NB:পুরো টিউন টা পড়ার ধৈর্য থাকলে আশা করা যায় আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন।
বফিক:আমি ফ্রিল্যান্সার হব আর মাসে মাসে আপনার মত ডলার কামাবো।
আমি :কি কাজ জানো তুমি?
রফিক :ভাই কোন কাজ জানি না কিন্তু কম্পিউটার চালাতে জানি।
আমি : আপনাকে আগে যেকোন একটি কাজে পারদর্শী হতে হবে। কারন আপনি যদি কোন কাজ নাই জানেন তাহলে কিভাবে আশা করেন ডলার কামানোর কথা। একটা কথা মনে রাখবেন গরু দুধ দেয় বলেই আমরা তাদের লালনপালন করি। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে যেকোনো একটা সেক্টরে আপনাকে পারদর্শী হতে হবে যেমন. #webdesigner #webdevelopment #GraphicDesigner #affiliatemarketer
#programar #seo #3danimation etc.
এগুলোতে পারদর্শী হতে পারলে আপনাকে #dollar খুজতে হবে না ডলার আপনাকে খুজবে।
রফিক : এগুলো আমি কোথায় পাবো আমার খুব ইচ্ছা ফ্রিল্যান্সার হওয়ার।
আমি :চাকরির জন্য যেমন পড়াশোনা করে দক্ষ ও যোগ্যতা অর্জন করতে হয় তেমনি এই গুলো শিখতে হলে আপনাকে দক্ষ #trainers দ্বারা নিজেকে তৈরি করতে হবে।
রফিক : দক্ষ #trainers কোথায় পাবো।
আমি: যেকোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি নিজেকে তৈরি করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব repto Education center সেন্টার এর কথা।
রফিক : repto education center এ course করলে আমি কি কি সুবিধা পাবো।
আমি : এখানে course করলে যা যা সুবিধা আপনি পাবেন।
1.আপনি ঘরে বসেই course করতে পারবেন।
2. অনেক কম মূল্যে Course গুলো পাবেন।
3. বাংলাদেশের সুনামধন্য এবং successful ফ্রিল্যান্সার দ্বারা course গুলো তৈরি করা যা অন্য কোন প্রতিষ্ঠানে পারেন না।
4. সবচেয়ে বড় কথা আপনি life Time তাদের সাপোর্ট পাবেন successful না হওয়া পর্যন্ত।
রফিক : ভাই course গুলো কি ফ্রি তে পাওয়া যায় না।
আমি : 20 বছর পড়াশোনা করে এত টাকা খরচ করে যখন 10 হাজার টাকা বেতনে চাকরি করে আপনি খুশি থাকেন তাহলে এই Course গুলোর জন্য সামান্য কিছু টাকা খরচ না করে কিভাবে আপনি মাসে হাজার হাজার ডলার ইনকাম করার চিন্তা করেন।
(সমাপ্ত)
দক্ষ কারিগর এর সঠিক মূল্যায়ন সবাই দেয়। তাই আগে নিজেকে দক্ষ করে তুলুন তারপর নিজের মূল্য খুঁজুন।
All courses repto education center আছে এখানে চাইলে আজ থেকেই শুরু করে দিন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার সপ্ন।
আমি জসিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।