হ্যালো। আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান। আমি অনলাইন মার্কেটার এবং ট্রেইনার। আমার কাছে ভালো লাগে যা আমি জানি তা মানুষকে শিখাতে। আমার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে নতুন কোন ভিডিও পেলে সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। সেইসাথে ফেসবুক গ্রুপ Riad’s Earning Tips জয়েন করে আপনাদের মতামত জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই.
আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে CPA GRIP এ একটি অ্যাকাউণ্ট খুলতে পারি এবং সেখান থেকে সি.পি.এ অফার পেতে পারি। যাতে আমরা এই অফারগুলো নিয়ে মার্কেটিং করে বিভিন্নভাবে ইনকাম করতে পারি। CPA GRIP একটি ট্রাসটেড সাইড। এখানে আপনি কাজ করতে পারেন এবং অ্যাকাউণ্ট তুলতে পারেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যদি মিনিমাম ৫০ ডলার ইনকাম থাকে তাহলে সেটাই উঠাতে পারবেন। যেখানে আমরা দেখে থাকি অন্যান্য মার্কেটপ্লেস থেকে মিনিমাম ১০০ ডলার হলে টাকা উঠাতে পারি কিন্তু CPA GRIP এদিক থেকে একটু ভিন্ন। আমাদের ভিডিওর নিচে একটি লিংক দেয়া আছে, এই লিংকটিতে ক্লিক করলে পাবলিশার অ্যাপ্লিকেশনের একটি ফরম পেয়ে যাবেন। আপনার তথ্য দিয়ে ফরমটি পূরন করবেন। এখানে আপনাকে ওয়েবসাইেট কাজটি করতে হবে, এটি বাধ্যতামূলক। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে অবশ্যই একটি ডোমেইন হোস্টিং নিয়ে নিবেন। ১৫০০ টাকার মধ্যেই প্যাকেজ পাবেন। তাছাড়া ডোমেইন হোস্টিং থাকলে ল্যাণ্ডিং প্যাজ তৈরি করে প্রোফেশনালি মার্কেটিং করতে পারবেন। এবং Publisher Type এ আপনার ই-মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এই ফরমটি ফিলাপ করার পর I am not a robot ক্লিক করে ভেরিফাই করবেন। তারপর REGISTER বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার রেজিস্টেশন হয়ে গিয়েছে। আপনার ই-মেইল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিংক চলে গিয়েছে। সেটা চেক করে দেখতে হবে। আপনার ই-মেইলে দেখবেন CPA GRID থেকে মেইল আসবে যে আপনার অ্যাকাউণ্ট এপ্রুভ হয়ে গিয়েছে। এখন দেখুন নিচে আসার পর আপনি যেই ই-মেইল অ্যাড্রস থেকে ট্রাই করেছেন সেই ই-মেইল অ্যাড্রেসে ক্লিক করার জন্যে। এখন আপনি চাইলে লিংকটা ক্লিক করতে পারেন অথবা কপি করতে পারেন। ক্লিক করার পর দেখবেন লিখা আছে PUBLISHER EMAIL VALID। এখানে দেখবেন নিচে ছোট করে লিখা আছে Publisher Dashboard এখানে আবার ক্লিক করবেন। দেখুন আমাদের আকাউনট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমারা আমাদের আকাউন্ত পেয়ে গিয়েছি। এখন আমরা দেখবো এখান থেকে কিভাবে সি.পি.এ অফার পেতে পারি। তারজন্যে বামসাইডের OFFER TOOLS এ গিয়ে My Offers এ ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনি যে অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন সেগুলো দেখাবে। এখন আপনি যদি United States ভিত্তিক কাজ করতে চান তাহলে সিলেক্ট করে নিবেন পেজটি রিলোড নিয়ে দেখবেন অনেক অনেক অফার চলে আসবে। এখানে আপনি আপনার পছন্দমতো অফার সিলেক্ট করে নিবেন। ক্লিক করার পর নির্দিষ্ট পরিমান অ্যাফ্লিয়েট লিংক কপি করে আপনার ল্যান্ডিংপেজে শেয়ার করবেন। এভাবে আপনি আপনার কাজ করবেন। এক্ষেত্রে আপনার ডোমেইন এবং হোস্টিং পেজ থাকলে ভালো আপনি নিজে ওয়েবপেজ তৈরি করে মার্কেটিং করতে পারবেন। কারন ফ্রি কোন সাইড থেকে ল্যান্ডিংপেজ তৈরি করলে এটা তারা বিলিভ করবে না। আপানাদের কোন সমস্যা থাকলে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা Payment center, Account setting সহ আরও অনেক কিছু দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ TechPagla.com
ফেসবুক পেইজঃ fb.com/TechPaglaa
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/TechPagla
টুইটার একাউন্টঃ twitter.com/TechPagla
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/techpagla
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/TechPagla
আমি টেক পাগলা সাঈদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদা। আমি একজন প্রানিবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অনলাইন মার্কেটিং আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমার লেখাগুলো নিয়মিত পড়বেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি টেক পাগলায় (techpagla.com) একজন মারকেটার হিসেবে কর্মরত আছি। সবার প্রতি শুভ কামনা। ধন্যবাদ।
GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk