লিঙ্ক শেয়ার করে ইনকাম করুন! শ্রম আপনি দিবেন আর টাকার গ্যারান্টি আমি!

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন।

দেখতে দেখতে টেকটিউনস এর সাথে সম্পর্ক টা ৫ বছর হয়ে গেলো। ইউনিভার্সিটির ব্যস্ততা, চাকুরির ব্যস্ততা সব মিলিয়ে নিয়মিত টিউন করা হয়ে ঊঠে না তারপরেও এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভাবে আপনাদের কাছে নতুন কিছু শেয়ার করার। তো চলুন এবার কাজের কথায় আসি।

লিঙ্ক শেয়ার করে ইনকাম কথাটা হয়তো আপনার কাছে একদমি অনেক পুরনো মনে হতে পারে কারন এই ধরনের টিউন অনেক যায়গায় আছে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটি নতুন সাইট শেয়ার করতে যাচ্ছি যেখানে লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি অন্যান্য সাইটের থেকেও ভাল একটি Amount পাবেন গ্যারান্টেড। কারন হল অন্যান্য সাইট বলে থাকে আপানকে ১০০০ ক্লিক বা ভিউ তে ১ ডলার বা ২ ডলার দিয়ে থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যখন বাস্তবে কাজ করতে যাবেন যেমন দেখেন adfly আপনি যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন এবং বাহিরের কান্ট্রির ক্লিক/ভিউ না ফেলতে পারেন তাহলে দেখা যায় যে ২০০০, ৩০০০ ক্লিক/ভিউ হয়ে গেলেও তারা ১ ডলার Pay করে না। কিন্তু এই সাইটটা ১০০০ ক্লিক/ভিউ তে ১ ডলারেরও বেশি Pay করে থাকে এবং সেটা যে কোন কান্ট্রি থেকেই ক্লিক পড়লেই হবে।

এখন মনে করেন লিঙ্ক শেয়ার করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে একটি বেসিক ধারনা দেই,

মনে করেন আপনি একজন ফেসবুক ইউজার। আমাদের সবারি ফেসবুকে একাউন্ট থাকে এবং সবার পার্সোনাল গ্রুপ থাকে তো এখন মনে করেন আপনার ফেসবুকে একটা গ্রুপ আছে এবং যেখানে ৫০ বা ২০ হাজার মেম্বার আছে। এখন আপনি কোন একটা নিউজ মনে করেন যে আজকের আপট্রেন্ড বা হট টপিকের কোন একটা নিউজ (যে কোন কিছুর) লিঙ্ক নিয়ে  আপনি থার্ডপার্টি কোন একটা সাইটের মাধ্যমে লিঙ্ক কনভার্ট করে আপানার ফেসবুক গ্রুপে দিয়ে দিলেন। এখন এই নিউজটা দেখার জন্যে যত মানুষ  ঐ লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করার ফলে ঐ কোম্পানি আপানকে শুধুমাত্র ক্লিক করার বিনময়ে একটা ভালো অঙ্কের Amount Pay করবে। এভাবে প্রতিদিন যদি সর্বোনিন্ম এক লিঙ্কে ৫ হাজার ক্লিক ও ফেলতে পারেন তাহলে ৭ থেকে ৮ ডলার ইনকাম করা অসম্ভব কিছুনা, এভাবে যদি ৩ টা লিঙ্ক শেয়ার করেন তাহলে তাহলে ১৫ হাজার ক্লিক পড়লে ২০ ডলারের উপরে পাবেন। লিঙ্কের প্রচারেই আপানার প্রসার ঘটাবে, যত ক্লিক /ভিউ ততই ইনকাম হবে ইনশা আল্লাহ। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি দিয়ে শেয়ার করতে পারেন, অথবা ফ্রেন্ডের আইডি অথবা imo whatsapp যে কোন মাধ্যমে। আর টাকা Withdraw এর ব্যাপার টা হচ্ছে ২ ডলার হলেই টাকা তুলতে পারবেন পে- পাল অথবা বিটকয়েন একাঊন্ট এর মাধ্যমে। এ ছাড়াও রেফারেল এর মাধ্যমে Signup করা Account গুলো থেকে  ৫০%  ইনকাম Auto আপনার একাঊন্টে জমা হতে থাকবে।

প্রথমে একাউন্ট করার জন্যে এই সাইটে যান তারপর নিচের চিত্র অনুযায়ী স্থানে ক্লিক করে User Name, Email, Password দিয়ে আপানার একাউন্ট Sign Up করুন। তারপর ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

তারপর Dashboard থেকে নিচের চিত্র অনুযায়ী New Shorten Link এ ক্লিক করে Your URL here এ কপি করা লিঙ্ক টা বসানোর পর Shorten এ ক্লিক করলেই আপনার নতুন লিঙ্কটি পেয়ে যাবেন। এর পর যত পারেন নতুন এই লিঙ্ক টি শেয়ার করতে থাকুন।

আশা করছি কোন সমস্যা হবার কথা না। এর পরেও যদি কোন সমস্যার সম্মুখীণ হন অথবা কোন প্রশ্ন থাকে তাহলে টিউমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ সর্বোচ্চ সমাধানের চেষ্টা করবো। অথবা ফেসবুকের মাধ্যমে আমাকে জানাবেন।

ফেসবুকে আমি

আজকে এই পর্যন্ত। আবার অন্য কোন দিন অন্য কোন নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি অনলাইন গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস