অনেকেই প্রশ্ন করেন ছাত্রদের জন্য টাকা আয় করার উপায় কি? তখন যে উত্তরগুলো সবচেয়ে বেশি আসে তা হল টিউশন করান আর নয়তো অনলাইনে ফ্রিলান্সিং করে আয় করুন। যাই হোক তো আজকের এই টিউন এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রজীবনে কি কি উপায়ে আয় করা যায় সে সম্পর্কে।
আমাদের দেশ এর প্রেক্ষাপট এ টাকা আয় করা খুব সহজ কাজ নয়। কারণ অনেক ছাত্র অনার্স মাস্টার্স করে বেকার পড়ে আছে। আপনারা সবাই জানেন বেকার সমস্যা বাংলাদেশ এর একটি প্রধান সমস্যা। তাই এখানে ছাত্রদের জন্যও আয় করার জন্য পানির মত সহজ কোন উপায় নেই। টাকা ইনকাম করতে হলে আপনাকে কষ্ট করতে হবে। অনেকেই হুটহাট বলে বসে ভাই টাকা আয় করতে চাই, ঘরে বসে আয় করতে চাই। আপনাদের জন্য উত্তর হল ভাই এত শজে আসলে টাকা আয় করা যায় না। তাই একটু কষ্ট করলেই আপনি যেসব উপায়ে ছাত্রজীবনে টাকা আয় করতে পারবেন তা তুলে ধরলাম।
১। টিউশন করানোঃ
ছাত্র অবস্থায় টাকা আয় করার সবচেয়ে ভাল উপায় উপায় হল টিউশন করানো। অন্যান্য কাজ গুলোর চেয়ে স্টুডেন্টদের জন্য এই কাজটি পাওয়া সহজ। এতে আপনার সময় নষ্ট হবে কম আর আপনার পড়াশুনার চর্চাও অব্যাহত থাকবে। টিউশন পাওয়ার জন্য আপনার কলেজ/ইউনিভার্সিটির বড় ভাই-বোনদের সাহায্য নিতে পারেন। অথবা আপনি যে এলাকায় থাকেন সেখানকার পরিচিত/মুরুব্বিদের সাহায্য নিতে পারেন। অনেকেই বিভিন্ন মিডিয়ার সাহায্যে টিউশন পেয়ে থাকে।
আর টিউশন করাতে না চাইলে বিভিন্ন এডমিশন কোচিং অথবা একাডেমিক কোচিং গুলোতে ক্লাস নিতে পারেন। এতে করে আপনার টিচিং দেয়ার কায়দা কানুনটা রপ্ত হয়ে যাবে।
২। পার্টটাইম জব করাঃ
অনেকেই টিউশন করতে পছন্দ করেন না, করাতে চাননা অথবা টিউশন পাচ্ছেন না। তারা চাইলে পার্টটাইম জব করতে পারেন। পার্টটাইম জব পাওয়াটাও খুব একটা সহজ কাজ নয়। তবুও আপনি বিভিন্ন শোরুম গুলোতে সিভি ড্রপ করে দেখতে পারেন। এছাড়া কল সেন্টার গুলোতে বেশিরভাগই স্টুডেন্ট নেয়া হয় তাই চাইলে কল সেন্টারগুলোতেও ট্রাই করতে পারেন।
৩। অনলাইনে ইনকাম করাঃ
অনলাইনে আয় করা শুনতে যতটা সহজ মনে হয় বাস্তবে অতটা সহজ নয়। এই মাধ্যমে ইনকাম করতে চাইলে আপনার যে কোন একটা কাজে দক্ষ হওয়া লাগবে এবং এটা লংটাইম প্রসেস। আজকে অনলাইনে এসে কাল থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবেনা। এছাড়াও আপনি অনলাইনে কাজ করতে চাইলে আপনার একটি ল্যাপটপ লাগবে যা অনেক ছাত্রদের ম্যানেজ করা সম্ভব হয়ে উঠে না। তারপরও আপনি যদি সবকিছু ম্যানেজ করে অনলাইনে আয় করতে চান তাহলে ভাল কথা। এখান থেকে আপনি চাইলে একজন চাকরিজীবীর চেয়েও বেশি ইনকাম করতে পারবেন। অনলাইনে ছাত্রদের জন্য কাজ করার জন্য ভাল হচ্ছে, ব্লগিং করা, আর্টিকেল লেখা কিংবা ইউটিউবিং করে আয় করা। বিস্তারিত জানতে আমার এই পোস্টটি দেখতে পারেন। অনলাইন থেকে আয় করার উপায়
৪। ফটোগ্রাফি করাঃ
বর্তমানে একজন ভাল ফটোগ্রাফার এর বেশ ভাল চাহিদা রয়েছে। আপনার যদি একটা ভাল ক্যামেরা থাকে তাহলে বিভিন্ন ইভেন্ট এ ফটোগ্রাফি করে টাকা আয় করতে পারেন। ভাল আয় করতে চাইলে কোন একটা প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফি কোর্স করে নিতে পারেন।
৫। বিবিধঃ
উপরে উল্লেখ করা উপায়গুলো ছাড়াও আরও উপায় আছে টাকা আয় করার। যেমন, অনেকেই বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এর হয়ে ৭/৮ দিন এর ইভেন্টগুলোতে কাজ করে, আবার অনেকেই বিভিন্ন রেস্টুরেন্ট এ ওয়েটার হয়ে পার্টটাইম জব করে, আপনি চাইলে অনুবাদ করেও আপনার হাত খরচের টাকাটা তুলতে পারেন।
তাছাড়া বিভিন্ন নিউজ পোর্টাল এর আপনার ক্যাম্পাস প্রতিনিধি হতে পারেন। অনেকেই ট্যুর গাইড হয়ে ভাল টাকা ইনকাম করতেছে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন উপায় রয়েছে।
সবচেয়ে বড় কথা হল আপনি যে কাজটি ভাল পারেন অথবা যে কাজটি করতে আপনার ভাল লাগে সেটি করার ট্রাই করুন। তাহলেই আপনার দ্বারা ভাল কিছু করা সম্ভব হবে।
আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুনঃ https://roopokar.com/
আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/software-development-company-in-bangladesh/
HR সফটওয়্যার সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/hr-software-solution/
আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/best-web-design-company-in-bangladesh/
আমাদের ইআরপি সিস্টেম সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/erp-systems-solution-software-development-in-bangladesh/
আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/digital-marketing-agency-in-bangladesh/
আমাদের এসইও সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/search-engine-optimization-seo-company-in-bangladesh/
আমি আহমেদ মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।
টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।
অর্ডার করলে পাচ্ছেন বোনাস + ফ্রি ব্যানার ডিজাইন + ফ্রি ডিজিটাল মার্কেটিং কনসাল্টেশন।
টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন