এই ভিপিএস দিয়ে সার্ভে সাইটগুলোতে কাজ করেন তাহলে এই সাইটের ওনার যারা আছেন তারা আপনাকে আমেরিকার লোক বলেই মনে করবে যার ফলে আপনার কাজ করতে কোন অসুবিধে হবেনা।
এখন আসি কেমন দেখতে এই ভিপিএস। ভিপিএস দেখতে আমরা সাধারনত যে কম্পিউটার এর মতোই এবং কম্পিউটার এর যাবতীয় কাজ এই ভিপিএস দিয়েই রিমোটলি করা যায়। ভিপিএস লগিন করার পরে এরকম দেখতে হয়।
এবং এইটা আমার সার্ভে সাইট থেকে বিগত কয়েকদিনের ইনকাম, ৯৭.৯৫$ অর্থাৎ ৭৮৭৬৳ বাংলাদেশি টাকা।
ভিপিএস ছাড়াও সার্ভে সাইটে ইনকাম করতে আরো কিছু লাগে। যেমন
ব্যাস আপনার মধ্যে যদি উপরের গুনগুলো থাকে তাহলে আপনি সার্ভে সাইট থেকে ইনকামের জন্য একেবারে প্রস্তুত।
আপনি যদি কাজ করতে আগ্রহী হন। তাহলে আপনার কাজ করার জন্য ভিপিএস এবং পেপাল এর প্রয়োজন হবে এবং এগুলোর জন্য আপনি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপ এও জানাতে পারেন। আপনি কাজ শুরু করার জন্য একটা ভিপিএস ই যথেষ্ট এবং যদি আপনি মনে করেন আপনি সত্যিই ইনকাম করতে পারছেন তাহলে একটা পেপাল একাউন্ট নিয়ে নিতে পারেন।
আপনি ভিপিএস দিয়ে যেসকল সাইটে কাজ করবেন সেসকল সাইটে প্রায় সবসময় সার্ভে থাকে তাই আপনি যতবেশি কাজ করবেন ততবেশি ইনকাম করতে পারবেন। একটা সার্ভে করতে সাধারণত ১৫-২০ মিনিট সময় লাগে এবং সার্ভে প্রতি 0.50$-1.00$ পর্যন্ত পাওয়া যায়। আমি এবং আমার বন্ধু যারা সার্ভে নিয়ে কাজ করি তারা প্রতি মাসে ১৫০$, ২০০$, ৩০০$ এমাউন্ট এর ইনকাম করি অর্থাৎ যথাক্রমে ১২০০০, ১৬০০০, ২৪০০০ টাকা যেটা বাংলাদেশের মানুষদের জন্য বেশ বড় একটা এমাউন্ট তাই যারা বেকার আছেন, কিংবা লেখপড়ার পাশাপাশি কিছু ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেশ বড় একটা সুযোগ বলে আমি মনে করি।
আমি নাবিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।